এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ‘পান্তা-ভাত খাওয়া গ্রামের’ ছেলে রূপে ধরা দিয়ে আবেগের আদর্শের লড়াইয়ে নামার ঘোষণা শুভেন্দুর

‘পান্তা-ভাত খাওয়া গ্রামের’ ছেলে রূপে ধরা দিয়ে আবেগের আদর্শের লড়াইয়ে নামার ঘোষণা শুভেন্দুর


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন আগেই মন্ত্রী থেকে ইস্তফা দিয়েছেন তিনি। আর তারপর থেকেই তার দলবদলের জল্পনা আরও বাড়তে শুরু করেছে। তবে মন্ত্রী না থাকা নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক ক্ষুদিরামের জন্ম দিবসের একগুচ্ছ অনুষ্ঠানে যখন উপস্থিত হবেন, তখন তিনি রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে কিছুটা হলেও বার্তা দেবেন বলে মনে করেছিল বিশেষজ্ঞরা।

প্রথাগত রাজনৈতিক বক্তব্য না রেখেও রাজনীতির কথা বলে বেশ কিছু ইঙ্গিতপূর্ণ বক্তব্য রাখতে দেখা গেল শুভেন্দু অধিকারীকে। যেখানে নিজেকে গ্রামের ছেলে বলে তিনি পথে নেমেছেন। তাই ফ্ল্যাটবাড়িতে থাকা কারো কারো অসুবিধা হচ্ছে, এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে দেখা গেল নন্দীগ্রামের তৃণমূল বিধায়ককে। স্বভাবতই এই ঘটনা রাজ্য রাজনীতিতে এখন ব্যাপক আলোড়নের সৃষ্টি করেছে।

ফ্ল্যাটবাড়ির কথা বলে শুভেন্দু অধিকারী ঠিক কাকে বার্তা দিলেন, এখন তা নিয়ে তৈরি হয়েছে গুঞ্জন। সূত্রের খবর, বৃহস্পতিবার গড়বেতায় ক্ষুদিরাম বসুর জন্ম দিবস পালন কর্মসূচিতে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। যেখানে তিনি বলেন, “স্বামীজীর সেই মন্ত্র চরৈবেতি চরৈবেতি বলেই পান্তা ভাত খাওয়া, মুড়ি খাওয়া গ্রামের ছেলেটা আদর্শের জন্য লড়াই করছে। আদর্শের জন্য লড়বে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি আরও বলেন, “আপনাদের সকলের আশীর্বাদ, দোয়া প্রার্থনা করি। অনেকে লিখছে, আমি নাকি কমফোর্ট জোনে রাজনীতি করি। এই গড়বেতা 2011 সালের আগে আমি সবথেকে বেশি আসতাম। এখন ফ্ল্যাট বাড়িতে থাকা কারও কারও অসুবিধা হচ্ছে, গ্রামের ছেলেটা রাস্তায় বেরিয়েছে বলে।” আর বর্তমান পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর এই ধরনের মন্তব্য যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না।

কেননা দলের সঙ্গে এবং সরকারের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার পর অরাজনৈতিক সভায় উপস্থিত হয়ে এরকমই একটি তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা। যেখানে তিনি জানিয়ে দিয়েছিলেন, প্যারাসুটেও উঠিনি, লিফটেও নামিনি। আর এরপরই একাংশ বলেছিলেন, তৃণমূল শীর্ষ নেতৃত্বকে উদ্দেশ্য করেই শুভেন্দু অধিকারী এই ধরনের মন্তব্য করেছেন।

আপনার মতামত জানান -

যার পাল্টা প্রতিক্রিয়া আসতে শুরু করে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। আর এমতাবস্থায় এবার সেই শুভেন্দু অধিকারী নিজেকে পান্তা ভাত খাওয়া গ্রামের ছেলে বলে “ফ্ল্যাট বাড়িতে থাকা কারো কারো অসুবিধা হচ্ছে” বলে বিস্ফোরক মন্তব্য করলেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, শুভেন্দু অধিকারী কি সিদ্ধান্ত নেবেন, তা এখনও কারও পক্ষে জানা সম্ভব হয়নি। তবে তিনি যদি তৃণমূল ত্যাগের মত সিদ্ধান্ত নেন, তাহলে শাসকদল অত্যন্ত চাপে পড়তে শুরু করবে।

তাই এই পরিস্থিতিতে সম্প্রতিক শুভেন্দু অধিকারীর মান ভাঙানোর জন্য তার সাথে তৃণমূল শীর্ষ নেতৃত্ব বৈঠক করলেও, লাভের লাভ কিছুই হয়নি‌। যেখানে পরেরদিনই সৌগত রায়কে মেসেজ করে শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, আপনাদের সঙ্গে কাজ করা সম্ভব নয়। আর তারপরেই ক্ষুদিরামের জন্ম দিবসের দিন সেই শুভেন্দু অধিকারীর এই ধরনের তাৎপর্যপূর্ণ মন্তব্য রাজনীতিতে শোরগোল তুলে দিল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!