এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > অধীরের সঙ্গে বিজেপির আঁতাত, তুলে ধরলেন শুভেন্দু অধিকারী

অধীরের সঙ্গে বিজেপির আঁতাত, তুলে ধরলেন শুভেন্দু অধিকারী


মুর্শিদাবাদ জেলা তৃণমূলের পর্যবেক্ষক হওয়ার পর থেকেই তার প্রথম এবং প্রধান টার্গেটে ছিলেন, মুর্শিদাবাদের শাহেনশা বলে পরিচিত কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী। বিভিন্ন জনসভা বা পথসভা থেকে বক্তব্য রাখতে গিয়ে সেই অধীরবাবুর বিরুদ্ধেই সবথেকে বেশি সরব হতে দেখা গেছে তৃণমূলের শুভেন্দু অধিকারীকে।

এমনকি লোকসভা নির্বাচনের আগে সেখানে ব্যাপক প্রচার করে অধীর চৌধুরীর গড় মুর্শিদাবাদের অনেক জায়গায় ঘাসফুল ফোটাতে সক্ষম হয়েছেন তিনি। তবে বহরমপুর লোকসভা কেন্দ্রে ফের জয়লাভ করেছেন সেই অধীর রঞ্জন চৌধুরী। কিন্তু তারপরেও হাল ছেড়ে দিতে নারাজ শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই পরবর্তী নির্বাচনগুলোকে পাখির চোখ করে, মুর্শিদাবাদে এসে সংগঠনের কাজ চালাচ্ছেন তিনি।

সূত্রের খবর, এদিন নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে মুর্শিদাবাদের নবাবগড়ে একটি মিছিল করেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই মিছিল শেষে জনসভা থেকে কংগ্রেসের অধীর চৌধুরীর সাথে বিজেপির আঁতাত রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি বলেন, “অধীর চৌধুরীর সঙ্গে বিজেপির আঁতাত রয়েছে। বিজেপির হাত শক্ত করতে উস্কানি দিচ্ছেন অধীর চৌধুরী। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও তার পরিবারের নিরাপত্তা কেড়ে নেওয়া হচ্ছে। অথচ অধীর চৌধুরী নিরাপত্তা পাচ্ছেন ঠিকই। বিজেপির বন্ধু না হলে এই সুরক্ষা পাওয়া অসম্ভব।”

এদিকে এদিনের জনসভা থেকে বক্তব্য রাখতে গিয়ে অধীর চৌধুরীর সঙ্গে কংগ্রেসের মুর্শিদাবাদের অন্যান্য বিধায়কের সম্পর্কে ফাটল ধরানোর চেষ্টা করেন শুভেন্দু অধিকারী। কংগ্রেসের অন্যান্য বিধায়কদের প্রশংসা করে তিনি বলেন, “সব কংগ্রেস নেতা খারাপ নয়। ফারাক্কা এবং সুতির বিধায়কদের সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছেন নাগরিক সংশোধন আইন বিরোধী আন্দোলনে।”

আর সবশেষে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে মন্তব্য করতে গিয়ে “যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, ততদিন রাজ্যে এনআরসি বা সিএএ কিছুই হবে না” বলে জানিয়ে দেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে এবার কংগ্রেসের অধীর চৌধুরীর সঙ্গে বিজেপি যোগের অভিযোগ করলেন তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!