এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দুর আলাদা ‘পথ চলা’ কি শুরু হয়ে গেল? নতুন পদক্ষেপে তীব্র অস্বস্তিতে শাসকদল তৃণমূল

শুভেন্দুর আলাদা ‘পথ চলা’ কি শুরু হয়ে গেল? নতুন পদক্ষেপে তীব্র অস্বস্তিতে শাসকদল তৃণমূল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তিনি রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী। তৃণমূলের সাংগঠনিক ব্যক্তিত্ব। তবে বর্তমানে সেই মেদিনীপুরের অধিকারী গড়ের সম্রাটকে নিয়েই সব থেকে বেশি জল্পনা তৈরি হয়েছে বাংলার রাজনৈতিক মহলে। দল এবং সরকারের কোনো কর্মসূচিতে না গিয়ে নিজের মত করে পথ চলতে দেখা যাচ্ছে তাকে। আর এবার মন্ত্রী হিসেবে নয়, “সেবক” পরিচয় দিয়ে নেতাই গ্রামের মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন শুভেন্দু অধিকারী।

আর তার এই নতুন পরিচয় নিঃসন্দেহে গুঞ্জন সৃষ্টি করছে বাংলার রাজনৈতিক মহলে। সূত্রের খবর, রবিবার লালগড়ের নেতাইয়ে সামাজিক কর্মসূচিতে আসার কথা রয়েছে শুভেন্দু অধিকারীর। যেখানে ফ্লেক্সে ছয়লাপ। তবে কোনো ফ্লেক্সেই তৃণমূলের প্রতীক বা শুভেন্দুবাবুর মন্ত্রী পরিচয় নেই। বরঞ্চ সেই জায়গায় নন্দীগ্রামের মুক্তিসূর্য, বাংলার হৃদস্পন্দন বা জনসেবকের মত নানা বিশেষণ রয়েছে।

কিন্তু কেন এত পদ থাকা সত্ত্বেও “জনসেবক” হিসেবে পরিচয় দিতে হচ্ছে শুভেন্দু অধিকারী! তাহলে কি মন্ত্রী বা তৃণমূলের নেতা হিসেবে এখন আর পরিচয় দিতে স্বচ্ছন্দ বোধ করছেন না তিনি? পরোক্ষে এই সমস্ত পরিচয়ের মধ্য দিয়ে তিনি কি দলের সঙ্গে দূরত্ব বাড়ানোর চেষ্টা করছেন? এদিন শুভেন্দু অধিকারীকে স্বাগত জানানোর জন্য তার অনুগামীরা রীতিমত প্রস্তুত হয়ে রয়েছেন। এদিন এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর অনুগামী প্রণব ঘোষ বলেন, “বহুদিন পরে দাদার পদার্পণ হচ্ছে জেলায়। উনি করোনা মুক্ত হয়েছেন। দাদার মঙ্গলকামনায় আমরা মন্দিরে মন্দিরে পুজো দিয়েছি। এবার ওনাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত হচ্ছি।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশের প্রশ্ন, এতকিছু পথ থাকা সত্ত্বেও কেন সেই সমস্ত কিছু শুভেন্দু অধিকারীর নামের পাশে ব্যবহার করা হচ্ছে না? অনেকে বলছেন, শুভেন্দু অধিকারী যেখানে যেখানে তৃণমূল বিপদে পড়েছে, সেখানে সেখানে দলকে পুনরুদ্ধার করেছেন। জয়ের মুখ দেখিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও তাকে বড় কোনো জায়গা দেওয়া হয়নি। যার ফলে তিনি দলের সঙ্গে ক্রমশ দূরত্ব বৃদ্ধি করে বার্তা দিতে চেয়েছিলেন। দলের বহু কর্মসূচি হয়েছে, কিন্তু সেখানে উপস্থিত থাকেননি তিনি। এমনকি সরকারের অনেক কর্মসূচিতেও মন্ত্রী হিসেবে তাকে অনুপস্থিত থাকতে দেখা গেছে।

স্বাভাবিকভাবেই যত দিন গিয়েছে, ততই সেই পরিবহণমন্ত্রীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। আর এমত পরিস্থিতিতে এবার কোনো তৃণমূলের প্রতীক বা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নয়, বরঞ্চ সেই শুভেন্দু অধিকারীকে স্বাগত জানানোর জন্য তার অনুগামীরা “সেবক” শব্দ ব্যবহার করে তার আলাদা পরিচয় দিতে শুরু করলেন বলে মনে করা হচ্ছে। আর এ থেকেই বিশেষজ্ঞরা বলছেন, এবার শুভেন্দু অধিকারী তার খেলা ঘুরিয়ে দিতে চাইছেন। আর তাই দলের সঙ্গে দূরত্ব বৃদ্ধি করে নিজের মত করে পথ চলতে শুরু করলেন তিনি। সবমিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!