এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > ‘ এক সময় মাওবাদীদের হার্মাদ আজ তৃণমূলের বড় নেতা দাবী সূর্যকান্তের ‘

‘ এক সময় মাওবাদীদের হার্মাদ আজ তৃণমূলের বড় নেতা দাবী সূর্যকান্তের ‘


এক সময় মাওবাদীদের হার্মাদ আজ তৃণমূলের বড় নেতা তৃণমূলকে এই কড়া ভাষায় আক্রমণ করলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। এখানেই থেমে থাকলেন না একসময়ের মাওবাদীদের হার্মাদ ছিল যারা আজ তারাই তৃণমূলের বড় বড় নেতা আর তারা পুলিশের নিরাপত্তা নিয়ে ঘোরেন দেখাটাও বলেন। প্রসঙ্গত আজ পুরুলিয়া হরিপদ সাহিত্য মন্দিরে সিপিএমের কর্মিসভা অনুষ্ঠিত হয়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

 এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

সেখানে আজকের মমতা ব্যানার্জীর শাহিদ দিবসের মঞ্চ থেকে সিপিআইএমকে আক্রমণের পরিপেক্ষিতে দেখা বলেন তিনি। জানা গেছে আজ ২১ শে জুলাই আর শহীদ মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী সিপিআইএমকে আক্রমণ করে বলেন যে কাল যারা সিপিআইএমের হার্মাদ ছিলো আজ তারা বিজেপিতে গিয়ে বিজেপির ওস্তাদ হয়েছে।এদিন এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা দিয়ে সূর্যকান্তবাবু তৃণমূলকে আক্রমণ করেন। এদিন কর্মীদের উদ্বুদ্ধ করে তিনি বলেন ‘তৃণমূল হাঁটাও বাংলা বাঁচাও ও বিজেপি হটাও দেশ বাঁচাও। ‘

এছাড়া তিনি বলেন সিপিএমের রাজ্যে খারাপ ফল হয়েছে ঠিকই l তবে আগামী দিনে দল যাতে ঘুরে দাঁড়াতে পারে তার জন্য তৃণমূলের বিরুদ্ধে সংগ্রাম করে দল কে চাঙ্গা করতে হবে । সাথেই কর্মীদের পরিষ্কার হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দেন যে বিজেপির সঙ্গে কোনো দোস্তি নয় l দলের যারা বিজেপির সঙ্গে হাত মেলাচ্ছে তাদের চিহ্নিত করা হয়েছে আর তাদের দল থেকে বহিস্কার করা হবে।

নাম না করে এদিন ঋতব্রতকেও অখ্যাত নেন তিনি। জানালেন ঘর পরিস্কার করতে গিয়ে কয়েকদিন আগে ঘরের আবর্জনা ঝেঁটিয়ে ফেলা হয়েছিল। আজ সেই আবর্জনা তৃণমূলে নেতা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে তারা যখন প্রশ্ন করেন যে সিপিআইএম এর দলের লোকেরা নাকি বিজেপির ঝান্ডার তলায় রয়েছেন এমনটা দাবি বিরোধীদের। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে এটা একেবারেই ঠিক কথা নয় l তাদের সঙ্গে কোনো আপোষ না করে সরাসরি যারা এই রকম কাজ করবে তাদের বহিস্কার করা হবে l

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!