এখন পড়ছেন
হোম > অন্যান্য > সুশান্ত মামলায় মাদক যোগের স্পষ্ট প্রমান? গ্রেপ্তারি শুরু হতেই ক্রমশ জাঁকিয়ে বসছে জল্পনা

সুশান্ত মামলায় মাদক যোগের স্পষ্ট প্রমান? গ্রেপ্তারি শুরু হতেই ক্রমশ জাঁকিয়ে বসছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  এতদিন পর সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যে নতুন মোড়। এতদিন থেকে শুধু আসল ঘটনা কি হয়েছিল সেই নিয়েই জল ঘোলা হচ্ছিল। তদন্তকারীরা ঠিকই করতে পারছিলেন না যে মৃত্যুটা আত্মহত্যা না খুন। চলছিল একের পর এক জিজ্ঞাসাবাদ। অবশেষে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত সুশান্ত সিং রাজপুত মামলার তদন্তভার নিয়েছে সিবিআই। এর আগে থেকেই আর্থিক তছরুপের দিকটি নজর রাখছিল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। সম্প্রতি এই বিষয়ে গোয়ার হোটেল ব্যবসায়ী গৌরব আর্যকে জিজ্ঞাসাবাদ করেছিল ED। তিনি এর আগে জেরায় জানিয়েছিলেন সুশান্তকে নাকি তিনি চিনতেন না। তবে তিনি রিয়া চক্রবর্তীকে চিনতেন। এই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এরই মাঝে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় মুম্বই থেকে আবদুল বশিত এবং জৈদ ভিলাতরাকে গ্রেপ্তার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রিয়া, স্যামুয়েল মিরান্ডার মাধ্যমে রিয়ার ভাই সৌভিক চক্রবর্তীকে মাদক সরবরাহ করা হত। শুধু তাই নয়, ধৃতদের মধ্যে একজন বলিউড যোগের কথাও স্বীকার করে নিয়েছে। এরই মাধ্যে রিয়ার ম্যানেজার শ্রুতি মোদির আইনজীবী ইমতিয়াজ খাতরি নামে এক ব্যক্তি এই ঘটনায় জড়িত থাকতে পারে বলে জানিয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি এক তথ্যের মাধ্যমে প্রকাশ্যে এসেছে রিয়া চক্রবর্তী ও শ্রুতি নামে কারো চ‍্যাট। সেই হোয়াটসঅ্যাপ চ‍্যাটের ভিত্তিতেই রিয়া চক্রবর্তী ও অন‍্যান‍্যদের নারকোটিক্স টেস্ট করানো হবে বলে জানা গিয়েছিল। নারকোটিক্স কন্ট্রোল ব‍্যুরো ইতিমধ‍্যেই সেই বিষয়ে তদন্ত করে এই খবর জানতে পেরেছে। তাই প্রমাণ দেখতে রিয়া ও তাঁর সঙ্গীদের রক্তের নমুনা পরীক্ষা করা হতে পারে বলেই মনে করা হচ্ছে।

আর এর জন্য তাদের বিরুদ্ধে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট‍্যান্স আইন বা NDPC এর আওতায় ভারতীয় দন্ডবিধির ২০বি, ২৮ সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। আর সেই সূত্রেই রিয়া ও তাঁর ভাই সৌভিককে জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই। এছাড়া সিদ্ধার্থ পিঠানি, স্যামুয়েল মিরান্ডা এবং সুশান্তের দিদি মীতু সিংকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!