এখন পড়ছেন
হোম > রাজ্য > মেদিনীপুর > দলের সঙ্গে দূরত্ব বেড়েই চলেছে শুভেন্দু অধিকারীর? শিক্ষক দিবসে নতুন পদক্ষেপ ঘিরে তীব্র জল্পনা

দলের সঙ্গে দূরত্ব বেড়েই চলেছে শুভেন্দু অধিকারীর? শিক্ষক দিবসে নতুন পদক্ষেপ ঘিরে তীব্র জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দলের সঙ্গে কি ক্রমশ দূরত্ব বাড়ছে শুভেন্দু অধিকারীর? তৃনমূলের সাংগঠনিক বৈঠকে শুভেন্দু অধিকারীকে জায়গা না দেওয়ায় প্রবল জল্পনা তৈরি হয়েছিল। আর এরপর থেকেই বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে “আমরা দাদার অনুগামী” বলে অনেকেই দুস্থদের সাহায্যের দিকে হাত বাড়িয়ে দেন। আর এবার শিক্ষক দিবসেও “আমি দাদার অনুগামী” লেখা শুভেন্দু অধিকারীর ছবি ঝুলিয়ে শিক্ষকদের সংবর্ধনা দিলেন দাঁতনের বেশ কিছু যুবক।

কিন্তু যেখানে সর্বত্র তৃণমূলের পক্ষ থেকে করোনা ভাইরাসের সময় শিক্ষক দিবসে শিক্ষকদের সংবর্ধনা দেওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করা হচ্ছে, সেখানে এইরকম ভাবে “আমরা দাদার অনুগামী” বলে শুভেন্দু অধিকারীর ছবি নিয়ে কেন এই সংবর্ধনা দেওয়া হচ্ছে? তাহলে কি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে?

দলের সঙ্গে শুভেন্দু অধিকারীর যে দূরত্ব তৈরি হচ্ছে, তা আবারও কি শিক্ষক দিবসের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন তার অনুগামীরা? এদিন এই প্রসঙ্গে যুব তৃনমূলের রুদ্রাংশ বেরা বলেন, “যুব সংগঠনের অনেকেই এই কর্মসূচিতে ছিলাম। তবে শুভেন্দুদার অনুগামী হিসেবে এদিনের কর্মসূচি পালন করেছি।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে শিক্ষক দিবসে শুভেন্দু অধিকারীর অনুগামীরা তাদের এভাবে সংবর্ধনা দেওয়ায় কিছুটা হলেও খুশি শিক্ষকরা। এদিন এই প্রসঙ্গে দাঁতন বীণাপাণি উচ্চ বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সুধাংশুশেখর দাস বলেন, “বহু বছর শিক্ষকতা করেছি। তবুও আমাদের মনে রাখার লোক কমে আসছে। এরা যে শিক্ষক হিসেবে মনে করেছেন, এটাই গর্বের। বৃদ্ধ বয়সে ভালো লাগছে।” কিন্তু তৃণমূলের পক্ষ থেকে সেই কর্মসূচিতে অংশ না নিয়ে, যেভাবে শুভেন্দু অধিকারীর অনুগামীরা শিক্ষক দিবস পালন করলেন, তাতে নতুন করে সমস্যা বাড়ছে বলেই মত বিশেষজ্ঞদের।

এদিন এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর অনুগামী রমাপ্রসাদ গিরি বলেন, “আমি গত কয়েক বছর ধরেই শিক্ষক দিবস পালন করে আসছি। কখনও দলের জেলা যুব সভাপতি হিসেবে, আবার কখনও বা নেতা হিসেবে কর্মসূচি পালন করেছি।” সব মিলিয়ে শিক্ষক দিবসে শুভেন্দু অধিকারীর অনুগামীদের নিজের মতো করে কর্মসূচি পালন তৃনমূলের সমস্যা বাড়াল বলেই মত রাজনৈতিক মহলের। এখন এর ফলে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক গতিপ্রকৃতি অন্য কোনো দিকে মোড় নেয় কি না, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!