এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > ‘সুস্থ’ বিধায়ককে জোর করে করোনা পজিটিভ বলে ভর্তি! তীব্র শোরগোল ঘাসফুল শিবিরের অন্দরমহলে!

‘সুস্থ’ বিধায়ককে জোর করে করোনা পজিটিভ বলে ভর্তি! তীব্র শোরগোল ঘাসফুল শিবিরের অন্দরমহলে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নতুন রোগ। তাই সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদেরও। উপসর্গ যুক্ত, উপসর্গবিহীন… বিভিন্ন পর্যায়ের রোগীদের জন্য বিভিন্ন ডাক্তারি নিধান। সেই সঙ্গে তো রয়েইছে করোনা আতঙ্ক। সুস্থতার হার বাড়লেও মানসিকভাবে সাধারণ যে এই রোগকে সঙ্গে নিয়ে বাঁচতে এখনও শেখেননি তা বলাই বাহুল্য। সব মিলিয়ে করোনা প্রভাবিত বঙ্গে মাঝে মধ্যে শোনা যাচ্ছে বিচিত্র সব ঘটনার কথা। এই যেমন ‘সুস্থ’ বিধায়ককে জোর করে করোনা পজিটিভ বলে ভর্তি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে অভিযোগ। যা নিয়ে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে শাসক দল তৃণমূল-কংগ্রেসের অন্দরে।

গত ১৯ জুন রাতে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের তৃণমূল বিধায়ক জয়দেব হালদারকে হাসপাতালে পাঠায় স্বাস্থ্য দফতর। জানা যায়, ১৩ জুন সংগ্রহ করা হয়েছিল ওই বিধায়কের নমুনা। যার রিপোর্ট এসেছে ২০ জুন। রিপোর্ট অনুযায়ী, আক্রান্ত নন ওই বিধায়ক।তারা জানায়, জয়দেববাবুর করোনা টেস্টের রিপোর্টে পজিটিভ ধরা পড়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু পরের দিনই প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য। রিপোর্ট পাওয়ার আগেই আক্রান্ত হিসেবে তাঁকে ভরতি করা হয়েছে হাসপাতালে। অর্থাৎ, আপাতভাবে ‘সুস্থ’ এক ব্যক্তিকে এক প্রকার কোনও প্রমাণ ছাড়াই করোনা পজিটিভ মনে করে ভর্তি করা হয়েছে হাসপাতালে। পুরোটায় অনুমান সাপেক্ষে। রিপোর্ট না দেখেই করোনা আক্রান্ত সন্দেহে কোভিড হাসপাতালে ভর্তি করা হল তৃণমূল বিধায়ক জয়দেব হালদারকে। স্বাস্থ্য দফতরের এই ভূমিকায় দলের একাংশের মধ্যেই ক্ষোভ দেখা দিয়েছে।

স্বভাবতই এই ঘটনায় বেকায়দায় স্বাস্থ্য দফতর এবং সেই হাসপাতাল। জানা গিয়েছে, হাসপাতালে ভরতির পরের রিপোর্টও নেগেটিভ এসেছে ওই বিধায়কের। রবিবারই বাড়ি ফিরেছেন তিনি। ঘটনা প্রসঙ্গে রবিবার বিধায়ক বলেন, “সুস্থ ছিলাম, এখনও সুস্থ।” এব্যাপারে এখনও পর্যন্ত স্বাস্থ্য দফতরের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলেই খবর।

ইতিমধ্যেই তৃণমূলের তিন বিধায়ক তমোনাশ ঘোষ, সুজিত বসু ও নির্মল ঘোষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুজিত বসু সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন। বাকি দু’জন হাসপাতালে। এই দু’জনের মধ্যে তমনাশবাবুর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!