এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > উদ্বাস্তুদের পাট্টা বিলি করে মমতার হাত শক্ত করার অনুরোধ শুভেন্দু অধিকারীর

উদ্বাস্তুদের পাট্টা বিলি করে মমতার হাত শক্ত করার অনুরোধ শুভেন্দু অধিকারীর

বিগত 2016 বিধানসভা নির্বাচন থেকে শুরু করে সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচন, খড়্গপুরের মাটিতে কোনমতেই ঘাসফুল ফোটাতে পারছে না তৃণমূল কংগ্রেস। বিজেপি রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষের শক্ত ঘাঁটি বলে পরিচিত এই খড়্গপুরে আর কিছুদিন পরেই অনুষ্ঠিত হতে চলেছে খড়গপুর বিধানসভা উপনির্বাচন।

আর তার জন্যই এবার সেখানে রীতিমত ঘাঁটি গেড়ে উন্নয়নমূলক প্রকল্পের মধ্যে দিয়ে তৃণমূলের প্রতি সাধারণ মানুষকে আকর্ষিত করার প্রয়াস চালিয়ে যাচ্ছেন জেলা তৃণমূলের পর্যবেক্ষক তথা রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী। বাস উদ্বোধন থেকে শুরু করে কলেজকে টাকা দেওয়া, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের মধ্যে দিয়ে বিজেপির দিলীপ ঘোষকে টেক্কা দিতে আপামর চেষ্টা চালিয়ে যাচ্ছেন শুভেন্দুবাবু।

আর প্রতিটা অনুষ্ঠানে উপস্থিত হয়েই এই খড়্গপুরের মানুষের কাছে আবেদন জানাচ্ছেন, তারা যেন তৃণমূল কংগ্রেসের সাথে থাকেন। আর এবার খড়্গপুরের উদ্বাস্তুদের জমির মালিকানা স্বত্ব প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার আবেদন জানালেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানা যায়, এদিন খড়গপুর পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত হন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যেখানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ, জেলাশাসক রশ্মি কমল, সহ-সভাধিপতি অজিত মাইতি, পুলিশ সুপার দীনেশ কুমার, পুরসভার চেয়ারম্যান প্রদীপ সরকার, বিধায়ক দীনেন রায় সহ অন্যান্যরা। আর সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে উঠে শুভেন্দু অধিকারী বলেন, “আমাদের মুখ্যমন্ত্রী ফেব্রুয়ারি মাসে মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেন, আর এদিন তা বাস্তবায়িত হয়ে গেল। দেশ স্বাধীন হয়ে গিয়েছে। দশকের পর দশক গিয়েছে। পাট্টা দিতে হবে বলে কমিটি তৈরি হয়েছে। কিন্তু বাস্তবে কেউ তা কার্যকর করেনি। আমাদের মুখ্যমন্ত্রী বাংলার রূপকার। তিনি তা করে দেখালেন। এটা কোনো সাধারণ পাট্টা নয়। এই পাট্টার সঙ্গে আপনার জমির মালিকানা স্বত্ব পেলেন। এর ফলে বিদ্যুৎ সংযোগ পেতে, সরকারি বিভিন্ন আবাস যোজনার ঘর পেতে আর কোনো বাধা থাকবে না। আশা করব, আপনারা মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন, তার হাত শক্ত করবেন।”

অন্যদিকে এদিনের এই সভা থেকে রেলের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে সরব হতে দেখা গেছে রাজ্যের পরিবহনমন্ত্রীকে। বিশেষজ্ঞদের মতে, এদিন উদ্বাস্তুদের মধ্যে পাট্টা বিলি করে খড়গপুর বিধানসভা উপনির্বাচনকে পাখির চোখ করে যেমন সাধারণ মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মহানুভবতার কথা তুলে ধরলেন শুভেন্দু অধিকারী, ঠিক তেমনই আগামী বিধানসভা নির্বাচনে তারা যাতে এইখানে বিজেপিকে নয়, তৃণমূলকেই সমর্থন করেন সেই ব্যাপারেও সাধারণ মানুষের কাছে আবেদন জানালেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!