এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রাজ্য-রাজনীতিতে জল্পনার ঝড়ের মাঝেই এবার পুজোমন্ডপেও দূরত্ব বাড়াচ্ছেন শুভেন্দু অধিকারী?

রাজ্য-রাজনীতিতে জল্পনার ঝড়ের মাঝেই এবার পুজোমন্ডপেও দূরত্ব বাড়াচ্ছেন শুভেন্দু অধিকারী?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজনৈতিক দিক থেকে শুভেন্দু অধিকারীর চলাচল নিয়ে ব্যাপক জল্পনা ছড়িয়ে পড়েছে। দল কিংবা সরকারের কোনো কর্মসূচিতে সেভাবে উপস্থিত হতে দেখা যাচ্ছে না তাকে। তবে এবার শারদোৎসবের সময় কলকাতা হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে উদ্বোধনের পরিবর্তে মণ্ডপ থেকে নির্দিষ্ট দূরত্ব পালন করে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন রাজ্যের পরিবহনমন্ত্রী।

সূত্রের খবর, মঙ্গলবার বাসুদেবপুর ক্ষুদিরাম সঙ্ঘের পুজোর উদ্বোধন করেন শুভেন্দুবাবু। কিন্তু সেখানে মন্ডপের ফিতে কাটেননি তিনি। বরঞ্চ বেশ কয়েক মিটার দূরত্ব অবলম্বন করে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে। অর্থাৎ কলকাতা হাইকোর্টের রায়কে মান্যতা দিয়েই তিনি এবারের পুজো মণ্ডপের ভেতরে প্রবেশ না করে সমস্ত নিয়ম পালন করলেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

একাংশের মতে, কিছুদিন আগেই করোনা ভাইরাস থেকে মুক্ত হয়েছেন রাজ্যের পরিবহনমন্ত্রী। তাই এবার কলকাতা হাইকোর্ট যখন রায় দিয়েছে যে, মন্ডপের ভেতর কেউ প্রবেশ করতে পারবেন না, তখন উদ্বোধক হয়েও সেই মন্ডপের ভেতর প্রবেশ করতে দেখা গেল না তাকে। অর্থাৎ তিনি যেমন এই রায়কে মান্যতা দিলেন, ঠিক তেমনই সামাজিক দূরত্ববিধি পালন করলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলছেন, আসলে শুভেন্দু অধিকারী এখন এমন কিছু পদক্ষেপ গ্রহণ করছেন, যার ফলে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তৃণমূল কংগ্রেসে থাকলেও এবং দলের হেভিওয়েট মন্ত্রী থাকলেও, সেভাবে দল কিংবা সরকারের কোনো কর্মসূচিতে দেখা যাচ্ছে না তাকে। উল্টে তার অনুগামীরা মানুষকে সহযোগিতা করার বিভিন্ন কর্মসূচি করলেও, সেখানে সাধারণ মানুষের “সেবক” হিসেবে উপস্থিত হচ্ছেন রাজ্যের পরিবহনমন্ত্রী।

সেদিক থেকে কিছুদিন আগে পর্যন্ত যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ক্লাবে গিয়ে পুজো উদ্বোধন করেছেন, তখন শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টের রায় শোনার পর তা পুঙ্খানুপুঙ্খ ভাবে পালন করার চেষ্টা করলেন। অর্থাৎ নিজের এই কর্মসূচির মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দিলেন যে, করোনা ভাইরাসের সময়কালে তিনি আদালতের রায়কে মেনে চলছেন। আর তাই দূর থেকেই ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রতিমা দর্শন করলেন রাজ্যের পরিবহনমন্ত্রী।

বলা বাহুল্য, কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের পুজোয় নো এন্ট্রি জোন থাকবে। যেখানে বড় পূজামণ্ডপগুলোতে 10 মিটার দূরত্ব এবং ছোটপুজো মণ্ডপগুলোর ক্ষেত্রে 5 মিটার দূরত্ব অবলম্বন করতে হবে। স্বাভাবিক ভাবেই এই রায়ের পরই ক্লাব কর্তৃপক্ষদের কপালে চিন্তার ভাঁজ পড়ে গিয়েছিল। কিন্তু এবার পুজোর উদ্বোধনে গিয়েও ভেতরে প্রবেশ না করে কলকাতা হাইকোর্টের রায়কে মান্যতা দিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!