এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দু অধিকারীকে ইঙ্গিত করে বিস্ফোরক ফিরহাদ হাকিম, জেনে নিন

শুভেন্দু অধিকারীকে ইঙ্গিত করে বিস্ফোরক ফিরহাদ হাকিম, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বেশ কয়েকদিন ধরেই দল এবং সরকারের সঙ্গে দূরত্ব বজায় রাখছেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। নন্দীগ্রামে সূর্যোদয়ের বর্ষপূর্তিতে পৃথকভাবে সভা করার কথা জানিয়েছেন তিনি। যেখানে তৃণমূলের কোনো চিহ্ন থাকা তো দূর অস্ত, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটুকুও থাকবে না বলে খবর। আর এই সভার উদ্যোক্তা “দাদার অনুগামী” বলে একটি গোষ্ঠী।

স্বাভাবিকভাবেই বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারীর সভায় দাদার অনুগামী পোস্টার এবং সেই পোস্টারে শুভেন্দু অধিকারীর নাম ও ছবি দেখা যাচ্ছে। স্বাভাবিকভাবেই একদা নন্দীগ্রাম থেকেই তৃণমূলের উত্থান হওয়ায় শাসক দলের শীর্ষ নেতৃত্ব কিছুটা হলেও অস্বস্তিতে পড়তে শুরু করেছেন। আর এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর এই পৃথক সভা নিয়ে তাকে আক্রমণ করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।

এদিন এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “আলাদা করে আমাদের কারও কোনো অস্তিত্ব নেই। আমরা সবাই তৃণমূল করি। শুভেন্দু অধিকারীর উচিত, তৃণমূলের সঙ্গে একসঙ্গে সমাবেশ করা।” অর্থ্যাৎ যে নন্দীগ্রাম থেকে একসময় তৃণমূলের ক্ষমতা দখলের পথ প্রস্তুত হয়েছিল, সেই নন্দীগ্রামে সেই সময় নেতৃত্ব দেওয়া শুভেন্দু অধিকারী এখন নিজের মত করে পৃথকভাবে সভা করায় তৃণমূল নেতৃত্ব অনেকটাই অস্বস্তিতে।

অনেকেই দাবি করছেন, দলে ঠিকমত গুরুত্ব না পেয়ে শুভেন্দু অধিকারী এখন বড় কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নিতে চলেছেন। তাই দলের থেকে দূরত্ব অবলম্বন করে নিজের মত করে সমস্ত সভায় যোগ দিচ্ছেন তিনি। তবে দলে থেকেও যেভাবে তিনি অরাজনৈতিক সভায় যোগ দিচ্ছেন এবং দলের সঙ্গে দূরত্ব স্থাপন করেছেন, তাতে বিধানসভা নির্বাচনের আগে ক্রমশ অস্বস্তিতে পড়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব।

আর তাই নন্দীগ্রামের এই সভায় শুভেন্দু অধিকারীর অরাজনৈতিকভাবে উপস্থিতি নিয়ে এবার সরব হলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। স্বভাবতই ফিরহাদ হাকিম যখন এই কথা বলছেন, তখন শুভেন্দু অধিকারীর সঙ্গে আবার তৃণমূল শীর্ষ নেতৃত্বের বড়সড় দ্বৈরথ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশের মতে, অতীতে শুভেন্দু অধিকারীকে নিয়ে যখন জল্পনা তৈরি হয়েছিল, তখন ফিরহাদ হাকিম একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, “রথ বলে আমি দেব, পথ বলে আমি”। অর্থাৎ এখানে নাম না নিলেও শুভেন্দু অধিকারীর দিকেই ইঙ্গিত ছিল বলে দাবি করেছিলেন একাংশ। যার পরবর্তী সময়কালে শুভেন্দু অধিকারী পাল্টা নাম না করে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে সরব হয়েছিলেন।

যেখানে তিনি বলেছিলেন, “ছোটলোকদের দিয়ে বাজে কথা বলিয়ে ভাবছে আমি উত্তর দেব। আমার লেভেলটা ওই নাকি!” আর এরপরই শুভেন্দুবাবুর সঙ্গে তৃণমূল শীর্ষ নেতৃত্বের দূরত্ব আরও বৃদ্ধি পেল বলে দাবি করা হয়েছিল। আর এমত পরিস্থিতিতে এবার শুভেন্দু অধিকারীর পৃথকভাবে নন্দীগ্রামে সভা নিয়ে আপত্তি করে বসলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। স্বাভাবিক ভাবেই ফিরহাদ হাকিমের এই মন্তব্য তৃণমূলের সাথে শুভেন্দু অধিকারীর দূরত্বকে আরও বাড়িয়ে দেয় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!