এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > কমছে সূর্যের তেজ, ভয়ঙ্কর দুর্দিন আসতে চলেছে বিশ্ববাসীর জন্য ! জেনে নিন !

কমছে সূর্যের তেজ, ভয়ঙ্কর দুর্দিন আসতে চলেছে বিশ্ববাসীর জন্য ! জেনে নিন !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সূর্য আমাদের কাছে একটি রহস্যময় বস্তু হিসেবেই পরিচিত। চাঁদের যেরকম খালি চোখে স্নিগ্ধতা অনুভব করা যায়, সূর্যের প্রখর ঔজ্জ্বল্যের কারণে কোনদিনই তার দিকে তাকানো যায়না। শুধু তাপের অনুভবে এবং রোদের মাধ্যমে সূর্যের অস্তিত্ব অনুভব করা যায়। কিন্তু এহেন সূর্যের পরিবর্তনের কারণে এবার মানব জাতির ওপর নেমে আসতে চলেছে এক ভয়ঙ্কর মুহূর্ত। সূর্যের দিকে তাকানো না গেলেও সূর্য যে সরাসরি আমাদের প্রাকৃতিক সমস্ত কিছুর সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই জাগতিক চলাচলের সৃজন কর্তা সূর্যকেই বলা হয়।

বৈদিক মতে প্রাচীনকাল থেকেই মানুষ সূর্যের খুঁটিনাটি বোঝার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমানে বিজ্ঞানের উন্নতির সাথে সাথে সেই চেষ্টা আরো প্রখর হয়েছে। সম্প্রতি 2020 সালে সূর্যের কক্ষপথে ইউরোপিয়ান স্পেস এজেন্সি থেকে একটি সৌরযান পাঠানো হয়েছে যা কাজ করছে জুন মাস থেকে। জানা গেছে, এই সৌরযানের মধ্যে ধাকা শক্তিশালী 10 টি যন্ত্র সূর্যের বুকে নিরন্তর কি ঘটে চলেছে, তার বিবরণ তুলে পাঠাচ্ছে পৃথিবীতে। আর সেই তথ্যের ভিত্তিতেই যা জানা যাচ্ছে তা রীতিমতো চমক লাগার মতন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যান্ত্রিক ভিত্তিতে খবর, বর্তমানে সূর্য রয়েছে একেবারে ঝিমিয়ে। তার তেজ কিছুটা স্তিমিত। বৈজ্ঞানিক ব্যাখ্যায় জানা গেছে, সূর্যের অন্দরে ক্রমাগত আণবিক বিস্ফোরণ হয় আর তার ফলে উত্তাপ বিকিরণ হয় পৃথিবীর বুকে। এই আণবিক আণবিক বিস্ফোরণ থেকে জন্ম নেয় একেকটি চক্র। যাকে বিজ্ঞানের পরিভাষায় সানস্পট বলে। একেকটি সানস্পটের মেয়াদ থাকে 11 বছর। এইসময় সূর্য ঝিমিয়ে আছে মানে এই মুহূর্তে সূর্যের ওপর কোনো সানস্পট হচ্ছেনা। এবং সেখানেই ভয়ের কারণ সৃষ্টি হয়েছে। বলা হচ্ছে, যদি সানস্পট না হয় তাহলে ধরে নিতে হবে সূর্য ঘুমন্ত অবস্থায় রয়েছে। আর এভাবেই যদি সূর্য ঘুমন্ত অবস্থায় থাকতে শুরু করে, তাহলে প্রকৃতি কিভাবে নিত্য নতুন জীবনের জন্ম দেবে তা নিয়ে চিন্তা বাড়ছে।

অবশ্য বিজ্ঞানীরা শুনিয়েছেন আশার কথা। তাঁদের মতে, সূর্যের এই ঝিমিয়ে পড়াটা মোটেও কোনো অস্বাভাবিক ঘটনা নয়। সানস্পটের মধ্যে কিছু খুব সক্রিয় দশা এবং কিছু নিষ্ক্রিয় দশা দেখতে পাওয়া যায়। তাই আপাতত বলা যায়, সূর্যের মধ্যে নিষ্ক্রিয় দশা চলছে। খুব তাড়াতাড়ি আবার সক্রিয় দশায় ফিরে আসবে সূর্য। নতুন করে সানস্পট শুরু হবে। রোদ আর তাপও পৃথিবীতে আসা বন্ধ হবে না। তবে খুব স্বাভাবিকভাবেই বিজ্ঞানীরা অত্যন্ত চিন্তিত সূর্যের আকস্মিক নিষ্ক্রিয়তা নিয়ে। আপাতত যন্ত্রের মাধ্যমে সৌরজগতের সব থেকে বড় নক্ষত্র সূর্যের ওপর ক্রমাগত নজর রেখে চলেছেন পৃথিবীর তাবড় তাবড় সৌর বিজ্ঞানীরা।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!