এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > সাসপেণ্ডেড ধর্ষণে অভিযুক্ত নেতা তৃণমূলেরই আমন্ত্রিত অতিথি-দলের শৃঙ্খলা নিয়ে উঠছে প্রশ্ন !

সাসপেণ্ডেড ধর্ষণে অভিযুক্ত নেতা তৃণমূলেরই আমন্ত্রিত অতিথি-দলের শৃঙ্খলা নিয়ে উঠছে প্রশ্ন !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্য শাসকদলের প্রতি অভিযোগের শেষ নেই। বরাবরই বিরোধী দলগুলি শাসক দলের প্রতি দুর্নীতি, রাহাজানি, রাজনৈতিক হানাহানির অভিযোগ নিয়ে আসে। কিন্তু তার সাথে এবার যুক্ত হয়েছে নারী নির্যাতন। শুধু নির্যাতন নয়, নারী ধর্ষণের মত বিকৃত কাজের সঙ্গে শাসকদলের নাম এসেছে, অভিযুক্ত হয়েছে তৃণমূলের দলের লোক। এই ঘটনা জনসমক্ষে আসার পরেই ক্ষোভে ফেটে পড়ে বিরোধী দলগুলি। তড়িঘড়ি পরিস্থিতি সামাল দিতে রাজ্যের শাসক দল বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে অন্যায়ের বিরুদ্ধে।

যদিও এবার এমন ঘটনা ঘটেছে কোচবিহারে, যাতে শাসকদলের নিজেদের গ্রহণ করা সিদ্ধান্ত পুরোপুরি বিফলে গেছে বলে মত বিশেষজ্ঞদের। কোচবিহারে মাসখানেক আগে এক স্কুল শিক্ষিকাকে জেলা পরিষদের সদস্য তৃণমূল নেতা নুর আলম হোসেন ধর্ষণ করেছিলেন বলে অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সেই সময় রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় বয়ে যায়। তড়িঘড়ি পরিস্থিতি সামলাতে তৃণমূল শিবির অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করে নুর আলম হোসেনকে।

কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে, তৃণমূল দলের মহিলা শাখার উদ্যোগে একটি অনুষ্ঠান পালিত হয় দিনহাটা এলাকায়। এবং ঐ কর্মসূচিতে উক্ত অভিযুক্ত তৃণমূল নেতাকে আসন গ্রহণ করতে দেখা গেছে। আর তারপর থেকেই সরব হয়েছে কোচবিহার জেলার বিরোধী দলগুলি। এ প্রসঙ্গে কোচবিহার জেলার সভানেত্রী মালতী রাভা জানিয়েছেন, শাসকদলের সাসপেন্ড করা হচ্ছে শুধুমাত্র আই ম্যাজিক। অন্যদিকে গত লোকসভা ভোটে কোচবিহারে শাসক দল হেরে যায় বিজেপির কাছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবার সামনে 2021 এর বিধানসভা নির্বাচন। আর তাই আরেকবার ঘুরে দাঁড়ানোর জন্য কোচবিহার জেলায় প্রস্তুতি শুরু করেছে শাসকদল তৃণমূল। সেই উদ্যোগেই শনিবার দিনহাটায় তৃণমূল মহিলা শাখার উদ্যোগে একটি কর্মসূচি ছিল এবং সেই কর্মসূচিতেই অভিযুক্ত ধর্ষক তৃণমূল নেতা নুর আলম হোসেনকে দেখা যায় মঞ্চে। এই ঘটনায় অবশ্য রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে কিভাবে একজন সাসপেন্ডেড নেতা তৃণমূলের সভার আসন গ্রহণ করল?

রাজনৈতিক মহলের একাংশের মন্তব্য, একজন ধর্ষণ অভিযুক্তকে তৃণমূলের মহিলা শাখা আমন্ত্রণ জানাচ্ছে কিভাবে? অন্যদিকে জানা গেছে, ওই কর্মসূচিতে সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ বর্মাও উপস্থিত ছিলেন। তিনি অবশ্য এ প্রসঙ্গে বিশেষ কিছু বলতে চাননি। বরং নিজেকে আমন্ত্রিতের দলে ফেলেছেন তিনি বলে জানা গেছে। তবে এই অনুষ্ঠানে ধর্ষক তৃণমূল নেতার উপস্থিতির ছবি যেই মুহূর্তে প্রকাশ্যে এসেছে, সেই মুহূর্তে সমালোচনার ঝড় বইতে শুরু করেছে। আর তাতেই আবারও অস্বস্তি কোচবিহারের তৃণমূল দলে।

অন্যদিকে এই ঘটনা নিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, একজন সাসপেন্ডেড ধর্ষক নেতা যখন দলীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে, তখন তাই নিয়ে অবশ্যই প্রশ্ন উঠবে। এমনকি এই ঘটনার জন্য কোচবিহারে তৃণমূল দলকে ভবিষ্যতে দাম গুণতে হতে পারে বলে মত অনেকের। রাজনৈতিক মহলের মতে, এই ঘটনা জনমানসে শাসক দলের প্রতি বিক্ষুব্ধ মনোভাবের জন্ম দেবে। তবে এই ঘটনা প্রকাশ্যে আসায় স্বাভাবিকভাবেই চাপে পড়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। আপাতত এই পরিস্থিতি থেকে এবার কি করে ঘুরে দাঁড়ায় শাসক শিবির, সেদিকে লক্ষ্য রাখবে রাজ্যের ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!