এখন পড়ছেন
হোম > রাজ্য > শুভেন্দু অধিকারীর হাত ধরে অনন্য উপহার উত্তর দিনাজপুরের জন্য

শুভেন্দু অধিকারীর হাত ধরে অনন্য উপহার উত্তর দিনাজপুরের জন্য


উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে চালু হলো রাজ্যে প্রথম  ট্রাফিক থিম পার্ক। রাজ্যের সাধারণ মানুষকে ট্রাফিক আইন সম্পর্কে সম্যক ধারণা দেওয়াই এই ট্রাফিক থিম পার্কের প্রতিষ্ঠার মূল লক্ষ্য। এদিন এই থিম পার্কে শুভ সূচনা করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। থিম পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানী, জেলা শাসক আয়েষা রানী এ, পুলিশ সুপার শ্যাম সিংহ সহ অন্যান্যরা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

হেমতাবাদের এই পার্কে এসে আনন্দ উপভোগ করার সাথে ঐ স্থানে আগত সাধারণ মানুষেরা টাফিক নিয়মাবলী সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবেন বলে জানা যাচ্ছে। পার্কে শিশুদের জন্য রাখা হয়েছে স্বয়ংক্রিয় গাড়ি। এই গাড়িতে সওয়ারি করেই ছোটো শিশুরা ট্রাফিক আইনের নিয়মাবলী জানতে পারবে । জানা যাচ্ছে এই জেলার সব কটি ব্লকেই শিধুদের জন্যে উদ্যান থাকলেও হেমতাবাদ এদিন অবধি এই সুবিধা থেকে বঞ্চিত ছিলো। ঐ অঞ্চলের এলাকাবাসী সরকারের এই পদক্ষেপে বেজায় খুশী সে বিষয়ে কোনও দ্বিমত নেই। রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী মতে এই ট্রাফিক পার্ক শিশু ও সাধারণ মানুষকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করে তুলবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!