এখন পড়ছেন
হোম > রাজ্য > মেদিনীপুর > মুকুলকে ধাক্কা দিয়ে হেভিওয়েট নেতাকে ঘরে ফেরালো শুভেন্দু,সাথে এলেন ঘরছাড়ারাও

মুকুলকে ধাক্কা দিয়ে হেভিওয়েট নেতাকে ঘরে ফেরালো শুভেন্দু,সাথে এলেন ঘরছাড়ারাও


উলট পুরান রাজ্যে, লোকসভা ভোট মিটতেই শাসকদল ছেড়ে একে একে বিজেপিতে যোগদানের হিড়িক পরে গেছে। বিধায়করা তো বটেই রাজ্যের তৃণমূলের কর্মী সমর্থকরাও দলে দলে বিজেপিতে যোগ দিচ্ছেন। কিন্তু এহেন পরিস্থিতিতে রাজ্যে পূর্ব মেদিনীপুরে দেখা গেলো উল্টো চিত্র। শুভেন্দু অধিকারীর হাত ধরে এদিন ঘরের ছেলেরা ঘরে ফিরলেন।

এদিন একটি দলীয় জনসভা অনুষ্ঠিত হয় পূর্ব মেদিনীপুরের মকরামপুরে। সেখানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, তাঁর সাথে উপস্থিত ছিলেন অজিত মাইতি, দীনেন রায়, উত্তরা সিংহ হাজরা, প্রদ্যোৎ ঘোষ, নির্মল ঘোষ, কাওসর আলি সহ মিহির চন্দ প্রমুখ ব্লক-অঞ্চল নেতৃত্বরা। এদিন এনাদের উপস্থিতিতে নির্বাচনের পর বিজেপিতে যোগ দেওয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রমা প্রসাদ গিরি, অঞ্চল সভাপতি নাকফুড়ি হাঁসদা সহ অঞ্চল প্রধান, উপ প্রধান সহ গ্রাম পঞ্চায়েতের পুরো টিম, খড়্গপুর লোকালের পঞ্চায়েত সমিতির সদস্য যদুনাথ সরেন সহ একটা বড়ো অংশ আবার তৃণমূলে ফিরে এলেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন শুভেন্দু অধিকারী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, বিজেপিতে যোগদান নিয়ে বিতর্ক শুরু হয়েছিলতৃণমূলের অঘোষিত দুনম্বর নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একদা ছায়াসঙ্গী রমাপ্রসাদ গিরিকে নিয়ে। রমাপ্রসাদ গিরি একদিকে যেমন পশ্চিম মেদিনীপুর তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি, অন্যদিকে তেমনই পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কৃষি, সেচ ও সমবায় কর্মাধ্যাক্ষ।

সেই রামপ্রসাদ গিরিকে দিল্লিতে অন্যান্য নেতাদের সাথে যোদানের সময় দেখা যাওয়ায় ও এই নিয়ে বিজেপি নেতা মুকুল রায়ের বক্তব্য নিয়ে বিতর্ক ছড়ায়। তিনি বলেন, রমা আমাদের সঙ্গেই ছিল, আমাদের সঙ্গেই আছে। কিন্তু, এই প্রসঙ্গে শঙ্কুদেব পণ্ডা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন রমাপ্রসাদ গিরি সরকারিভাবে বিজেপিতে যোগ দেন নি।ফলে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন একথা কতটা সত্যি তা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক আছে।

আর যেখানে মুকুল রায় দাবি করেছিলেন যে এই যুবনেতা রমা প্রসাদ গিরি বিজেপিতে আছেন আর তা যদি সত্যিই হয় তবে তাঁকে ফের দলে নিয়ে মুকুলকে ধাক্কা দিলেন শুভেন্দু।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!