এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দুর হুঁশিয়ারিতে থমথমে পরিস্থিতি তৃণমূলে, বাড়ছে গুঞ্জন!

শুভেন্দুর হুঁশিয়ারিতে থমথমে পরিস্থিতি তৃণমূলে, বাড়ছে গুঞ্জন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – অতীতে মুকুল রায় তৃণমূল কংগ্রেস ত্যাগ করার সময় যেমন তৃণমূলের পক্ষ থেকে তাকে গুরুত্ব দেওয়া হয়নি, ঠিক তেমনই শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পরেও তাকে পাত্তা দিতে রাজি হয়নি তৃণমূল কংগ্রেস। কিন্তু যত দিন যাচ্ছে, ততই শুভেন্দু অধিকারী নিজের প্রাক্তন দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রকাশ্যে সরব হতে শুরু করেছেন। যেখানে তার করা বিভিন্ন মন্তব্য ব্যাপকভাবে বিড়ম্বনায় ফেলে দিচ্ছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলকে।

ইতিমধ্যেই নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নানা সভা থেকে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। যেখানে “তোলাবাজ ভাইপো হটাও” বলে স্লোগান দিতে দেখা গেছে তাকে। একাংশ বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি তৃণমূলের দক্ষ এবং সাংগঠনিক ব্যক্তি বলে কেউ থেকে থাকে, তাহলে তার নাম শুভেন্দু অধিকারী। কিন্তু সেই শুভেন্দুবাবু গেরুয়া শিবিরে নাম লেখানোর পর শাসকদলের অস্বস্তি বাড়তে শুরু করেছে। আর বর্তমানে শুভেন্দু অধিকারী যেভাবে তৃণমূলের বিরুদ্ধে হুশিয়ারী দিতে শুরু করেছেন, তাতে কি তৃণমূল নেতৃত্ব কিছুটা হলেও শঙ্কিত, এখন তা নিয়ে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

অনেকে বলছেন, শুভেন্দু অধিকারী বেশ ভালোমতোই তৃণমূলের অন্দরমহলের পরিস্থিতি জানেন। আর তাই গেরুয়া শিবিরে নাম লেখানোর পর তিনি তৃণমূলের অনেক গোপন খবর প্রকাশ্যে আনবেন বলে মনে করা হয়েছিল। সেই মত করে বিজেপিতে যোগদান করার সাথে সাথেই নিজের প্রাক্তন দলকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শুভেন্দুবাবু। শুধু তাই নয়, আগামী দিনে তিনি আরও এরকম অনেক কথা বলবেন বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। যাকে কেন্দ্র করে তৃণমূলের পক্ষ থেকে শুভেন্দুবাবুকে মুখে যতই গুরুত্ব না দেওয়ার কথা বলা হোক না কেন, তার পরবর্তী পদক্ষেপ নিয়ে ঘাসফুল শিবির কার্যত চিন্তায় রয়েছে বলে দাবি করা হচ্ছে।

ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীকে পাল্টা আক্রমণ করতে ময়দানে নামতে দেখা কাছে সৌগত রায় এবং ফিরহাদ হাকিমের মত শীর্ষ নেতাদের। কিন্তু তারা ময়দানে নামার সাথে সাথেই তাদের বক্তব্যের পাল্টা যুক্তি দিয়েছেন সেই শুভেন্দু অধিকারী। যেখানে সৌগত রায়কে “সুবিধাবাদী রাজনীতিবিদ” এবং ফিরহাদ হাকিমকে নাম না করে “মিনি পাকিস্তানওয়ালা মন্ত্রী” বলে কটাক্ষ করেছেন প্রাক্তন তৃণমূল নেতা। আর এই পরিস্থিতিতে সেই শুভেন্দু অধিকারী ভবিষ্যতে তৃণমূলের বিভিন্ন বিষয় নিয়ে প্রকাশ্যে এমন কিছু মন্তব্য করতে পারেন, যা তৃণমূলের অনেকের বিড়ম্বনা বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্বাভাবিক ভাবেই শুভেন্দু অধিকারীর পরবর্তী পদক্ষেপ নিয়ে যেমন রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে, ঠিক তেমনই বর্তমানে বিজেপিতে নাম লেখানোর পর তার নানা হুঁশিয়ারি কার্যত চিন্তায় ফেলে দিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্বকে বলে দাবি একাংশের। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, তৃণমূলের সঙ্গে বিজেপির লড়াই হওয়ার অপেক্ষা এখন সেই লড়াই তৃনমূল শীর্ষ নেতৃত্বের সঙ্গে শুভেন্দু অধিকারীর হতে শুরু করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিগত বাম আমলে নন্দীগ্রাম আন্দোলনের নায়ক এই শুভেন্দু অধিকারীর হাত ধরে বিভিন্ন সময় সাফল্য পেয়েছে তৃণমূল কংগ্রেস। মুর্শিদাবাদ থেকে শুরু করে মালদহের মত কংগ্রেসের শক্ত ঘাঁটিতে তৃণমূলে থাকার সময় ঘাসফুল ফোটাতে অন্যতম প্রধান ভূমিকা পালন করেছিলেন শুভেন্দু অধিকারী। এক্ষেত্রে তিনি যেখানে যেখানে দায়িত্ব নিয়েছিলেন, সেখানে তৃণমূল কংগ্রেসকে সাফল্য এনে দিয়েছেন। কিন্তু দলের সঙ্গে ক্রমাগত তার দূরত্ব বৃদ্ধি হওয়ার পর সম্প্রতি তিনি গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন। আর বিজেপিতে নাম লেখানোর পরই নিজের প্রাক্তন দল সম্পর্কে একের পর এক বিস্ফোরক মন্তব্য করতে দেখা যাচ্ছে রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে।

স্বাভাবিক ভাবেই বিধানসভা নির্বাচন যখন বিজেপির কাছে প্রধান টার্গেট, তখন সেই নির্বাচনের আগে নিজের প্রাক্তন দল এবং প্রাক্তন নেত্রী সম্পর্কে যে এরকম আরও অনেক বিস্ফোরক মন্তব্য করবেন শুভেন্দুবাবু, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। আর এই সমস্ত বিষয়কে মাথায় রেখে এখন তৃণমূলের অন্দরমহলের অনেকেরই ঘুম উড়তে শুরু করেছে। আর তাই দিনের শেষে প্রশ্ন তৈরি হয়েছে, তাহলে কি শুভেন্দু অধিকারীকে নিয়ে কিছুটা হলেও চাপে রয়েছে তৃণমূল কংগ্রেস!

কেননা নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামী 7 জানুয়ারি সভা করার কথা থাকলেও, তা শেষ পর্যন্ত বাতিল করে দিয়েছেন তিনি। যার পরে সেই প্রশ্ন আরও মাথাচাড়া দিতে শুরু করেছে। তবে তৃণমূলের পক্ষ থেকে অবশ্য এই সমস্ত বক্তব্যকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। কিন্তু যে যাই বলুন না কেন, শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি যে এখন তৃণমূলের ছোট, বড়, মেজো সমস্ত স্তরের নেতাদের কাছেই অন্যতম চিন্তা এবং ভাবনার বিষয়, সেই ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক পর্যবেক্ষকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!