এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দু অনুগামীদের অনুষ্ঠানে হাজির প্রভাবশালী নেতা, জল্পনা বাড়ছে স্থানীয় তৃণমুল শিবিরে

শুভেন্দু অনুগামীদের অনুষ্ঠানে হাজির প্রভাবশালী নেতা, জল্পনা বাড়ছে স্থানীয় তৃণমুল শিবিরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দলের সাংগঠনিক সভায় শুভেন্দু অধিকারী গুরুত্বপূর্ণ জায়গা পাবেন বলে জল্পনা তৈরি হলেও শেষ পর্যন্ত তাকে কোন জায়গা দেওয়া হয়নি যার ফলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছিল। আর এর পর থেকে বিভিন্ন জায়গায় সেই শুভেন্দু অধিকারীর গতিবিধি নিয়ে প্রশ্ন তুলেছিল রাজনৈতিক মহল সরকারি অনুষ্ঠানে থেকে শুরু করে দলের কোনো অনুষ্ঠানে সেইভাবে উপস্থিত হতে দেখা যায়নি রাজ্যের পরিবহনমন্ত্রীকে। অনেকেই ভেবেছিলেন, তাকে বড়োসড়ো কোনো দায়িত্ব না দেওয়ার ফলে হয়ত বা শুভেন্দু অধিকারী গোঁসা করে দলের সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করেছেন। কিন্তু এবার জল্পনা বাড়িয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি হঠাৎ করেই উপস্থিত হয়ে গেলেন শুভেন্দু অধিকারীর অনুগামীদের অনুষ্ঠানে। যাকে কেন্দ্র করে গুঞ্জন ক্রমশ বাড়তে শুরু করেছে।

প্রসঙ্গত উল্লেখ্য, চন্দ্রকোনা দুই ব্লকে তৃণমূলের দুই গোষ্ঠীর রয়েছে। যার একদিকে রয়েছে তৃণমূল বিধায়ক ছায়া দোলুই এবং অপরদিকে রয়েছে নতুন ব্লক সভাপতি জগজিৎ সরকার। একাংশ বলছেন, বিধায়কের বিরোধী গোষ্ঠীর অনেক লোকজন শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেছেন। সম্প্রতি ব্লক সভাপতি হিসেবে জগজিৎ সরকারের নাম ঘোষণা হতেই সেই দ্বন্দ্ব প্রকাশ্যে আসতে শুরু করে। আর এমত পরিস্থিতিতে চন্দ্রকোনা 2 এর পঞ্চায়েত সমিতির সভাপতি হীরালাল ঘোষের সেই অনুষ্ঠানে উপস্থিতি সেই জল্পনাকে আরও বাড়িয়ে দিয়েছে‌। অনেকে বলছেন, ভারসাম্য বজায় রাখতেই হীরালাল ঘোষ এই অনুষ্ঠানে উপস্থিত হলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানে হীরালাল ঘোষের উপস্থিতি এখন নিঃসন্দেহে অনেকটাই চাঞ্চল্য বাড়িয়ে দিচ্ছে। একাংশের মতে, ভোট কৌশলী প্রশান্ত কিশোরের নজর তৃনমূলের সর্বস্তরে রয়েছে। সেখানে ব্লক সভাপতি গঠনকে কেন্দ্র করে প্রশান্ত কিশোরের এক প্রতিনিধিকে হেনস্থা করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। যে ঘটনায় তৃণমূল বিধায়ক ছায়া দোলুইয়ের দিকে অভিযোগ উঠতে শুরু করেছিল। কিন্তু সেই তৃণমূল বিধায়কের গোষ্ঠীর লোক হয়েও কেন শুভেন্দু অধিকারীর অনুগামীদের অনুষ্ঠানে অংশ নিলেন হীরালালবাবু? তা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সকলের কাছে।

এদিন এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর অনুগামী বলেন, “দাদার অনুষ্ঠানে যে কেউ আসতে পারেন। তবে এই অনুষ্ঠানে হীরাদার আসার কথা জানা ছিল না।” তবে বর্তমান পরিস্থিতিতে হীরালাল ঘোষের এইরকম অনুষ্ঠানে উপস্থিতি অনেক তৃণমূল নেতার কপালে চিন্তার ভাঁজকে বাড়িয়ে দিয়েছে। এদিন এই প্রসঙ্গে চন্দ্রকোনার এক তৃণমূল নেতা বলেন, “চন্দ্রকোনায় দলের নড়বড়ে পরিস্থিতি। তাতে হীরালাল ঘোষের অংশগ্রহণ নিয়ে দলের মধ্যে চর্চা শুরু হয়েছে। বহু কর্মীর মধ্যে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।” তবে এই অনুষ্ঠানে উপস্থিতি নিয়ে অন্যায় কিছু দেখছেন না হীরালাল ঘোষ। তিনি বলেন, “শুভেন্দু বাবু দলের মন্ত্রী। নেতৃত্ব। তাই তার অনুষ্ঠানে গিয়েছিলাম।” সব মিলিয়ে হীরালাল ঘোষের শুভেন্দু অধিকারীর অনুগামীদের অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় রাজনৈতিক গতি-প্রকৃতিকে কোন দিকে নিয়ে যায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!