এখন পড়ছেন
হোম > রাজ্য > শুভেন্দুর হাত ধরে হলদিয়ায় ১৫০ কোটির শিল্প তৈরি এক বছরে

শুভেন্দুর হাত ধরে হলদিয়ায় ১৫০ কোটির শিল্প তৈরি এক বছরে

শুক্রবার হলদিয়ার সতীশ সামন্ত ট্রেড সেন্টারে বনিকসভার সঙ্গে বৈঠক করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী তথা হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী।  মূলত শিল্পের বিকাশকে তরান্বিত করতে এমসিসিআই-এর উদ্যোগে এই বৈঠকের আয়োজন হয়। জানা গেলো গত অর্থবর্ষে প্রায় ১৫০ কোটি টাকার উন্নয়ন হয়েছে। প্রশাসন ২০১৮-২০১৯ অর্থবর্ষে বরাদ্দ অর্থ ৩১৪ কোটি টাকা করার লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী তথা হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী, পুলিশসুপার ভি সলেমন নেশাকুমার, এমসিসিআই এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বিশাল ঝাঁজরিয়া, এইচডিসি-র ডেপুটি চেয়ারম্যান জি সেন্থিলেভল-সহ অন্যরা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

বৈঠকে নিজের ভাষণে শুভেন্দু বাবু বললেন ,  ”আমরা হলদিয়ায় একটি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট গড়ে তুলেছি। আগামীদিনে তা আরও বাড়বে। গত অর্থবর্ষে আমরা ১৫০ কোটি টাকার উন্নয়ন করেছি। তবে ২০১৮-১৯ অর্থবর্ষে আমাদের টার্গেট ৩১৪ কোটি টাকা। আমরা এই কাজের জন্য মার্চের জন্য অপেক্ষা করব না। ৩১ ডিসেম্বরের মধ্যে আমাদের সব কাজ শেষ করে দেব। রাস্তা সংস্কার, এলাকা সৌন্দর্যায়ন, সেচ, ওয়াচ টাওয়ার, যাত্রী প্রতীক্ষালয় থেকে শুরু করে সাধারণ মানুষের জন্য নানাবিধ উন্নয়ন।ইতিমধ্যেই বেশ কিছু শিল্পসংস্থা তাদের জন্য জমির আবেদন করেছে। নিয়ম মেনেই সেই প্রক্রিয়া শুরু হয়েছে। হলদিয়াকে আরও সুন্দরভাবে সাজিয়ে তুলতে সবরকম ব্যবস্থা নেবে পর্ষদ।”

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!