এখন পড়ছেন
হোম > রাজ্য > শুভেন্দু অধিকারীর মুখেও এবার “জয় শ্রীরাম” ধ্বনি? কোথায় ও কেন ঘটল এমন ঘটনা?

শুভেন্দু অধিকারীর মুখেও এবার “জয় শ্রীরাম” ধ্বনি? কোথায় ও কেন ঘটল এমন ঘটনা?


জয় শ্রীরাম ধ্বনি বলতে এতদিন বিজেপিকেই বোঝাত এই বঙ্গ রাজনীতিতে। কিন্তু এবার বাংলা রাবণ দহন অনুষ্ঠানে সেই জয় শ্রীরাম ধ্বনি শোনা গেল খোদ রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর গলাতেও। কিন্তু কোথায় ঘটলো এই বৈচিত্র্য মুলক ঘটনা? সূত্রের খবর;গত শুক্রবার দশমীর সন্ধ্যায় খড়গপুর শহরের সেটেলমেন্ট এলাকায় দশেরা উৎসব কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় রাবণ অনুষ্ঠান আর এইখানেই উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে শুধু শুভেন্দুবাবুই নয়; এ দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা শিং জেলা শাসক পি মোহন গান্ধী পুলিশ সুপার অলোক রাজোরিয়া; ডি আর এম আর রবিন রেড্ডি; জেলা পরিষদের সভাধিপতি অজিত মাইতি; কমিটির সভাপতি প্রদীপ সরকার সহ অন্যান্যরা।

তবে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গড়ে এই অনুষ্ঠান হলেও সেখানে ডাক পাননি খড়্গপুরের বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ। সূত্রের খবর এদিন এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন; “আসুন এই দশেরা উৎসবে আমরা সকলে মিলে বাংলার একতা ও প্রগতির জন্য মা দুর্গার কাছে প্রার্থনা করি।” পাশাপাশি রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর পক্ষ থেকেও রাজ্যবাসীর জন্য শুভ কামনা করেন তিনি। এদিকে এদিনের এই অনুষ্ঠান ঘিরে সকলের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে শুধু সেটেলমেন্ট এলাকাই নয়; এ দিন ডেবরার বালিচকেও ছিল দশেরা উৎসব কমিটির উদ্যোগে নেতাজি ক্লাব সংলগ্ন এলাকায় রাবণ দহন অনুষ্ঠান।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো  করুন এই লিঙ্কেখবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক

সূত্রের খবর এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিডিও পিন্টু ঘরামি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অলক আচার্য এবং পুলিশ প্রশাসনের আধিকারিকেরা। উৎসবের তাৎপর্য সম্পর্কে বলতে গিয়ে এদিন দশেরা উৎসব কমিটির সভাপতি তথা কর্মাধ্যক্ষ প্রদীপ কর বলেন; “বালিচক এর চৌদ্দটি পুজোর মধ্যে প্রতিমা এবং পরিবেশের বিচারে ছটি কে পুরস্কৃত করা হবে।” এদিকে দশের আর এই রাবণ দহন অনুষ্ঠান পালিত হয় মেদিনীপুরের পাল বাড়িতেও। জানা যায় এখানকার এখানে এ অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন স্থানীয় কংগ্রেস কাউন্সিলর সৌমেন খান। প্রাচীন রীতি অনুযায়ী এখানে কলাগাছকেই রাবণ বলে চিহ্নিত করে তীরও নিক্ষেপ করা হয়। আর যা দেখতে ঢল নামে আপামর এলাকাবাসীর। সব মিলিয়ে দশেরার রাবণ দহন উৎসবে এবার তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী শুভেন্দু অধিকারীর গলাতেও ভেসে উঠল জয় শ্রীরাম ধ্বনি আর যা নিয়ে তীব্র শোরগোল পড়ে গেছে রাজনৈতিক মহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!