এখন পড়ছেন
হোম > জাতীয় > শুভেন্দু অধিকারীর বিপদ বাড়াতে বিশেষ পদক্ষেপ তৃণমূল মুখপাত্রের, টানটান উত্তেজনায় রাজনৈতিক মহল

শুভেন্দু অধিকারীর বিপদ বাড়াতে বিশেষ পদক্ষেপ তৃণমূল মুখপাত্রের, টানটান উত্তেজনায় রাজনৈতিক মহল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর বিশেষ চাপ বাড়াতে শেষ পর্যন্ত সারদার কর্ণধার সুদীপ্ত সেনের স্বাক্ষর দেওয়া একটি চিঠির ফটোকপি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে পাঠিয়েছিলেন কুনাল ঘোষ। যে চিঠিতে লেখা ছিল যে, শুভেন্দু অধিকারী মোটা টাকা নিয়েছেন সুদীপ্ত সেনের কাছ থেকে। এবার সেই চিঠির উত্তর পেয়েছেন কুনাল ঘোষ। শুভেন্দু অধিকারীর গ্রেফতারের দাবি জানিয়েছিলেন কুনাল ঘোষ।

সারদা-কর্তা সুদীপ্ত সেনের স্বাক্ষরিত চিঠিতে একাধিক ব্যক্তির নাম ছিলো, যার মধ্যে অন্যতম হলেন শুভেন্দু অধিকারী। এই প্রসঙ্গে কুনাল ঘোষ জানিয়েছেন যে, সারদার কর্ণধার সুদীপ্ত সেনের বয়ান অনুযায়ী, শুভেন্দু অধিকারী তাঁর থেকে মোটা অংকের অর্থ নিয়েছিলেন। শুভেন্দু অধিকারীর সহযোগী রাখালের নাম এখানে উঠে এসেছে। তিনি এখন পুলিশের হেফাজতে আছেন। তাঁকে পুলিশ, সিবিআই, ইডির জেরা করার দাবি করেছেন তিনি। আর তদন্তের স্বার্থে শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবি করেছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ আরো জানিয়েছেন যে, সুদীপ্ত সেনের এই চিঠির মধ্যে বহু প্রভাবশালীর নাম ছিল। আদালতের কাছে তিনি সেই চিঠি জমা দিয়েছিলেন। সেই চিঠির সার্টিফাইড কপি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে পাঠিয়ে তদন্তের দাবি করেছিলেন তিনি। এবার সেই চিঠির জবাব পেয়েছেন  তবে, তিনি তাঁকে কী বলেছেন? সে প্রসঙ্গ গণমাধ্যমে জানাতে ইচ্ছুক নন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তিনি তদন্তের দাবি করেছিলেন। এবার চিঠির জবাব পেয়ে তিনি আশা করছেন যে, সিবিআই তদন্ত সঠিক পথে এগোতে পারবে।

এভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি পাঠিয়ে শুভেন্দু অধিকারীর উপর চাপ বৃদ্ধির বিশেষ প্রয়াস তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। অনেকে মনে করছেন যে, হয়তো চিঠিতে প্রত্যাশামতো ইতিবাচক ইঙ্গিত পেয়ে থাকতে পারেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে। এ কারণে তিনি সিবিআই তদন্তের বিষয়ে বিশেষ আশাবাদী। আর সবকিছু নিয়েই তীব্র উত্তেজনা রাজ্যের রাজনৈতিক মহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!