এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শাসকের চিন্তা বাড়িয়ে অমিতের ভার্চুয়াল সভায় শুভেন্দু গড়েও উপচে পড়ল ভিড়! মানতে নারাজ তৃণমূল

শাসকের চিন্তা বাড়িয়ে অমিতের ভার্চুয়াল সভায় শুভেন্দু গড়েও উপচে পড়ল ভিড়! মানতে নারাজ তৃণমূল


লকডাউনের পরবর্তী পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলার বিজেপি নেতা কর্মীদের উদ্দেশ্যে অনলাইনের মাধ্যমে কি বার্তা দেন, তার দিকে নজর ছিল গোটা রাজনৈতিক মহলের। তবে রাজনৈতিক মহল অপেক্ষা অমিত শাহের এই বক্তব্যের দিকে সব থেকে বেশি নজর ছিল বিজেপি নেতা কর্মীদের। 2021 এর বিধানসভা নির্বাচনের আগে কিভাবে পথ চলতে হবে, তার ব্যাপারেই যে অমিত শাহ বার্তা দেবেন, স্পষ্ট হয়ে গিয়েছিল সকলের কাছেই। তবে অনলাইনে বিজেপির এই ভার্চুয়াল সভায় ঠিক কত মানুষ অংশগ্রহণ করবেন, তার দিকে নজর ছিল সকলের।

বিজেপির তরফে দাবি করা হচ্ছে, এই ভার্চুয়াল সভায় ব্যাপক পরিমাণে সাফল্য মিলেছে। তৃণমূলের শক্ত ঘাঁটি মধ্যে অন্যতম পূর্ব মেদিনীপুর তমলুকের বিভিন্ন জায়গায় অমিত শাহের সভা দেখার জন্য বিজেপি নেতা কর্মীদের উপস্থিতি শুভেন্দু অধিকারী এবং তৃণমূল কংগ্রেসের অস্বস্তিতে অনেকটাই বাড়িয়ে দিল বলে মনে করছে রাজনৈতিক মহল।

জানা গেছে, পূর্ব মেদিনীপুর তমলুক সাংগঠনিক জেলার অন্তর্গত তমলুক, ময়না, নন্দকুমার, মহিষাদল, নন্দীগ্রাম, হলদিয়া, কোলাঘাট, পাঁশকুড়া, ভগবানপুর এলাকার প্রায় 1574 থেকে প্রচুর নেতাকর্মী অমিত শাহের এই ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করেছিলেন। প্রায় 21 হাজার মানুষ ফেসবুক লাইভের মাধ্যমে এই সভা প্রত্যক্ষ করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে কাঁথি, রামনগর, খেজুরি, পটাশপুর, মুগবেড়িয়া সহ প্রায় 1698 বুথের প্রায় 90 হাজার কর্মী-সমর্থক এই সভায় যোগ দিয়েছেন বলে দাবি করছে বিজেপি নেতৃত্ব। আর বিজেপির পক্ষ থেকে তাদের ভার্চুয়াল সভা নিয়ে ব্যাপক সাফল্য দাবি করার পরেই কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস। অনেকে বলছেন, রাজ্যের নানা জায়গায় তৃণমূলের অবস্থা খারাপ হলেও, পূর্ব মেদিনীপুরে তৃণমূল অত্যন্ত ভালো জায়গায় রয়েছে।

কেননা এখানে শুভেন্দু অধিকারীর মত তৃণমূলের হেভিওয়েট দাপুটে নেতা সংগঠনকে আগলে রেখেছেন। সেদিক থেকে শুভেন্দু অধিকারীকে তৃণমূলের হেভিওয়েট নেতা বলা হলেও, তার গড়ে যেভাবে ভার্চুয়াল সভার দিন বিজেপি নেতা কর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেল, তা নিয়ে নিঃসন্দেহে চিন্তা বাড়বে তৃণমূলের অন্দরে। জানা যায়, এদিন পাঁশকুড়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহের ভার্চুয়াল সভা দেখার জন্য হাউরের পুরুল বাজারে একটি জায়েন্ট স্ক্রিন বসানো হয়েছিল।

এদিন এই প্রসঙ্গে পাঁশকুড়ার বিজেপি নেতা সিন্টু সেনাপতি বলেন, “গত বছর সভা বাতিল হওয়ায় কর্মীরা কিছুটা হতাশ হয়ে পড়েছিলেন। এদিন পাঁশকুড়া পশ্চিম বিধানসভার কয়েকটি জায়গায় জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে অমিতজির বক্তৃতা শুনে দলীয় কর্মীরা উজ্জীবিত।” সব মিলিয়ে এবার শুভেন্দু অধিকারীর শক্ত ঘাঁটিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভার্চুয়াল সভায় ব্যাপক অংশগ্রহণ রীতিমত চিন্তা বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেসের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!