এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > শুভেন্দু অধিকারীর সঙ্গে ঠিক কতজন বিধায়ক আছেন? তীব্র তরজা শুরু ঘাস থেকে পদ্ম – সব শিবিরেই

শুভেন্দু অধিকারীর সঙ্গে ঠিক কতজন বিধায়ক আছেন? তীব্র তরজা শুরু ঘাস থেকে পদ্ম – সব শিবিরেই


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে তৃণমূল কংগ্রেসে এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি দক্ষ সংগঠক এবং কর্মীদের খুব কাছের মানুষ হিসেবে পরিচিত। বিগত বাম আমলে্ থেকে নন্দীগ্রামে লড়াই আন্দোলনের মধ্য দিয়ে নিজেকে অঘোষিত সম্রাট হিসেবে গড়ে তুলেছেন তিনি। স্বাভাবিকভাবেই এই শুভেন্দু অধিকারীকে দিয়ে দল যখন বিপদে পড়েছে, তখন সেই জায়গার দায়িত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে সাম্প্রতিক কালে তৃণমূলের সাংগঠনিক বৈঠকে সেই শুভেন্দু অধিকারী বড়সড় জায়গা পাবেন বলে তার অনুগামীরা দাবি করতে শুরু করেছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই শুভেন্দু অধিকারীর ক্ষমতাকে খর্ব করে যে সমস্ত জেলায় তিনি পর্যবেক্ষক ছিলেন, সেই সমস্ত জায়গা থেকে পর্যবেক্ষক পদ তুলে দিয়ে তাকে কোর কমিটির সদস্য করা হয়েছে। স্বাভাবিকভাবেই গোটা ঘটনায় শুভেন্দু অধিকারীর অনুগামীরা কিছুটা হলেও ক্ষুব্ধ।

তাই এমত অবস্থায় সেই শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিতে পারেন বলে বিজেপির নানা ফেসবুক পেজে গুঞ্জন ছড়াতে শুরু করেছিল। যার ফলস্বরুপ শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা ছড়ায়। তবে প্রথম থেকেই এই ব্যাপারে শুভেন্দু অধিকারী তার রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। তিনি জানিয়ে দিয়েছেন, তিনি তৃণমূলেই আছেন এবং তৃণমূলেই থাকবেন। এতসব সত্ত্বেও সম্প্রতি বিজেপির একটি ফেসবুক পেজে দাবি করা হয়েছিল, 36 জন বিধায়ক নিয়ে গেরুয়া শিবিরে যোগদান করতে চলেছেন শুভেন্দু অধিকারী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে শুভেন্দুবাবু কি করবেন, তার রাজনৈতিক অবস্থান কী হবে, তা নিয়ে বিস্তর জল্পনা রয়েছে, একথা সত্য। কিন্তু রাজ্যের হেভিওয়েট মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে যে ব্যক্তির নাম সবথেকে বেশি চর্চা হয়, সেই শুভেন্দু অধিকারীর সাথে মোটে 36 জন বিধায়ক আছেন, এটা মানতে নারাজ রাজনৈতিক মহল। তৃণমূল-বিজেপি প্রত্যেকেই দাবি করছেন, শুভেন্দু অধিকারীর মত রাজনৈতিক শক্তিশালী ব্যক্তিত্বের সঙ্গে 36 জন বিধায়ক থাকবেন, এটা ভাবা বৃথা। কেননা তৃণমূল কংগ্রেসের তিনি একজন দক্ষ সাংগঠনিক ব্যক্তিত্ব।

একাধিক জেলার দায়িত্বে থেকে শুভেন্দুবাবু নিজের মতো করে সংগঠনকে চাঙ্গা করেছেন। সেই সমস্ত জেলার বিধায়করা দ্রুত তার অনুগামী হয়ে উঠেছেন। ফলে মোট 36 জন বিধায়ক শুভেন্দুবাবুর সাথে আছেন এই দাবি মানতে নারাজ তৃণমূল এবং বিজেপি। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, শুভেন্দুবাবুর রাজনৈতিক ভবিষ্যৎ কারোর কাছেই জানার নয়।

কিন্তু যেভাবে তৃণমূল এবং বিজেপি প্রত্যেকেই দাবি করতে শুরু করেছে যে, শুভেন্দু অধিকারীর সঙ্গে 36 জনের অনেক বেশি বিধায়ক আছে, তাদের দাবি শুভেন্দুবাবুর সাথে কম করে ৭০-৮০ জন বিধায়ক আছেন, সংখ্যা বেশি হতে পারে তবু কম নয়। আর তাই শুভেন্দুবাবু যদি তৃণমূল কংগ্রেসের থাকে, তাহলে বিজেপির যেমন চাপ বাড়বে, ঠিক তেমনই তিনি যদি বিজেপিতে পা বাড়ান, তাহলে মুহূর্তের মধ্যে ভেঙে পড়তে পারে শাসক দল তৃণমূল কংগ্রেস। সব মিলিয়ে শুভেন্দু অধিকারীর প্রভাব-প্রতিপত্তি রাজ্যে যে এখনও অটুট, তা রাজনৈতিক মহলের ইঙ্গিতেই স্পষ্ট। এখন দেখার বিষয়, শুভেন্দু অধিকারী তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কি পরিকল্পনা স্থির করে রেখেছেন! যার দিকে নজর রয়েছে সমগ্র রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!