এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > শুভেন্দুকে নিয়ে ফের বড়সড় মন্তব্য? মুখ খুলে জল্পনা আরও কয়েকগুণ বাড়িয়ে দিলেন কৈলাস

শুভেন্দুকে নিয়ে ফের বড়সড় মন্তব্য? মুখ খুলে জল্পনা আরও কয়েকগুণ বাড়িয়ে দিলেন কৈলাস


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুভেন্দু অধিকারীকে নিয়ে এতদিন ধরে ব্যাপক জল্পনা তৈরি হয়েছিল। তবে মঙ্গলবার রাতে তার সঙ্গে তৃণমূল শীর্ষ নেতৃত্ব বৈঠকে বসার পর মনে করা হচ্ছে, ধীরে ধীরে বরফ গলতে শুরু করেছে। এতদিন তিনি মন্ত্রী পদ ছেড়ে দেওয়ার পর তার দলত্যাগে্ নিয়ে ব্যাপক গুঞ্জন তৈরি হয় রাজ্য রাজনীতিতে।

বিজেপির পক্ষ থেকে নানা নেতা এবং জনপ্রতিনিধি শুভেন্দু অধিকারীকে নিয়ে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। অনেকেই দাবি করতে শুরু করেন, শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগ দেওয়া শুধু সময়ের অপেক্ষা। তবে মঙ্গলবার তৃণমূল নেতৃত্বের সঙ্গে সেই শুভেন্দু অধিকারীর বৈঠক হয়।

আর সেখানেই সমস্যার সমাধান হয়ে গিয়েছে বলে দাবি করেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তবে শুভেন্দু অধিকারীকে নিয়ে তৃণমূলের পক্ষ থেকে এই রকম বক্তব্য রাখা হলেও, এবার এই ব্যাপারে বক্তব্য রেখে পাল্টা জল্পনা বাড়িয়ে দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। যেখানে শুভেন্দু অধিকারী বিজেপিতে এলে দলের উপকার হবে বলে জানিয়ে দিলেন তিনি।

সূত্রের খবর, এদিন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেন, “ভাইপোর ভূমিকায় অসন্তুষ্ট ছিলেন শুভেন্দু। তিনি কারও কাছে মাথা নোয়াবেন বলে আমি মনে করি না। শুভেন্দু এলে দলে প্রাপ্য সম্মান পাবেন। না এলেও সরকার আমরাই গড়ব।” অন্যদিকে এই বক্তব্য রাখতে দেখা গেছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। তিনি বলেন, “শুভেন্দু তৃণমূলে থাকলেও বিজেপি ধাক্কা খাবে না। আমি আগেই বলেছিলাম শুধু মন্ত্রিত্ব ছেড়েছে। দল ছাড়েননি। উনি বিজেপিতে এলে স্বাগত। দরজা খোলা আছে। আর না এলেও 200 এর বেশি বেশি আসন নিয়ে সরকার গড়ব।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূল শীর্ষ নেতৃত্বের বৈঠকের পর তার দলবলের জল্পনায় কার্যত জল পড়ে গেল বলে দাবি করা হয়েছিল। সেদিক থেকে এতদিন শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেবেন বলে যে জল্পনা তৈরি হয়েছিল, তা শেষ পর্যন্ত ভেস্তে যাওয়ায় বিজেপি অনেকটাই চাপে পড়ল বলে দাবি করেছিলেন অনেকে। তবে এই ব্যাপারে নিজেদের অবস্থান স্পষ্ট করে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিলে ভালো, আর না দিলেও বিজেপি সরকার গড়বে বলে জানিয়ে দিলেন কৈলাস বিজয়বর্গীয় থেকে শুরু করে দিলীপ ঘোষ। অর্থাৎ শুভেন্দু অধিকারীকে গুরুত্বপূর্ণ নেতা আখ্যা দিলেও, তার দলবদলে বিজেপির কিছু যায় আসবে না বলে এখন বোঝানোর চেষ্টা করলেন গেরুয়া শিবিরের নেতারা। যার ফলে বঙ্গ রাজনীতিতে আবার নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হল।

একাংশের মতে, প্রায় সকলেই জানেন, মমতা বন্দোপাধ্যায়ের পর যদি তৃণমূল কংগ্রেসের জনপ্রিয় নেতা বলে কেউ থেকে থাকে, তাহলে তার নাম শুভেন্দু অধিকারী। তাই শুভেন্দু অধিকারী বিধানসভা নির্বাচনের আগে যদি দলত্যাগ করেন, তাহলে তৃণমূল কংগ্রেসে যে তার যথেষ্ট প্রভাব পড়বে, সেই ব্যাপারে নিশ্চিত ছিল সকলে। ইতিমধ্যেই মন্ত্রীপদ ত্যাগ করার পর তিনি দলবদল করবেন এবং বিজেপিতে যোগ দেবেন বলে দাবি করতে শুরু করেছিলেন একাংশ।

এমনকি এই ব্যাপারে বিজেপির অনেকে আশায় বসেছিলেন। তবে মঙ্গলবার রাতে সেই শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূল শীর্ষ নেতৃত্বের বৈঠকের পর তৃণমূলের সঙ্গে তার সমস্যা মিটে গেছে বলে দাবি করা হচ্ছে শাসকদলের পক্ষ থেকে। আর এই পরিপ্রেক্ষিতে বিজেপি অনেকটাই চাপে পড়ল বলে একাংশ দাবি করলেও, সেই শুভেন্দু অধিকারীকে নিয়ে নিজেদের অবস্থান জানিয়ে দিল গেরুয়া শিবিরের শীর্ষ নেতারা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!