এখন পড়ছেন
হোম > জাতীয় > গতবারের সূর্যগ্রহণে শুরু করোনার পথচলা, আর আজকে হবে মুক্তি! সোশ্যাল মিডিয়া জুড়ে ট্রেন্ড

গতবারের সূর্যগ্রহণে শুরু করোনার পথচলা, আর আজকে হবে মুক্তি! সোশ্যাল মিডিয়া জুড়ে ট্রেন্ড


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ সূর্যগ্রহন। ভয়াবহ করোনা ভাইরাসের মুক্তি নাকি এই সূর্যগ্রহণ থেকেই ঘটবে। সোশ্যাল মিডিয়া জুড়ে নানা পোস্ট এখন সেই জল্পনা উসকে দিতে শুরু করেছে। বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী সুন্দর কৃষ্ণের নাম করে দাবি উঠেছে যে, এই করোনা ভাইরাসের নেপথ্যে গত 26 ডিসেম্বরের সূর্যগ্রহণ দায়ী। মূলত গ্রহণের সময় নির্গত নিউট্রনের সঙ্গে পরিবর্তমান কোনো কণার ধাক্কাতেই এই করোনা ভাইরাসের উৎপত্তি বলে সেই বিজ্ঞানীর নাম করে প্রকাশিত হয়েছে নানা খবরে। তবে বিজ্ঞানীদের মধ্যে এই নিয়ে কোনো চর্চা না চললেও, হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং নেটের দুনিয়ায় এই বিষয় এখন চর্চার চর্চিত বিষয়।

জানা গেছে, একবার 1980 সালের সূর্য গ্রহণের দিন পৃথিবী ধ্বংসের কথা ভেবে কলকাতায় মানুষ গৃহবন্দী হয়ে পড়েন । পরবর্তীতে 1994 সালে সূর্যের পূর্ণগ্রাসের অপরূপ হীরের আংটি আকাশে দেখতে প্রচুর মানুষ জড়ো হয়েছিলেন। এ নিয়ে মনীষীদেরও অনেক গল্প রয়েছে। জানা যায়, গ্রহণের প্রাক্কালে মৃত্যুর কদিন আগে বেলুড়ের গঙ্গায় টাটকা ইলিশ মাছ শরৎচন্দ্র চক্রবর্তীকে রান্না করতে বলেছিলেন স্বামী বিবেকানন্দ। তারপরে ইলিশের টক খেয়ে তিনি বলেছিলেন, “গোরহোণ লেগেছে, আমি যাই ঘুমাই।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে শ্রীচৈতন্য চরিতামৃততে চন্দ্রগ্রহণের পরেই চৈতন্যদেবের জন্ম হচ্ছে বলে দেখানো হয়েছে। যদিও বা গ্রহণকে বুঝতে না পেরে মানুষ এই রাহু কেতুর গল্প পেতেছে বলে দাবি করেন নৃসিংহ প্রসাদ ভাদুড়ি। পুরানের ব্যাখ্যা অনুযায়ী, সমুদ্রমন্থনের সময় সূর্য এবং চন্দ্রের চক্রান্তেই অসুর রাহু এবং কেতুর অমৃত পান ভেস্তে যায়। আর এর পরেই বিষ্ণুর সুদর্শন চক্র দিয়ে তাদের মুন্ডুচ্ছেদ করা হয়। তবে পুরানের এই তথ্য বা সূর্য গ্রহণের ফলে করোনা ভাইরাস নিঃশেষ হয়ে যাবে, এমন কথা বিশ্বাস করছেন না পুরানবিদ নৃঃসিংহপ্রসাদ ভাদুড়ি। তবে এত বড় মাপের সূর্য গ্রহণে করোনা ভাইরাস সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যাবে বলে ফেসবুক ও সোশ্যাল মিডিয়ায় যে কথা রটতে শুরু করেছে, তাতে অনেকের মনেই আশার আলো তৈরি হয়েছে। তাহলে কি সূর্য গ্রহণের ফলে করোনা ভাইরাস বিদায় নেবে?

বিজ্ঞানীদের তরফ থেকে এই ব্যাপারে কোনো বার্তা শোনা না গেলেও আমজনতার অনেকেই বলছেন, পরশুরামের গল্পে পেট ফাঁপার ভয়ে রাহু কন্দর্পকে খেতে রাজি হননি। কিন্তু ভাইরাসকে গিলতে তিনি যেন কুণ্ঠা বোধ না করেন। কারণ তিনি যদি ভাইরাসকে খেয়ে ফেলেন, তাহলেই করোনা ভাইরাস সূর্যগ্রহণের সাথে সাথে ভারতবর্ষ থেকে বিলুপ্ত হয়ে যাবে। তবে সূর্য গ্রহণের সঙ্গে করোনা ভাইরাসের বিলুপ্তি হওয়া নিয়ে নানা মহলে যে আলোচনা চলছে, তা কতটা বাস্তব হয়, এখন সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!