এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দু অধিকারী দলের শৃঙ্খলা ভঙ্গ করছেন – বিস্ফোরক তৃণমূল হেভিওয়েট নেতা!

শুভেন্দু অধিকারী দলের শৃঙ্খলা ভঙ্গ করছেন – বিস্ফোরক তৃণমূল হেভিওয়েট নেতা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বর্তমানে রাজ্যের পরিবহনমন্ত্রী তথা তৃণমূলের শীর্ষনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে। বিভিন্ন জেলা সফরের মধ্য দিয়ে দলের সঙ্গে ক্রমাগত দূরত্ব বজায় রাখতে দেখা যাচ্ছে তৃণমূলের এই শীর্ষ নেতাকে। যার ফলে অনেকেই মনে করছেন, তৃণমূলে সঠিকভাবে সম্মান না পেয়ে শুভেন্দু অধিকারী এবার দলত্যাগের মত সিদ্ধান্ত নিতে পারেন। বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারী সফর করলেও এবং বিভিন্ন সভায় উপস্থিত হলেও, সেখানে তৃণমূল কংগ্রেসের নাম নিশান নিতে দেখা যাচ্ছে না তাকে।

উল্টে শুভেন্দু অধিকারীকে স্বাগত জানানোর জন্য “দাদার অনুগামী” বলে পোস্টার টাঙানো হচ্ছে। যেখানে শুভেন্দু অধিকারীর ছবি ছাড়া কোনো নেতা-নেত্রীর ছবি নেই। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীকে নিয়ে যখন চাঞ্চল্য বাড়তে শুরু করেছে, ঠিক তখনই তার বিরুদ্ধে দলবিরোধী কাজ করার অভিযোগ তুললেন পূর্ব মেদিনীপুর জেলার তৃনমূল বিধায়ক অখিল গিরি। আর শুভেন্দু অধিকারীকে নিয়ে দোদুল্যমান অবস্থার মধ্যেই অখিল গিরির এই ধরনের মন্তব্যকে কেন্দ্র করে এবার নতুন করে জল্পনা ছড়াতে শুরু করেছে।

অনেকে বলছেন, অখিল গিরির সঙ্গে অধিকারী পরিবারের দ্বন্দ নতুন কিছু নয়। বিভিন্ন সময় পূর্ব মেদিনীপুর জেলায় অধিকারী পরিবারের বিরুদ্ধে সরব হতে দেখা গেছে অখিলবাবুকে। আর এবার শুভেন্দু অধিকারীকে নিয়ে যখন জল্পনা চলছে, তখন সুযোগ পেয়ে সেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দলবিরোধী কাজ করার অভিযোগ তুলে সরব হলেন এই তৃণমূল বিধায়ক। এদিন এই প্রসঙ্গে তিনি বলেন, “মন্ত্রী হোক বা দলের নেতা, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগাতে হবে এবং দলের পতাকা টাঙাতে হবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ শুভেন্দু অধিকারীর নাম না নিলেও তার অরাজনৈতিক সফর এবং বিভিন্ন জায়গায় তার ছবি দিয়ে পোস্টার করাকে যে এই তৃণমূল বিধায়ক খুব একটা ভালো চোখে নিচ্ছেন না, তা নিজের বক্তব্যের মধ্যে দিয়ে স্পষ্ট করে দিয়েছেন তিনি। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এতদিন পূর্ব মেদিনীপুর জেলায় শেষ কথা বলতেন শুভেন্দু অধিকারী। কিন্তু তার আচার-আচরণ বর্তমানে তৃণমূল শীর্ষ নেতৃত্বের অস্বস্তি বাড়িয়ে দিয়েছে। তাই এই পরিস্থিতিতে তৃণমূল শীর্ষ নেতৃত্বের কাছে আরও বেশি করে গ্রহণযোগ্য হওয়ার জন্য অখিল গিরি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সরব হয়ে দল বিরোধী কাজের অভিযোগ তুললেন। অর্থাৎ তিনি এর মধ্যে দিয়ে যেমন অধিকারী পরিবারকে চাপে ফেলার চেষ্টা করলেন, ঠিক তেমনই তৃণমূল শীর্ষ নেতৃত্বের কাছে গ্রহণযোগ্য হওয়ার চেষ্টা করছেন বলে দাবি একাংশের।

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, সামনেই 2021 এর বিধানসভা নির্বাচন। আর তার আগে যেভাবে শুভেন্দু অধিকারীর আচার আচরণ নিয়ে জল্পনা তৈরি হচ্ছে বাংলায়, তাতে তিনি যদি দলবদলের মত সিদ্ধান্ত নেন, তাহলে তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে চাপে পড়বে। আর এর মাঝেই যেভাবে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ তুললেন অখিল গিরি, তাতে পূর্ব মেদিনীপুর জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল বলেই মনে করা হচ্ছে। স্বাভাবিক ভাবেই অখিল গিরির শুভেন্দু অধিকারী বিরুদ্ধে এই অভিযোগ আগামীদিনে শুভেন্দু অধিকারীর সঙ্গে দলের দূরত্বকে আরও বাড়িয়ে দেবে বলে দাবি করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতিতে কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!