এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > শুভেন্দু অধিকারীর জীবন সংশয় রয়েছে দাবি মুকুলের

শুভেন্দু অধিকারীর জীবন সংশয় রয়েছে দাবি মুকুলের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে। কিন্তু সেই শুভেন্দু অধিকারী কি করবেন, তা এখনও স্পষ্ট নয়। তবে যেভাবে তৃণমূলের সঙ্গে তার দূরত্ব বাড়তে শুরু করেছে, তাতে তিনি খুব তাড়াতাড়ি দলবদল করবেন বলে দাবি করছেন একাংশ। কিছুদিন আগেই শুভেন্দু অধিকারীর জীবন সংশয়ের ব্যাপারে আশঙ্কা প্রকাশ করেছিলেন তাঁর ঘনিষ্ঠ কনিস্ক পন্ডা।আর এবার সেই শুভেন্দু অধিকারীর জীবন নিয়ে সংশয় প্রকাশ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়।

স্বাভাবিকভাবেই এতদিন শুভেন্দু অধিকারী সম্পর্কে মুকুলবাবু কোনো কথা না বললেও হঠাৎ করে তার মুখ থেকে এই ধরনের মন্তব্য আসায় নতুন করে জল্পনা তৈরি হয়েছে। সূত্রের খবর, এদিন এই প্রসঙ্গে মুকুল রায় বলেন, “এটা ঠিক যে শুভেন্দু অধিকারীর জীবন সংশয় রয়েছে। কেন্দ্রের কাছে কারো জীবন সংশয় রয়েছে বা নিরাপত্তা সংক্রান্ত এরকম কোনো ইন্টেলিজেন্স ব্যুরো কোন রিপোর্ট থাকে, তাহলে তাদের নিরাপত্তা দেওয়ার নৈতিক দায়িত্ব রয়েছে ভারত সরকারের।”

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্রের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীকে নিরাপত্তা প্রদান করা হতে পারে বলে খবর পাওয়া গিয়েছিল। আর তারপর থেকেই তিনি বিজেপির অত্যন্ত ঘনিষ্ঠ হয়েছেন বলে দাবি করেছিল একাংশ। আর সেই শুভেন্দু অধিকারীর প্রাণ সংশয় হতে পারে বলে বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেল বিজেপির চাণক্য মুকুল রায়কে। যার ফলে রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে এদিন জিতেন্দ্র তিওয়ারিকে নিয়েও মন্তব্য করেন মুকুল রায়। তিনি বলেন, “যাকে জিঞ্জেস করুন তারা সকলেই একই কথা বলবে।” রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনা দিনকে দিন বাড়তে শুরু করেছে। তার মধ্যেই তৃণমূলে ভাঙ্গনের আশঙ্কা করা হচ্ছে। আর এবার সেই শুভেন্দু অধিকারীর জীবন সংশয়ের কথা তুলে ধরে মুকুল রায় কার্যত তৃণমূল নেতৃত্বকে আরও চাপে ফেলে দিলেন বলেই মনে করছেন একাংশ।

নিজের বক্তব্যের মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দিতে চাইলেন যে, শুভেন্দু অধিকারীর জীবন নিরাপদ নয়। স্বাভাবিকভাবেই এই প্রথম শুভেন্দু অধিকারীকে নিয়ে মুখ খুলে মুকুল রায় রাজ্য রাজনীতিতে জল্পনাকে দীর্ঘায়িত করলেন বলেই দাবি বিশেষজ্ঞদের। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!