এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আর তৃণমূল নেতা নয়, এবার নতুন পরিচয়ে জনসংযোগে নামছেন শুভেন্দু অধিকারী, জেনে নিন

আর তৃণমূল নেতা নয়, এবার নতুন পরিচয়ে জনসংযোগে নামছেন শুভেন্দু অধিকারী, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নিজের মত করেই হয়ত এবার পথ চলতে চাইছেন শুভেন্দু অধিকারী? কোনো মন্ত্রী পরিচয় নয় বরঞ্চ “নেতাই গ্রামবাসীর সেবক” পরিচয়ে উপস্থিত হবেন অনুষ্ঠানে, যা ঘিরেই শুরু জল্পনা। বেশ কিছুদিন ধরে দল এবং সরকারের সঙ্গে দূরত্ব বজায় রেখেছেন তিনি। যার ফলে তার রাজনৈতিক ভবিষ্যত নিয়ে জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে। মাঝে তার অনুগামীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং ঘাসফুল চিহ্ন বাদ দিয়ে শুধুমাত্র তার ছবি দিয়েই মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। স্বাভাবিক ভাবেই মনে করা হয়েছিল, শুভেন্দু অধিকারী হয়ত বা আবার নিজের মত করে প্লাটফর্ম তৈরি করতে চাইছেন।

কিন্তু অবস্থা যে দিকে গড়াচ্ছে, তাতে নিজের মত করেই হয়ত এবার পথ চলতে চাইছেন শুভেন্দু অধিকারী। জানা গেছে, আগামী রবিবার লালগড়ের নেতাই গ্রামে আসছেন রাজ্যের পরিবহনমন্ত্রী। তবে কোনো মন্ত্রী পরিচয় নয় বরঞ্চ “নেতাই গ্রামবাসীর সেবক” পরিচয়ে সেখানে উপস্থিত হবেন তিনি। কিন্তু কি এমন অনুষ্ঠান রয়েছে! যেখানে কোনো জনপ্রতিনিধি হিসাবে উপস্থিত থাকতে নারাজ শুভেন্দুবাবু?

সূত্রের খবর, ইতিমধ্যেই নেতাইয়ের রাস্তায় একটি তোরণ লাগানো হয়েছে। যেখানে লেখা রয়েছে, “নেতাই গ্রামবাসীর সেবক শুভেন্দু অধিকারীর উদ্যোগে নেতাই শহীদ স্মৃতি রক্ষা কমিটির ব্যবস্থাপনায় গৃহদান এবং মহিলাদের সেলাই মেশিন প্রদান অনুষ্ঠান।” স্বাভাবিকভাবেই যে শুভেন্দু অধিকারী রাজ্যের এতগুলো দপ্তরের মন্ত্রী, তার নামের পাশে কোনোরকম বড়সড় পদ না থাকায় এখন ব্যাপক জল্পনা তৈরি হয়েছে। তাহলে কি এই তোরণ তৈরির পেছনে শুভেন্দু অধিকারীর নির্দেশ রয়েছে? আর সেই মত করেই কোনো বড় পদ তার নামের পাশে লাগানো হয়নি! কিন্তু কেন এমনটা হচ্ছে?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এর ফলে তো রাজ্য রাজনীতিতে সেই শুভেন্দু অধিকারীকে নিয়ে ক্রমশ জল্পনা বাড়তে শুরু করেছে! তাহলে কি এই সমস্ত কর্মসূচির মধ্য দিয়ে দলকে বার্তা দিতে চাইছেন তিনি? দলের সঙ্গে আরও দূরত্ব বাড়িয়ে দিতে চাইছেন রাজ্যের পরিবহনমন্ত্রী? এদিন এই প্রসঙ্গে নেতাই শহীদ স্মৃতি রক্ষা কমিটির সভাপতি দ্বারকানাথ পন্ডা বলেন, “শুভেন্দুবাবু নেতাই গ্রামের আপনজন। তার অনুদানে অনেক গৃহহীনের বাড়ি হচ্ছে। রবিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে তিনি বাড়ির চাবি তুলে দেবেন। মহিলাদের সেলাই মেশিন দেবেন।”

বিশেষজ্ঞরা একাংশ বলছেন, তৃণমূলের সাংগঠনিক বৈঠকের পর শুভেন্দু অধিকারী গুরুত্বপূর্ণ পথ পাবে বলে মনে করা হলেও তাকে সেভাবে কোন জায়গা দেওয়া হয়নি উল্টে তার ক্ষমতা অনেকটাই খর্ব করে দেওয়া হয়েছে যার পর থেকেই ক্রমশ নিজেকে অন্তরালে নিয়ে চলে গিয়েছিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী।

যার ফলে তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে অন্য কোনো দলে যোগ দিতে পারেন বলেও জল্পনা তৈরি হয়েছিল। তবে এর মাঝে শুভেন্দুবাবুর অনুগামীরা নিজেদের মত করে পোস্টার তৈরি করে মানুষের পাশে থাকার উদ্যোগ নিয়েছেন। আর এবার নিজের পদ থাকা সত্ত্বেও তা ব্যবহার না করে যেভাবে নেতাই গ্রামে গিয়ে “সেবক” পরিচয় দিয়ে মানুষের পাশে থাকার উদ্যোগ নিলেন শুভেন্দুবাবু, তাতে তার অবস্থান নিয়ে ক্রমশ জল্পনা বাড়তে শুরু করেছে। তাহলে কি এবার পাকাপাকিভাবে তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি করতে চাইছেন তিনি?

আর তাই মন্ত্রী সহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদ নামের পাশ থেকে সুকৌশলে সরিয়ে নিতে চাইছেন রাজ্যের শাসকদলের এই হেভিওয়েট সাংগঠনিক ব্যক্তিত্ব! এখন সেই প্রশ্নই ঘোরাফেরা করছে বাংলার রাজনৈতিক মহলে। সব মিলিয়ে শুভেন্দুবাবুর এহেন পদক্ষেপ আগামীদিনে বঙ্গ রাজনীতিতে বা শাসকদলের অন্দরমহলে কি প্রভাব ফেলে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!