এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ‘শুভেন্দু অধিকারী এখনও তৃণমূলেই আছেন।’ ফের দাবি তৃণমূলের

‘শুভেন্দু অধিকারী এখনও তৃণমূলেই আছেন।’ ফের দাবি তৃণমূলের


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তিনি কখনও বলেননি যে, তিনি তৃণমূল কংগ্রেস ত্যাগ করেছেন। কিন্তু তার নানা আচার আচরণ নিয়ে বঙ্গ রাজনীতিতে তৈরি হয়েছিল জল্পনা। নন্দীগ্রাম দিবসে পৃথকভাবে তার সভা করা এবং সেই সভায় তার নানা ইঙ্গিতপূর্ণ মন্তব্য তৃণমূলের সঙ্গে তার দূরত্বকে তীব্র করে তুলেছিল বলেই দাবি করেছিলেন একাংশ। যার পরবর্তী সময় কালে শুভেন্দু অধিকারীর বিভিন্ন রাজনৈতিক সভায় বক্তব্য প্রদান, এমনকি দল এবং সরকারের সঙ্গে দূরত্ব সেই জল্পনাকে আরও বাড়িয়ে দেয়। যত দিন যাচ্ছে, ততই সেই শুভেন্দু অধিকারীকে নিয়ে রাজনীতিতে পারদ ঊর্ধ্বমুখী।

এমত পরিস্থিতিতে অনেকেই দাবি করতে শুরু করেছেন, শুভেন্দুবাবু হয় বিজেপিতে যোগদান করতে পারেন, তা না হলে তিনি নতুন টিম গঠন করে তৃণমূল কংগ্রেসকে চাপে রাখতে পারেন। আর এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী দলত্যাগ করলে যে তৃণমূল কংগ্রেস ব্যাপক চাপে পড়বে, তা বুঝতে পেরেই দলের প্রবীণ সাংসদ সৌগত রায় সেই শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনা শুরু করেছেন বলে খবর পাওয়া যায়।

ইতিমধ্যেই দুইপ্রস্থ আলোচনা শুভেন্দু অধিকারীর সঙ্গে সম্পন্ন হয়েছে বলে খবর। আর এর মাঝেই সেই আলোচনা কতটা সফলতা পেল, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা যখন তীব্র থেকে তীব্রতর হতে শুরু করেছে, ঠিক তখনই সেই ব্যাপারে মন্তব্য করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। যেখানে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যে, শুভেন্দু অধিকারী এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসেই আছেন।

জানা গেছে, এদিন খেজুরি দিবস উপলক্ষে মিছিল করেন শুভেন্দু অধিকারী। যেখানে খেজুরি এবং কাঁথির তৃণমূল বিধায়করা উপস্থিত ছিলেন। তবে এই কর্মসূচিতে তৃণমূলের পতাকা বা স্লোগান দেখা যায়নি। কিন্তু এতদিন শুভেন্দু অধিকারী নানা কর্মসূচিতে উপস্থিত থাকলেও, তার আশেপাশে তৃণমূলের পতাকা বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ছবি দেখা যায়নি।

কিন্তু এদিন মিছিলের যাত্রাপথে বেশ কিছু জায়গায় শুভেন্দু অধিকারীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং তৃণমূলের প্রতীক চিহ্ন দেখা গেছে। যার ফলে সৌগত রায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর আলোচনা শুরু হওয়াতে দলের সঙ্গে কিছুটা হলেও কমেছে রাজ্যের পরিবহনমন্ত্রীর বলে দাবি করছেন একাংশ। তবে শুভেন্দু অধিকারী দলে সক্রিয় হওয়ার জন্য সৌগত রায়কে যে সমস্ত প্রস্তাব দিয়েছেন, তৃনমূলের পক্ষ থেকে যদি তা মানা না হয়, তাহলে শুভেন্দুবাবু আদৌ দলে সক্রিয় হবেন কিনা, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এই পরিস্থিতিতে এবার শুভেন্দু অধিকারী সম্পর্কে নিজেদের মত স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। যেখানে সৌগত রায়ের মত প্রবীণ তৃণমূল সাংসদ ভাষায় জানিয়ে দিলেন, শুভেন্দু অধিকারী এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসেই রয়েছেন। আর এখানেই একাংশের প্রশ্ন, শুভেন্দু অধিকারী যে তৃণমূল কংগ্রেসে রয়েছেন এবং তিনি যে দলত্যাগ করেননি, তা সকলেই দেখতে পাচ্ছেন। কিন্তু দলের সঙ্গে তার একটা দূরত্ব যে কোনো জায়গায় তৈরি হয়েছে, তা পরিষ্কার বিশেষজ্ঞদের কাছে। তাই সেই দূরত্ব কতটা মিটল, এখন সেটাই প্রশ্নচিহ্নের বিষয় গোটা রাজনৈতিক মহলের কাছে।

সূত্রের খবর, এদিন তৃনমূল ভবনে সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী তৃণমূল থাকবেন বলে আশা প্রকাশ করেন সৌগত রায়। প্রবীণ এই তৃণমূল সাংসদ বলেন, “শুভেন্দু অধিকারী এখনও তৃণমূলে আছেন। উনি তো অন্য কোনো কথা বলেননি। আগামী নির্বাচনে আমরা ঐক্যবদ্ধ ভাবে লড়াই করব। অর্থাৎ শুভেন্দু অধিকারী সম্পর্কের যে বিস্তর আশা রয়েছে, তা নিজের মন্তব্যের মধ্যে দিয়েই প্রকাশ করে দিলেন সৌগতবাবু।

অর্থাৎ এক্ষেত্রে শুভেন্দু অধিকারী দলেই থাকবেন বলে জানিয়ে দিলেন তিনি। কিন্তু সৌগত রায়ের এই কথায় কিছুটা হলেও সংশয়ের সুর শোনা যাচ্ছে বলে দাবি করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, মুখে সৌগত রায় শুভেন্দুবাবু সম্পর্কে এই ধরনের কথা বললেও, বাস্তবে শুভেন্দু অধিকারী কি করেন, সেদিকেই নজর থাকবে সকলের।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!