এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > খেলা-মেলা নিয়ে বিরোধীদের কটাক্ষের পাল্টা কড়া “সাংস্কৃতিক বিপ্লবের” জবাব শুভেন্দু অধিকারীর

খেলা-মেলা নিয়ে বিরোধীদের কটাক্ষের পাল্টা কড়া “সাংস্কৃতিক বিপ্লবের” জবাব শুভেন্দু অধিকারীর

ক্ষমতায় আসার পর থেকেই সংস্কৃতির পিঠস্থান এই বাংলায় নানা উৎসবের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাটি উৎসব থেকে যাত্রা উৎসবব বাংলায় বিনোদনকে আরও ছড়িয়ে দিতে একাধিক উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। কিন্তু এইখানেই বিরোধীদের অভিযোগ যে, ক্ষমতায় আসার পর থেকেই যে রাজ্যের শাসকদল দেনার দায়ে ডুবে রয়েছে সেই রাজ্যে এত উৎসব মানায় না!

এমনকি এই ব্যাপারে বিরোধীদের পক্ষ থেকে বারেবারে মুখ্যমন্ত্রীকে খোঁচাও দেওয়া হয়েছে। কিন্তু তাতে সরকার যে নিজের অবস্থান থেকে এক চুলও নড়বে না এদিন তা ফের স্পষ্ট করলেন রাজ্যের পরিবহন ও পরিবেশ মন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, গত কাল কোলাঘাটের 35 তম কেটিপিপি মেলা ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন শুভেন্দু বাবু।

যেখানে ছিলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, জেলা পরিষদের সরকারি সভাধিপতি শেখ সুফিয়ান, জেলা পরিষদের কর্মাধক্ষ আনন্দময় অধিকারী, সিরাজ খান, শহীদ মাতঙ্গিনী ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি দিবাকর জানা, মেলা কমিটির সম্পাদক শেখ সেলিম সহ অন্যান্যরা। আর এই সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের উদ্যোগে যে খেলা,মেলা ও উৎসব চলছে তাঁর ভূয়সী প্রশংসা করেন পরিবহন মন্ত্রী।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন শুভেন্দু অধিকারী বলেন, “মেলার সাথে শুধু আনন্দ নয়, অনেক মানুষের জীবিকাও জড়িত থাকে। মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর শীতকাল জুড়েই অনেক সরকারি ও বেসরকারি মেলা হয়। আর এই মেলাতে যেমন কেনাবেচা হয়, ঠিক তেমনি শিল্পী ও সংস্কৃতি জগতের ব্যক্তিত্বরাও নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পান। আমি মনে করি এটা একটা সাংস্কৃতিক বিপ্লব, যা বর্তমান যুগে একান্ত প্রয়োজনীয়।”

অন্যদিকে এদিনের এই অনুষ্ঠান থেকে পরিবেশ নিয়ে সকলকে সচেতন হওয়ারও আবেদন জানান শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, কোলাঘাটে নভেম্বর থেকে মার্চ মাসের মধ্যে তীব্র হারে দূষণের মাত্রা বৃদ্ধি পায়। এদিন সেই প্রসঙ্গেই কোলাঘাট থার্মাল পাওয়ার কর্তৃপক্ষ এবং বাসিন্দাদের সজাগ হওয়ার আবেদন জানান রাজ্যের পরিবেশমন্ত্রী।

পাশাপাশি সকলকে প্রচুর পরিমাণে গাছ লাগানোরও আবেদন করেন তিনি। এদিকে এদিনের অনুষ্ঠানের সাফল্য কামনা করার পাশাপাশি একজোট হয়ে সকলকে বিদ্যুৎ উৎপাদনের আবেদন জানান রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সব মিলিয়ে এবার কেটিপিপি মেলা ও প্রদর্শনী উদ্বোধনের মঞ্চ থেকেই রাজ্য সরকারের উৎসব নিয়ে বিরোধীদের কটাক্ষের জবাব দিলেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী শুভেন্দু অধিকারী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!