এবার শুভেন্দু অধিকারীর খাসতালুকে উদ্ধার ছাত্রীর নগ্নদেহ,ধর্ষন করে খুনের অভিযোগ রাজ্য June 6, 2018 এককালে মৃতদেহ দেখেই সকাল শুরু হত এখানকার মানুষের। তৃনমূল সরকার ক্ষমতায় আসার পর আমূল বদলাতে শুরু করে সেই চিত্র। কিন্তু ফের গত শনিবার সকালে এক ছাত্রীর নগ্ন মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে শিরোনামে উঠে আসে তমলুকের চিয়াড়া গ্রাম। স্থানীয় সূত্রে জানা গেছে,দীর্ঘদিন ধরেই এলাকায় নিখোজ ছিল এই নাবালিকা। প্রত্যক্ষদর্শীদের মধ্যে অনেকেরই বক্তব্য,তারা রোজকার সকালের মত কাজে যাওয়ার সময় ধানখেত থেকে একটি দুর্গন্ধ পান। এরপর সেই খেতে তারা ভালো করে খুজে দেখতে পান সেই নাবালিকার নগ্ন মৃতদেহ। সাথে সাথেই তারা মৃতের বাড়ি ও থানায় খবর দেন। কিছুক্ষন পরে মৃতদেহ উদ্ধারের জন্য্ পুলিষ এলেও তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। এমনকী সঠিক তদন্ত ও দোষীকে উপযুক্ত শাস্তির দাবিতে মেচেদা রাজ্যসড়ক অবরোধও করে রাখেন তারা। পরে অবশ্য পুলিশ প্রশাসনের তরফে তদন্তের আশ্বাসে উঠে যায় এই বিক্ষোভ। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে পুলিশ সূত্রে জানা গিয়েছে,গত বুধবার বিকেলে শাক তুলতে বেড়িয়েছিল বছর 14 র এই নাবালিকা। আর বাড়ি ফিরে না আসায় চিন্তিত হয়ে পড়েন সকলে। এদিন সেই মেয়ের মৃতদেহ দেখেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। অভিযোগ,তাদের মেয়েকে ধর্ষন করা হয়েছে।এই প্রসঙ্গে তমলুক মহকুমার পুলিশ আধিকারিক সুরজিৎ মন্ডল জানান,তদন্ত চলছে।ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাবে না।তবে মেয়ের মৃত্যুতে এলাকায় শোকের পরিবেশ যেমন তৈরি হয়েছে তেমনই স্বজনহারার যন্ত্রনায় প্রকৃত দোষীকে খুজে বের করে কঠোর শাস্তি দেওয়ার দাবিতে ফুঁসছে গোটা চিয়াড়া গ্রাম। আপনার মতামত জানান -