এখন পড়ছেন
হোম > রাজ্য > শুভেন্দু অধিকারীর হাত ধরে তৃণমূলের উন্নয়নে শামিল তৃণমূলকে তৃতীয় করা নির্দল

শুভেন্দু অধিকারীর হাত ধরে তৃণমূলের উন্নয়নে শামিল তৃণমূলকে তৃতীয় করা নির্দল

আরো একজন নির্দলপ্রার্থী হয়ে জয় ছিনিয়ে নিলেও শাসকদলের উন্নয়নে গা ভাসালেন। তিনি সত্য মাঝি। এবার পঞ্চায়েত নির্বাচনে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের খন্যাডিহি গ্রাম পঞ্চায়েতে মানুয়া গ্রাম থেকে নির্দল প্রার্থী হিসাবে ভোটে দাঁড়ান। এই নির্দল প্রার্থী জয়ী হয়েছেন সেই এলাকায় যেটায় হুকুম চলতো জোড়াফুলের। বামেদের দখল করা এলাকা হলেও তৃণমূলের দাপটে এখানে উড়তো শুধু সবুজ ঝান্ডা। এলাকার বাঘা বাঘা বিরোধীদের জয়ের ইচ্ছে পা দিয়ে মাড়িয়ে বাজিমাত করলেন এই নির্দল প্রার্থী।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তবে এলাকার নির্দলশিবিরে জয়ের উচ্ছ্বাস বেশিক্ষণ শোনা গেলো না। সবাইকে চমকে দিয়ে এদিন তাকে দেখা গেলো তৃণমূলকংগ্রেসে যোগ দিতে। বিজয় মিছিল বেরিয়েছিলো এদিন এলাকায় শাসক দলেই। তাতেই গিয়ে ভীড়লেন জয়ী নির্দল প্রার্থী সত্য মাঝি। জানালেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর আশির্বাদ নিয়ে তিনি এলাকায় উন্নয়নের কাজ করতে ইচ্ছুক। তিনি এতোদিন ধর্মকর্ম নিয়েই ব্যস্ত ছিলেন। তবে এবার মানুষের সেবাকেই নিজের ধর্ম মানবেন তিনি। এমনটাই জানালেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া সত্য মাঝি। এলাকার শাসকদলকে বোল্ড আউট করা নির্দল পার্থী কেন হঠাৎ শাসকদলে গিয়ে নাম লেখালেন এই প্রশ্ন থেকেই যাচ্ছে। এ নিয়ে জল্পনাও শুরু হয়েছে রাজনৈতিকমহলে। তবে কারণ এখনো জানা যায়নি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!