এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > সুস্থ হবার পরেও করোনা রোগীর সংক্রমণ ছড়াবার প্রবণতা বর্তমান, আতঙ্কে আস্থির গোটা বিশ্ব

সুস্থ হবার পরেও করোনা রোগীর সংক্রমণ ছড়াবার প্রবণতা বর্তমান, আতঙ্কে আস্থির গোটা বিশ্ব

দিনের পর দিন ভয়াবহ পরিস্থিতির জেরে আতঙ্ক ক্রমশ চেপে বসেছে সাধারণের ওপর। সেখানে এবার আরো বড় আতঙ্কের কথা শোনালেন চীন ও আমেরিকার গবেষকরা। এতদিন পর্যন্ত সবাই ভেবেছিল, করোনা আক্রান্তরা ভালো হয়ে গেলে এক প্রকার নিশ্চিন্ত জীবন কাটাতে পারবে। কিন্তু সে তথ্য ভুল প্রমাণ করে অন্য একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে সম্প্রতি। এবার চীন ও আমেরিকার গবেষকরা দাবি করছেন, যদি কোনো করোনা রোগী ভালো হয়ে যায়, তাহলেও সে অন্যের শরীরে সংক্রমণ ঘটাতে পারে।

আর এই কথা শোনার পরে বিশ্ব জুড়ে আতঙ্ক আরও তীব্রতর হয়েছে। এদিন চিকিৎসকদের গবেষণায় যে তথ্য উঠে এসেছে সেটি হল- যদি কোন করোনা আক্রান্ত রোগী পুরোপুরি সুস্থ হয়ে যান, তাহলেও তিনি বাকিদের জন্য বিপদজনক অবস্থায় থাকবেন। অর্থাৎ তাঁর শরীরে যদি কোন রকম উপসর্গ নাও থেকে থাকে, তাহলেও তিনি করোনার সংক্রমণ ঘটাতে পারেন। তাই চিকিৎসকদের পরামর্শ সুস্থ হয়ে গেলেও স্বাভাবিক জীবনে ফিরে না এসে তাঁদের আরো কিছুদিন আইসোলেশন বা কোয়া্রেন্টাইনে থাকা প্রয়োজন।

এই তথ্যটি প্রকাশ পেয়েছে American Journal of Respiratory and Critical Care Medicine নামক একটি ম্যাগাজিনে যেখানে দাবি করা হয়েছে, চীন ও আমেরিকার চিকিৎসকরা যৌথ উদ্যোগে একটি সমীক্ষা চালিয়ে এই তথ্য প্রদান করেছেন। সমীক্ষায় দেখা যাচ্ছে, করোনায় অসুস্থ হওয়ার পর সাধারণ জীবনে রোগী ফিরে যাবার পরেও অর্ধেক রোগী নতুন করে করোনার সংক্রমণ ছড়াতে শুরু করেছেন। এই মারাত্মক তথ্য প্রসঙ্গে ওই গবেষক দলের এক চিকিৎসক জানিয়েছেন, ‘আমাদের সমীক্ষার সবচেয়ে বিপজ্জনক পর্যবেক্ষণ হল, অর্ধেক রোগীর শরীরে কোনও উপসর্গও না থাকা সত্ত্বেও তাঁরা করোনা ছড়াচ্ছিল।’

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে বিশেষজ্ঞ চিকিৎসক দলের আরেক গবেষক বলেছেন, ‘যদি আপনার শরীরে করোনার অল্পস্বল্প উপসর্গ দেখা যায়, এবং আপনি অন্যদের এই রোগ থেকে দূরে রাখার জন্য হোম কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে নিজের কোয়ারেন্টাইন পিরিয়ড বাড়িয়ে নিন। সুস্থতার পরও অন্তত ২ সপ্তাহ থাকুন আইসোলেশনে।’ চিকিৎসা বিজ্ঞানীদের দাবি, সুস্থ হওয়ার পর এক থেকে আট দিন পর্যন্ত করোনা রোগীরা সংক্রমণ ছড়াতে পারে। তাই তাঁদের আইসোলেশন বা কোয়ারান্টাইনে আরো দুই সপ্তাহ রাখা উচিত।

অন্যদিকে চিকিৎসাবিজ্ঞানীদের একাংশ দাবি করেছেন, ভারতের মতো জনবহুল দেশেও এই গবেষণা করা অত্যন্ত জরুরি। কারণ, ভারতের চিকিৎসা পরিকাঠামো উন্নত না হওয়ার দরুন করোনা আক্রান্তের পরীক্ষার বন্দোবস্ত কম। অন্যদিকে, ভারতীয়দের মধ্যে কোয়ারেন্টাইন ভেঙে বেরিয়ে যাওয়ার প্রবণতা সবথেকে বেশি। তাই এই মুহূর্তে কেউ জানেনা ভারতে করোনা ভাইরাস কতদূর পর্যন্ত তার প্রভাব বিস্তার করেছে। করোনার সতর্কতায় ইতিমধ্যেই কড়া পদক্ষেপ গ্রহণ করেছে ভারত সরকার।

কিন্তু তা সত্বেও করোনার সংক্রমণ ব্যাপক হারে ছড়িয়ে পড়ার পথে এগোচ্ছে। সবথেকে চিন্তার ব্যাপার, এই মারণ রোগের কোন প্রতিষেধক এখনও পর্যন্ত আবিষ্কার হয়নি। তবে সূত্রের খবর, বিজ্ঞানীরা মরণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন করোনার প্রতিষেধক আবিষ্কারের। তবে আপাতত সামাজিক দূরত্ব বজায় রাখার ওপর জোর দেওয়া হয়েছে সর্বত্র। এই মর্মে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কড়া নির্দেশ দেওয়া রয়েছে। আপাতত ভারত সরকারের সামনে লক্ষ্য একটাই, ভারতবর্ষে করোনার সংক্রমণকে কড়া হাতে নিষ্ক্রিয় করা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!