এখন পড়ছেন
হোম > রাজ্য > পরিবহন ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আনতে চলেছেন শুভেন্দু অধিকারী

পরিবহন ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আনতে চলেছেন শুভেন্দু অধিকারী

কেন্দ্রীয় সড়ক মন্ত্রকের নির্দেশ অনুযায়ী এবার এ রাজ্যের পরিবহন ব্যবস্থায় হতে চলেছে নতুন সংযোজন। ওলা, উবেরের মতোই এবার বাণিজ্যিক গাড়ি যেমন ট্যাক্সি, বাস, লরি, ম্যাটাডোর ভ্যান ইত্যাদিতে বসানো হবে ‘গ্লোবাল পজিশনিং সিস্টেম’। এদিন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী বিষয়টি নিয়ে বলেন,”প্রস্তুতকারক সংস্থা নতুন গাড়িতে এই যন্ত্র বসিয়েই বাজারে ছাড়বে। পুরনো গাড়িকে ‘সার্টিফিকেট অব ফিটনেস’ (সিএফ) নেওয়ার সময়ে এটা বসাতে হবে।” বেঙ্গল বাস সিন্ডিকেটরের সভাপতি স্বর্ণকমল সাহা জানান, ”মাত্র পাঁচ হাজার টাকার এই যন্ত্র বসালে গাড়ি-মালিকদের অনেক সুবিধা হবে।” পরিবহন দফতরের এক কর্তা বিষয়টিকে সমর্থন করে জানান অনেক সময় অনেক পণ্যবাহী গাড়ি মাঝ রাস্তা থেকে উধাও হয়ে যায়।এই ব্যবস্থা চালু হলে জিপিএস যন্ত্রের মাধ্যমে গাড়ির অবস্থান ও কোনো রকমের দুর্নীতি গাড়ির মালিকের নজরবন্দি হবে এবং পুলিশকে সতর্ক করতে পারবে। এদিন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটসের সদস্য সিদ্ধার্থ মুখোপাধ্যায় জানান, ” ‘প্যানিক বাটন’ বসানোর নির্দেশও এসেছে। বিপদে প়়ড়ে বাসের চালক বা কন্ডাক্টরের সাহায্য না-মিললে যাত্রীরা ওই বোতামে চাপ দিয়ে পুলিশ এবং বাস-মালিককে সতর্ক করতে পারবেন।” সূত্রের খবর, রাজ্যে হলুদ ট্যাক্সি রাতে ব্যবহার করতে মহিলারা এখন পিছ পা হন। ট্যাক্সি সংগঠনের মতে জিপিএস যন্ত্র বসানো হলে মহিলারা নিরাপত্তা বিষয় সুরক্ষিত থাকবেন এবং হলুদ ট্যাক্সি ব্যবহার করতে সাচ্ছন্দ বোধ করবেন। জিপিএস যন্ত্র বসানোর ব্যবস্থাকে পুরোপুরিভাবে স্বাগত জানিয়েছে ট্যাক্সি সংগঠন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!