এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ত্রিবেণী সঙ্গমের মুখে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী? কোন পথে রাজনৈতিক ভবিষ্যৎ? শুরু তীব্র জল্পনা

ত্রিবেণী সঙ্গমের মুখে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী? কোন পথে রাজনৈতিক ভবিষ্যৎ? শুরু তীব্র জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –রাজ্য রাজনীতিতে এখন যে নাম নিয়ে সব থেকে বেশি জল্পনা চলছে, তিনি হলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের হেভিওয়েট মন্ত্রী, তৃণমূল কংগ্রেসের অন্যতম গুরুত্বপূর্ণ শীর্ষ নেতা। কিন্তু তার নানা আচরণ এখন এই প্রশ্ন তুলে দিচ্ছে যে, তার নামের পাশে আদৌ কি “তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা” এই শব্দটি থাকবে? তৃণমূলের ভেতরে এবং বাইরে এই নিয়ে শুরু হয়েছে তীব্র জল্পনা।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থানে এবং সেভাবে শুভেন্দু অধিকারী কোনোরকম দায়িত্ব না পাওয়ায় তার অনুগামীরা কিছুটা হলেও ক্ষুব্ধ। সোশ্যাল মিডিয়ায় বারেবারেই দাবি উঠতে দেখা গেছে, শুভেন্দু অধিকারীকে রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া হোক। আর এই পরিস্থিতিতে সামনে যখন 2021 এর বিধানসভা নির্বাচন, তখন শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যত কী হবে, তা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা শুরু হয়েছে।

অনেকে বলছেন, শুভেন্দু অধিকারী তৃণমূলে আছেন, তৃণমূলেই থাকবেন। সেদিক থেকে 2021 এর বিধানসভা নির্বাচনে তিনি যে সমস্ত জেলায় দায়িত্বে আছেন, সেই সমস্ত জেলায় যদি তিনি ভাল ফল করিয়ে দিতে পারেন, তাহলে তাকে তৃণমূল আরও বেশি গুরুত্ব দেবে। সেদিক থেকে তৃণমূলের ভালো ফলের পাশাপাশি 2021 এর বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী আরও গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব পেতে পারেন বলে আশা করছেন অনেকে।

তাই শুভেন্দুবাবু হঠাৎ করেই তৃণমূল ছাড়ার মত সিদ্ধান্ত নেবেন, একথা ভাবতে পারছেন না বিশেষজ্ঞরা। তবে অনেকেই বলছেন, যেহেতু দীর্ঘদিন ধরে দলের জন্য পরিশ্রম করে দলকে সাফল্য পাইয়ে দিয়েও সেভাবে কোনো গুরুত্বপূর্ণ পদ পাননি রাজ্যের হেভিওয়েট মন্ত্রী। তাই তিনি এবার নিজের অপমান সহ্য করতে না পেরে তৃণমূলকে জব্দ করার জন্যই বিরোধী দল ভারতীয় জনতা পার্টিতে যোগ দিতে পারেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষ সূত্র মারফত খবর, ইতিমধ্যেই বিজেপি নেতৃত্ব এবং সংঘ পরিবারের তরফে শুভেন্দু অধিকারীকে যাতে দলে আনা যায়, তার জন্য আপ্রাণ চেষ্টা চলছে। যদিও বা এই ব্যাপারে এখনও পর্যন্ত মুখ খোলেননি শুভেন্দুবাবু নিজে। কিন্তু রাজনৈতিক গতি-প্রকৃতি যেদিকে এগোচ্ছে, তাতে যদি শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন, তাহলে বিজেপি অত্যন্ত লাভবান হবে। পাশাপাশি ব্যাপকভাবে চাপে পড়বে তৃণমূল কংগ্রেস।

কেননা তৃণমূলে শুভেন্দু অধিকারীর জায়গা মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই। তাই সেদিক থেকে অনেক তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারীর দেখানো পথেই পা বাড়াতে পারেন। আর একবার যদি এই ঘটনা ঘটে যায়, তাহলে 2021 এ তৃণমূলকে সরাতে শুভেন্দু অধিকারীর ক্যারিশমাই কাজে দেবে বলে আশা করছে বিজেপির একটি মহল। তবে শুভেন্দুবাবু তৃণমূলে থাকুন, আর বিজেপিতে যান, এই দুটি বিষয়কে খুব একটা ভালো চোখে নিচ্ছে না তার অনুগামীরা।

তাদের দাবি, শুভেন্দু অধিকারী রাজ্যের হেভিওয়েট মুখ। তিনি রাজনৈতিক গতি-প্রকৃতিতে ঘুরিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখেন। তাই একদিকে তৃণমূল এবং অন্যদিকে বিজেপি এই দুই দলকে শায়েস্তা করতে তিনি নতুন কোনো রাজনৈতিক দল গঠন করতে পারেন। আর 2021 এ শুভেন্দু অধিকারীর হাত ধরে তৈরি সেই রাজনৈতিক দল বাম এবং কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে তৃণমূল এবং বিজেপি দুই দলকেই কাবু করবে বলে মনে করা হচ্ছে।

শুভেন্দুবাবুর অনুগামীদের যুক্তি, লোকসভা নির্বাচনের পরবর্তী সময়কালে তৃণমূলের অনেক হেভিওয়েট নেতা, জনপ্রতিনিধি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন। কিন্তু তাদের সেভাবে কাজে লাগাতে পারেনি গেরুয়া শিবির। এমনকি বিজেপিতে যোগ দিয়েও অনেকে সঠিক জায়গা পাচ্ছেন না। তাই সেদিক থেকে শুভেন্দু অধিকারীর মত গ্রহণযোগ্য মুখ যদি বিজেপিতে গিয়েও ঠিকমত রাজনীতি করতে না পারেন, তাহলে তার চরম অসুবিধে হবে।

তাই সেই কথাটি মাথায় রেখেই পূর্ব মেদিনীপুরের অধিকারী গড়ের সম্রাট শুভেন্দু অধিকারীর বিকল্প রাজনৈতিক ভাবনার কথা ভাবা উচিত বলে মনে করছেন তার অনুগামীরা। তবে শেষ পর্যন্ত এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন শুভেন্দু অধিকারী নিজেই। তাই তিনি তার রাজনৈতিক ভবিষ্যত সম্পর্কে কি ভেবে রেখেছেন, তা নিয়ে জল্পনা অব্যাহত রাজনৈতিক মহলে। কিন্তু তিন জল্পনার উপর ভিত্তি করে শুভেন্দুবাবু তৃণমূল, বিজেপি নাকি বিকল্প কোনো রাজনৈতিক মঞ্চের বিষয়টি বেছে নেন, এখন সেদিকেই নজর থাকবে বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!