এখন পড়ছেন
হোম > রাজ্য > এবার শুভেন্দুকে নিয়ে বিস্ফোরক মুকুল রায়, জোর জল্পনা রাজনৈতিক মহলে

এবার শুভেন্দুকে নিয়ে বিস্ফোরক মুকুল রায়, জোর জল্পনা রাজনৈতিক মহলে


 

তৃণমূল ছেড়ে অনেকদিন হল তিনি বিজেপিতে যোগদান করেছেন। আর বিজেপিতে যোগদান করার পর থেকেই তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বৈরাচারী নীতিকেই বারবার দায়ী করেছেন মুকুল রায়। অনেক ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তথা যুব তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও নিজের প্রশ্নবাণে বিদ্ধ করেন বঙ্গ বিজেপির চাণক্য।

রাজনৈতিক মহলের একাংশ মনে করতে থাকেন, দলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থানের কারণে পারিবারিক তন্ত্র সহ্য করতে না পেরে মুকুল রায় বিজেপিতে যোগদান করেছেন। তবে মুকুল রায় তৃণমূল ছাড়ার পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেও তার মুখ থেকে একবারের জন্যেও তৃণমূলের হেভিওয়েট নেতা তথা মন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো মন্তব্য শোনা যায়নি।

অনেকে বলেন, তৃণমূলের শুভেন্দু অধিকারী বনাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াই কারও অজানা নয়। আর সেই লড়াইকে আরও বাড়িয়ে দিতে মমতা বন্দোপাধ্যায়ের পরিবারতন্ত্রকে দায়ী করে তৃণমূল ছাড়ার পর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই কাঠগড়ায় তুলেছেন বঙ্গ বিজেপির চাণক্য। তবে এবার খড়গপুর বিধানসভায় দলীয় প্রার্থীকে জয়লাভ করাতে তৃণমূলের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারীকে আক্রমণ করলেন বিজেপি নেতা মুকুল রায়।

 

এদিন তিনি বলেন, “এর আগে থেকে যে জেলায় শুভেন্দু দায়িত্ব নিয়েছিল, সেই সব জেলায় তৃণমূল হেরেছে। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর কোথাও তৃণমূল জিততে পারেনি। শুভেন্দুকে দায়িত্ব নেওয়া মানেই তৃণমূলের হারা। তাহলে খড়্গপুরে তার অন্যথা হবে কেন! এখানে বিজেপির জয় নিশ্চিত হয়ে গেছে। শুভেন্দুকে দায়িত্ব দেওয়ার পরেই আমরা নিশ্চিত হয়ে গিয়েছি। তাই আমরা এখন চেষ্টা করছি, জয়ের মার্জিন কতটা বাড়িয়ে নেওয়া যায়।”

বিশেষজ্ঞরা বলছেন, এতদিন শুভেন্দু অধিকারী মুকুল রায়ের পথের কাঁটা ছিলেন না। আর তাই মুকুল রায় শুভেন্দু অধিকারী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যেকার দ্বৈরথকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। তবে এবার খড়্গপুরে জয়লাভ করতে তৃণমূল পর্যবেক্ষক শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে বাজিমাত করার চেষ্টা করলেন মুকুল রায় বলে মত রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!