এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > অধিকারী সাম্রাজ্যে আরও বড় ধাক্কা! শুভেন্দুর পর এবার তৃণমূলে পদ খোয়ালেন ভাই দিব্যেন্দুও!

অধিকারী সাম্রাজ্যে আরও বড় ধাক্কা! শুভেন্দুর পর এবার তৃণমূলে পদ খোয়ালেন ভাই দিব্যেন্দুও!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ধীরে ধীরে কি ক্রমশ কোণঠাসা করা হচ্ছে শুভেন্দু অধিকারী এবং তার পরিবারকে? রাজ্য রাজনীতিতে কালীঘাটের বন্দ্যোপাধ্যায় পরিবারের পর পূর্ব মেদিনীপুরের অধিকারী পরিবার নিয়ে সবথেকে বেশি চর্চা হয়। বিগত বাম আমলে মেদিনীপুরে লড়াই, আন্দোলনের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জায়গা করে দিয়েছিল এই অধিকারী পরিবার। তবে বর্তমানে সেই পরিবারের অন্যতম সদস্য রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে বাংলার রাজনৈতিক মহলে।

পর্যবেক্ষক পদ তুলে দিয়ে বিভিন্ন জেলা থেকে শুভেন্দু অধিকারীকে সরিয়ে দিয়ে শুধুমাত্র কোর কমিটির সদস্য করে রাখা হয়েছে তাকে। এছাড়াও সরকারি সংগঠনের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে রাজ্যের পরিবহনমন্ত্রীকে। স্বাভাবিক ভাবেই শুভেন্দু অধিকারীর মত ব্যক্তিকে কেন এইভাবে সমস্ত জায়গা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, তা নিয়ে এমনিতেই জল্পনা চলছে।

শুধু তাই নয়, শুভেন্দুবাবুর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। আর এই পরিস্থিতিতে এবার সেই অধিকারী পরিবারের আরেক সদস্য তথা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীকেও একটি পদ থেকে সরিয়ে দেওয়া হল। জানা গেছে, কাঁথি থেকে হলদিয়া আসতে না পারার অভিযোগে সাংসদ দিব্যেন্দু অধিকারী কে আইএনটিটিইউসি পরিচালিত “হলদিয়া রিফাইনারি টাউনশিপ মেইনটেইন ওয়ার্কার্স ইউনিয়নের” সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, গত 19 আগস্ট এই শ্রমিক সংগঠনের একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়‌। আর সেখানেই সংখ্যাগরিষ্ঠ কর্মীদের সিদ্ধান্ত অনুযায়ী দিব্যেন্দু অধিকারীকে সরিয়ে হলদিয়ার প্রাক্তন পৌর প্রধান দেবপ্রসাদ মন্ডলকে এখানকার সভাপতি করা হয়। স্বাভাবিকভাবেই যে অধিকারী পরিবার সমস্ত কিছু নির্ধারণ করতেন কে কোন জায়গায় বসবেন তা ঠিক করত এই পরিবার, এখন সেই পরিবারের অন্যতম সদস্য তথা সাংসদকে এভাবে তার পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে নানা মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। তাহলে কি ধীরে ধীরে সত্যি সত্যিই শুভেন্দু অধিকারী এবং তার পরিবারের ডানা ছাটা প্রক্রিয়া শুরু হয়ে গেল?

তবে দিব্যেন্দু অধিকারীকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হলেও, গোটা ঘটনাকে অবৈধ বলে দাবি করেছেন পূর্ব মেদিনীপুর আইএনটিটিইউসির জেলা কার্যকরী সভাপতি শিবনাথ সরকার। শুধু তাই নয়, এই ব্যাপারে মুখ খুলেছেন দিব্যেন্দু অধিকারীও। তিনি বলেন, “সভাপতিকে না জানিয়েই বৈঠক করা হয়েছে। যা শ্রম আইন বিরোধী এবং অবৈধ। ট্রেড ইউনিয়নের উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। শনিবার গিয়ে সংগঠনের সদস্যদের সঙ্গে কথা বলব। আর এখন যিনি সভাপতি হয়েছেন, তিনি তো প্রতারক।”

আর এখানেই প্রশ্ন, তাহলে দলের শীর্ষ নেতৃত্বকে না জানিয়ে বৈঠক করে এভাবে কেন পরিবর্তন করা হল? অনেকে বলছেন, শুভেন্দু অধিকারীর বিরোধী গোষ্ঠী জেলায় রয়েছে। আর তারাই এখন শুভেন্দুবাবুর ডানা ছাটার গন্ধ পেয়ে তার পরিবারের অন্যান্য সদস্যদের পদ থেকে সরাতে তৎপর হয়েছেন। কিন্তু এই গোটা ঘটনা নিয়ে যে বড়সড় চাঞ্চল্য সৃষ্টি হবে মেদিনীপুরে, তা বলার অপেক্ষা রাখে না। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!