এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > একাধিক গুরুত্বপূর্ণ নেতাকে নিয়ে কলকাতায় বৈঠকে বসছেন শুভেন্দু অধিকারী, বাড়ছে জল্পনা

একাধিক গুরুত্বপূর্ণ নেতাকে নিয়ে কলকাতায় বৈঠকে বসছেন শুভেন্দু অধিকারী, বাড়ছে জল্পনা


লোকসভা নির্বাচনের অনেক আগেই মুর্শিদাবাদে ঘাসফুল ফোটাতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই জেলার সম্পূর্ণ দায়িত্ব দিয়েছিলেন শুভেন্দু অধিকারীর উপর। আর জেলা পর্যবেক্ষকের দায়িত্ব পাওয়ার পর থেকেই মুর্শিদাবাদ জেলায় গিয়ে দলীয় সংগঠনকে চাঙ্গা করার পাশাপাশি লোকসভা নির্বাচনে এই জেলার তিনটি আসনেই তৃণমূল জিতবে বলে দাবি করেছিলেন শুভেন্দুবাবু।

তবে এই দুটি লোকসভা কেন্দ্রে তৃণমূল জয়লাভ করলেও অল্পের জন্য বহরমপুর লোকসভা কেন্দ্র তাদের হাতছাড়া হয়েছে। তবে এবারের লোকসভা নির্বাচনের ফলাফলে সারা রাজ্যে বিজেপির প্রভাব অনেকটাই বেড়েছে। তাই আগামী 2021 এর বিধানসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদে যাতে পদ্মফুল ফোটার কোনোরূপ সম্ভাবনা না থাকে, তার জন্য এবার আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিলেন শুভেন্দু অধিকারী।

সূত্রের খবর, মুর্শিদাবাদ জেলার সাংগঠনিক ভিত আরও শক্তিশালী করতে আগামী 26 আগস্ট সেই জেলার তৃণমূলের জনপ্রতিনিধিদের কলকাতায় ডেকে পাঠিয়েছেন মুর্শিদাবাদ জেলা তৃণমূলের পর্যবেক্ষক তথা মন্ত্রী শুভেন্দু অধিকারী। আর ওইদিন তিনি দলের বিধায়ক, সাংসদ সহ জেলার অন্যান্য জনপ্রতিনিধিদের সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন বলে জানা গেছে। আর মুর্শিদাবাদ জেলা নেতৃত্বের সঙ্গে শুভেন্দু অধিকারীর এই বৈঠক ঘিরেই এবার শুরু হয়েছে জল্পনা।

অনেকে বলছেন, দলের দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে বৈঠক করে মুর্শিদাবাদ জেলার কোন জায়গায় দলের অবস্থা খারাপ রয়েছে, সেই সমস্ত জায়গায় নেতৃত্বের পরিবর্তন আনতে পারেন শুভেন্দু বাবু। অনেকের অভিযোগ, বর্তমানে দিদিকে বলো কর্মসূচি সফল করার যে নির্দেশ জনপ্রতিনিধিদের দেওয়া হয়েছে, তাতে সেই জনপ্রতিনিধিরা নিজেদের পছন্দের লোকজনকে নিয়ে গ্রামে রাত কাটাচ্ছেন। যার ফলে দলের পুরোনো কর্মীরা কার্যত ব্রাত্য থেকে যাচ্ছে। আর এতেই বাড়ছে সমস্যা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই মুর্শিদাবাদ জেলা কংগ্রেস প্রভাবিত হওয়া সত্ত্বেও এখানে যেভাবে এবার সাফল্য পেয়েছে তৃণমূল, তার মূলেই রয়েছে শুভেন্দু অধিকারীর দক্ষ নেতৃত্ব। লোকসভায় তিনি মাটি কামড়ে পড়ে থেকে দলকে মুর্শিদাবাদ জেলায় ভালো ফল করিয়েছেন। ফলে তার সুদক্ষ নেতৃত্ব ছাড়া ভবিষ্যতের বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের ভালো ফল করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে।

আর তাই এবার বিধানসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদ জেলার পরিস্থিতি বুঝে নিতে সেই জেলার সমস্ত নেতৃত্বদের নিয়ে কলকাতায় বৈঠক করতে চলেছেন রাজ্যের পরিবহনমন্ত্রী। কিন্তু ঠিক কি হতে পারে বৈঠকে! এদিন এই প্রসঙ্গে জেলা তৃণমূলের এক নেতা বলেন, “শুভেন্দুবাবু জেলায় এলে জেলার নেতারা চাঙ্গা হয়ে ওঠেন। তারা ময়দানে নেমে কাজ দেখানোর চেষ্টা করেন। কিন্তু জেলা থেকে শুভেন্দু বাবু বেরিয়ে যাওয়ার পরেই নেতারা নিজেদের স্বরুপ ধারণ করেন। মানুষের থেকে অনেক দূরে চলে যান তারা। দলীয় নেতাদের তাই আরও বেশি করে সক্রিয় করতেই হয়তবা এই বৈঠক।”

তবে আগামী 26 তারিখের বৈঠকে শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদ জেলায় দলীয় সংগঠনের কোনো পরিবর্তন করে কিনা, এখন সেদিকেই নজর রয়েছে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!