এখন পড়ছেন
হোম > রাজ্য > মেদিনীপুর > বড় ধাক্কা নিজের খাসতালুকেই! এবার তৃণমূল নেতাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিলেন শুভেন্দু অধিকারী

বড় ধাক্কা নিজের খাসতালুকেই! এবার তৃণমূল নেতাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিলেন শুভেন্দু অধিকারী


 

ভালো কাজ না করলে যে তিনি রেয়াত করবেন না, তা ফের আরও একবার প্রশ্ন করে দিলেন তৃণমূলের হেভিওয়েট নেতা তথা রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, একাধিক জেলার পর্যবেক্ষক হিসেবে যেখানেই তিনি দায়িত্ব পেয়েছেন, সেখানেই দলকে সাফল্যের মুখ দেখাতে সক্ষম হয়েছেন। তবে অন্য জেলাতে শুভেন্দুবাবু সাফল্যের সঙ্গে স্বীকৃতি পেলেও গত লোকসভা নির্বাচনে নিজের গড় নন্দীগ্রামের কিছু বুথে বিজেপির কাছে পিছু হটতে হয়েছে তৃণমূল কংগ্রেসকে।

এমত পরিস্থিতিতে দক্ষ সংগঠক শুভেন্দু অধিকারী উপলব্ধি করেছেন যে, নিজের গড় ঠিক না রাখলে দলে তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে পারে। ফলে অন্যান্য জেলায় দলকে সাফল্য পাইয়ে দিলেও, এবার নিজের গড় নন্দীগ্রামে ভোটের দায়িত্বে থাকা নেতাকর্মীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিলেন তিনি। সূত্রের খবর, গত লোকসভা ভোটে নন্দীগ্রাম বিধানসভায় যে 23 টি বুথে তৃণমূলের থেকে বিজেপি এগিয়েছিল, সেই বুথের বুথ সভাপতি পরিবর্তন করার নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী।

জানা যায়, রবিবার নন্দীগ্রাম 1 ব্লকের নির্বাচিত প্রতিনিধি এবং স্থানীয় নেতাদের নিয়ে তৃণমূলের পক্ষ থেকে একটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। আর সেখানেই এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে দেখা যায় নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। প্রসঙ্গত, 284 টি বুথ বিশিষ্ট নন্দীগ্রাম বিধানসভায় নন্দীগ্রাম 1 ব্লকে 178 টি এবং নন্দীগ্রাম 2 ব্লকে 106 টি বুথ রয়েছে।

বিগত লোকসভা নির্বাচনে এই নন্দীগ্রাম 1 এর ভেকুটিয়া, সামসাবাদ, নন্দীগ্রাম, গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এবং নন্দীগ্রাম 2 ব্লকের মধ্যে বয়াল 1, আমদাবাদ ও বিরুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির কাছে হেরে যায় তৃণমূল কংগ্রেস। আর রাজ্যের হেভিওয়েট মন্ত্রী তথা অন্যান্য জেলায় তৃণমূলকে সাফল্যের মুখ দেখানো শুভেন্দু অধিকারীরর নিজের গড়ে লোকসভা নির্বাচনে এই 23 টির মত বুথে বিজেপি এগিয়ে থাকায় কিছুটা হলেও আতংকিত হতে দেখা যায় ঘাসফুল শিবিরকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ফলে এমন পরিস্থিতিতে লোকসভায় সাফল্য পাইয়ে দিতে অক্ষম থাকা এই বুথের সভাপতিদের সরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। এদিন নন্দীগ্রাম 1 এর ব্লক সভাপতি মেঘনাদ পালকে নতুন সভাপতি বাছাই করার নির্দেশ দিয়েছেন রাজ্যের এই হেভিওয়েট মন্ত্রী। তবে নতুন যারা সভাপতি হবেন, তাদের পারফরম্যান্সও তিনি যে যাচাই করবেন, তাও এদিনের বৈঠকে স্পষ্ট করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। ছয় মাসের মত সময় দিয়ে নতুন সভাপতিদের কাজকর্ম দেখা হবে বলে জানা গেছে তৃণমূল সূত্রে।

বিশেষজ্ঞরা বলছেন, রাজনীতিবিদদের আগে নিজের গড় ঠিক করে রাখতে হয়। অন্য গড়ে গিয়ে যদি সেই রাজনীতিবিদ নেতৃত্ব দিতে চান, তাহলে তার নেতৃত্ব নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন‌। অনেকেই বলেন “যে নিজের ঘর সামলাতে পারে না, সে অন্য জায়গায় এসে কি করবে!” ফলে সেদিক থেকে যাতে সমালোচকরা তাকে কেন্দ্র করে এই রূপ প্রশ্ন তুলতে না পারে, তার জন্য লোকসভায় যে 23 টি বুথে হেরে গিয়েছিল তৃণমূল কংগ্রেস, নন্দীগ্রামের সেই 23 টি বুথে নতুন সভাপতি নিয়োগের কথা জানিয়ে দিয়ে সংগঠনকে পাকাপোক্ত করার চেষ্টা করলেন শুভেন্দু অধিকারী। ফলে দক্ষ সংগঠক এবং রাজ্যের হেভিওয়েট মন্ত্রী শুভেন্দু অধিকারি দলকে শক্তিশালী করার চেষ্টা করে সভাপতি পরিবর্তনের কথা জানালেও, তৃণমূল এখানে কতটা শক্তিশালী হয়! সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!