এখন পড়ছেন
হোম > অন্যান্য > আবার বড় পর্দায় সুশান্ত সিংহ রাজপুত! একদিকে আবেগ, পাশাপাশি শুরু চুড়ান্ত বিতর্ক! জেনে নিন

আবার বড় পর্দায় সুশান্ত সিংহ রাজপুত! একদিকে আবেগ, পাশাপাশি শুরু চুড়ান্ত বিতর্ক! জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – অনলাইন প্ল্যাটফর্ম বা ওটিটি প্ল্যাটফর্মই এখন সিনেমা প্রেমীদের ভরসা। করোনা পরিস্থিতিতে সমস্ত সিনেমাহল মাল্টিপ্লেক্স বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে অনলাইন প্লাটফর্মই ভরসা হয়ে পড়েছে সাধারণ মানুষের। আর সেই কথা ভেবে এতদিন অনলাইন প্ল্যাটফর্মেই মুক্তি পেয়েছিল অনেকগুলি ছবি। তবে সেক্ষেত্রে সিনেমা জগতের সঙ্গে যুক্ত কলাকুশলীদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানা গিয়েছিল।

কিন্তু লকডাউনের পর যে সমস্ত ছবিগুলো অনলাইন প্লাটফর্মে মুক্তি পেয়েছিল সেগুলো ভালোমতো সাফল্য দেখতে পায়নি বলেই দেখা গেছে। আর তাই সমস্ত প্রযোজক এবং নির্দেশক মিলে সিদ্ধান্ত নিয়েছেন যে আবার নতুন করে সেই সমস্ত সিনেমাগুলোকে হলে মুক্তি দেওয়া হবে। বস্তুত আনলকের পঞ্চম পর্যায় যেখানে সিনেমা হল এবং মাল্টিপ্লেক্সগুলি খুলে দেওয়ার কথা জানানো হয়েছিল, সেখানেই কার্যত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

যদিও সিনেমা বিশেষজ্ঞদের মতে বর্তমানে করোনা পরিস্থিতি যেভাবে বাড়ছে এবং নিত্যনূতন আক্রান্তের সংখ্যা যেভাবে রেকর্ড গড়ছে, তাতে কতজন হলে সিনেমা দেখতে আসবেন সেটা নিয়েও সন্দেহ রয়েছে। অন্যদিকে সিনেমাগুলো তার বাজেটের যথাযথ লভ্যাংশ তুলতে সক্ষম হয়েছে বলেও জানা গেছে। তাই আন্তর্জাতিক খ্যাতি প্রাপ্ত অথচ অনলাইনে পাওয়া যায় না এমন সিনেমাগুলি হল গুলিতে মুক্তি দেওয়ার দাবি উঠেছে কোথাও কোথাও।

কিন্তু সেই তালিকায় যেসব সিনেমাগুলোকে হলে মুক্তি দেওয়ার কথা ভাবা হয়েছিল, তাদের মধ্যে থেকে যে যে সিনেমাগুলির নাম উঠে এসেছে সেগুলি হল অজয় দেবগন অভিনীত এবং প্রযোজিত তানহাজী – দ্য আনসাঙ্গ ওয়ারিয়র, আয়ুস্মান খুরানা অভিনীত শুভ মঙ্গল জায়দা সাবধান, আদিত্য রায় কাপুর এবং দিশা পাটনি অভিনীত মলঙ্গ, তাপসী পান্নু অভিনীত থাপ্পর এবং দর্শকদের জন্য ফের একবার বড় পর্দায় মুক্তি পাবে সুশান্ত, তাঁর অভিনীত কেদারনাথ সিনেমাটি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন সিনেমা বিশেষজ্ঞ তরুন আদর্শ একটি টুইট করে এই সিনেমার নামগুলি জানিয়েছে বলে জানা গেছে। এছাড়াও এরকম আরও কিছু সিনেমা হলে মুক্তি পাবে বলেও জানিয়েছেন তিনি। কিন্তু এত পর্যন্ত ঠিক থাকলেও সমস্যা হয়েছে অন্য জায়গায়। সুশান্ত সিং রাজপুতের অভিনীত সিনেমা আবারও মুক্তি পাবে শুনে ক্ষোভ দেখা গেছে তাঁর অনুরাগীদের মনে।

জানা গেছে, সুশান্তের বেশ কিছু অনুরাগী খুশি হলেও বেশিরভাগ অনুরাগীদের কাছেই ব্যাপারটি ভালো লাগেনি। তাঁদের কথায়, সুশান্তের মৃত্যু নিয়ে এমনিতেই প্রচুর জলঘোলা হয়েছে। তাই সুশান্তের ‘খুনিদের’ নতুন করে টাকা রোজগার করার সুযোগ দিতে কোনোভাবেই রাজি নন তাঁরা। একদম এইভাবেই সরাসরি ‘খুনি’ বলে সোশ্যাল মিডিয়ায় চলছে ঝড়!

তাঁদের দাবি, যদি সিনেমা হলে রিলিজ করতেই হয়, তবে সুশান্তের জন্য যে চ্যারিটি ফাউন্ডেশন গড়ে উঠেছে, সেখানে সিনেমার লভ্যাংশ দিতে হবে। আর যদি হল কর্তৃপক্ষ এই দাবি মেনে নেন, তবেই এই সিনেমা হলে গিয়ে দেখা যেতে পারে, নয়ত নয়। আর যা নিয়ে এখন উত্তাল হয়েছে গোটা দেশ।

শুধু তাই নয়, এই খবর সামনে আশার পর, সুশান্তের অনুরাগীরা টুইটারে #kedarnath নামে ক্যাম্পেন শুরু করেছেন। যেখানে স্পষ্ট করে বলা হয়েছে, অভিনেতার পরিবার কিংবা তাঁর চ্যারিটিতে টাকা গেলে সিনেমা দেখা হবে, না হলে কোনওভাবেই এই সিনেমার মুক্তিকে সমর্থন করা হবে না।

আর এটা যদি না করা হয়, তবে নাকি প্রয়াত অভিনেতাকে নিয়ে যারা ব্যবসা করছে তাদের সমর্থন করা হবে। এটা সমর্থন না করলেই নাকি তাঁরা অভিনেতার মৃত্যুকে সুইসাইড বলে মেনে নেবেন বলেও জানা গেছে। সেই সঙ্গে প্রয়াত অভিনেতার জন্য অনুরাগীদের দেশ জুড়ে দফায় দফায় শান্তি মিছিল করতে এবং তাঁর মৃত্যু তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হোক এবং খুনিরা শাস্তি পাক – এই দাবি করতে দেখা গেছে বলেই খবর পাওয়া গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!