এখন পড়ছেন
হোম > অন্যান্য > সুশান্ত মৃত্যু-রহস্যে নয়া মোড়? পরিবার থেকে অনুরাগীদের জন্য আসতে চলেছে বড়সড় ধাক্কা? জেনে নিন

সুশান্ত মৃত্যু-রহস্যে নয়া মোড়? পরিবার থেকে অনুরাগীদের জন্য আসতে চলেছে বড়সড় ধাক্কা? জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – অবশেষে হয়ত সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় ইতি পড়তে চলেছে বলেই মনে করা হচ্ছে। সম্প্রতি এইমসের বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে এমনটাই জানা গেছে। এতদিন ধরে চলা এই মৃত্যু তদন্তে নানা ঘটনা সামনে এসেছে। সেই সঙ্গে জড়িয়েছে একাধিক হাইফাই ব্যক্তিত্বের নাম। তবে সুরাহা হয়নি তবুও। তাই আপাতত সুশান্ত সিং রাজপুতের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখেও সন্দেহজনক কোনও কিছু মেলেনি বলেই জানিয়েছে গোয়েন্দা তদন্তকারীরা।

অন্যদিকে আর্থিক লাভের কারণে রিয়া চক্রবর্তীই যে সুশান্তকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন তারও কোনো প্রমাণ পায়নি সিবিআই। তাই সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছিলেন বলেই মনে করা হচ্ছে। তবে এখানে উঠে এসেছে অনেক প্রশ্ন। প্রথমতঃ তাঁকে কেন আত্মহত্যার পথ বাছতে হল? এই প্রশ্নের উত্তরই খুঁজছে সিবিআই। তবে অভিনেতার মৃত্যুর পিছনে প্রাক্তন বান্ধবী রিয়া চক্রবর্তীর কোনো ভূমিকা আছে নাকি, বলিউডে পেশাদার প্রতিদ্বন্দ্বিতা, নাকি স্বজনপোষণ, নাকি মাদক ব্যবহারের প্রভাব, নাকি মানসিক স্বাস্থ্য কোন বিষয়ে অভিনেতা জীবনের এমন এক চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন সেই নিয়েও প্রশ্ন উঠেছে।

সেই সঙ্গে এই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে বলেও সিবিআই সূত্রে জানা গেছে। শুধু তাই নয়, গত পাঁচ বছরে সুশান্ত সিংহের ব্যাঙ্ক আ্যকাউন্ট থেকে ৭০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে বলেও জানা যায়। যার মধ্যে ৫৫ লক্ষ টাকা রিয়া চক্রবর্তীর সঙ্গে জড়িত বলে জানা গিয়েছে। তবে এই খরচের বেশিরভাগই ঘুরতে যাওয়া, স্পা, উপহার কিনে দেওয়ার জন্য খরচ করতে দেখা গেছে অভিনেতাকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, অভিনেতার মৃত্যুর পর তাঁর বাবা কে কে সিং বিহার পুলিশের কাছে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে ছেলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছিলেন। তবে সম্প্রতি এইমসের এই কথা সেই বিষয়টিকে নস্যাৎ করেছে বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ সুশান্ত সিংহের মৃত্যুর তদন্তভার সিবিআই নেওয়ার পর মুম্বইয়ে অভিনেতার ফ্ল্যাটে ফরেন্সিক বিশেষজ্ঞদের পাঠানো হয়। সেই সময় তাঁরা ঘটনার পুনর্নিমাণ করেছিলেন বলেও জানা যায়।

সেই সময় এই মামলায় রিয়া চক্রবর্তী সহ তাঁর পরিবারের সদস্য, সুশান্তের কর্মচারী সহ অনেক মানুষকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তখনই খতিয়ে দেখা হয়েছে অভিনেতার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সুশান্তের প্রাক্তন ম্যানেজার সালিয়ানের মৃত্যুর সঙ্গে এই ঘটনার যোগ রয়েছে কিনা তা নিয়েও তদন্ত করা হয়। অন্যদিকে, সেই সঙ্গে সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে রিয়া চক্রবর্তীর ওপর। তাঁর ওপর সবসময়ই নজরদারি রয়েছে বলেও জানা গেছে।

তবে এই অভিযোগ যদি সত্যি হয়, তবে প্ররোচনা দেওয়ার কারণ কিন্তু সিবিআই এখনও খুঁজে পায়নি। সুশান্ত সিং রাজপুতের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফরেন্সিক অডিট করে, সেখানে রিয়া চক্রবর্তীর ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করা যাচ্ছে না বলেই দেখা গেছে। সেই সঙ্গে খরচের পরিমাণ ঘনিষ্ট বন্ধুর জন্য করা হয়েছে বলে মেনে না নেওয়ারও কোনও কারণ থাকতে পারে না বলেই মনে করছেন তদন্তকারীরা। তবে, তদন্ত জারি রয়েছে বলেই আশ্বস্ত করেছেন তদন্তকারীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!