এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেচ্ছা বার্তা পাঠিয়ে ও মুখ্যমন্ত্রীর জয়ধ্বনী করে অস্বস্তি বাড়িয়ে দিলেন বিজেপির দুই হেভিওয়েট

শুভেচ্ছা বার্তা পাঠিয়ে ও মুখ্যমন্ত্রীর জয়ধ্বনী করে অস্বস্তি বাড়িয়ে দিলেন বিজেপির দুই হেভিওয়েট


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নিজের গর ভবানীপুরে বড়সড় লড়াই করে রেকর্ড জয় পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি থেকে ৫৮ হাজার ৮৩৫ টি ভোটের ব্যবধানে  জয়লাভ করলেন তিনি। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে হারার পর ভবানীপুর থেকে রেকর্ড ভোটে জয়ী হলেন তিনি। মুখ্যমন্ত্রীর অভাবনীয় জয়ের পর তাঁকে শুভেচ্ছা জানালেন বিজেপির একাধিক নেতৃত্ব। তবে, মুখ্যমন্ত্রীকে অপ্রতিরোধ্য বলে প্রশংসা করে দলের অস্বস্তি বাড়িয়ে দিলেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে তাঁকে জো জিতা ওহি সিকান্দার বলে শুভেচ্ছা জানালেন বর্ষিয়ান বিজেপি নেতা তথাগত রায়। আর বাড়িয়ে দিলেন দলের অস্বস্তি।

ভবানীপুরের ফল ঘোষণার পর মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, নির্বাচন কমিশন বা কোর্টে গিয়ে ভোটের লড়াই করা যায় না। ভোটের লড়াই হয় ময়দানে। তিনি জানালেন, মুখ্যমন্ত্রী অপ্রতিরোধ্য। তাঁর জয়ের কোন তুলনা হয় না। এইভাবে তাঁর হাত ধরেই বাংলা ও বাঙালির জয় আসবে। প্রসঙ্গত, একাধিকবার দলের বিরুদ্ধে তোপ দেগেছেন জয় বন্দ্যোপাধ্যায়। আর এবার মুখ্যমন্ত্রীর ভূয়শী প্রশংসা একের পর এক জল্পনার সৃষ্টি করেছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, জল্পনা বেড়েছে বর্ষিয়ান বিজেপি নেতা তথাগত রায়কে নিয়ে। যে তথাগত রায় বারবার দলকে কাঠগড়ায় তুলেছেন, তাকেই গতকাল টুইট করতে দেখা যায়, জয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানাচ্ছেন তিনি। তার রাজনীতির ধরন তিনি একেবারেই পছন্দ করেন না। কিন্তু তিনি তার মুখ্যমন্ত্রী। আগামী কয়েকদিনের মধ্যেই নির্বাচনের ফলাফল নিয়ে তিনি কিছু সিদ্ধান্ত নেবেন। আবার তাঁকে তিনি শুভেচ্ছা জানাচ্ছেন যে, জয়ের থেকে বড় সাফল্য আর কিছু হয়না। জো জিতা ওহি সিকান্দার।

এভাবে মুখ্যমন্ত্রীর ভূয়শী প্রশংসা করে দলের অস্বস্তি বাড়িয়ে দিয়েছেন দলের এই দুই হেভিওয়েট। সম্প্রতি বিজেপিতে যেভাবে ভাঙ্গন শুরু হয়েছে, যেভাবে একের পর এক হেভিওয়েট তৃণমূলের দিকে পা বাড়াতে শুরু করেছেন। সেই আবহে দাঁড়িয়ে দুই নেতার টুইট যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!