এখন পড়ছেন
হোম > রাজ্য > শুভেন্দু-গড়ে রহস্যজনকভাবে রোগী নিখোঁজের ঘটনায় তীব্র চাঞ্চল্য

শুভেন্দু-গড়ে রহস্যজনকভাবে রোগী নিখোঁজের ঘটনায় তীব্র চাঞ্চল্য

পূর্ব মেদিনীপুরের তমলুকে একটি নার্সিংহোম থেকে রোগী নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। জানা গেছে বুধবার রাতে নন্দীগ্রাম থানার গড়চক্রবেরিয়া গ্রামের গৃহবধূ পূর্নিমা বেরা(২২) পারিবারিক অশান্তির জেরে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাঁর পরিবারের লোকেরা এদিন তাঁকে চিকিৎসার প্রয়োজনে তমলুকের নাইটইঙ্গল নার্সিংহোমে ভর্তি করে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

পরদিন বৃহস্পতিবার সকালে পূর্ণিমা দেবীর পরিবারের লোকেরা নার্সিংহোমে গিয়ে তাঁর কোনো খোঁজ না পাওয়ায় নার্সিংহোমের সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন। সূত্রের খবর অনুযায়ী রাতেই পূর্ণিমা দেবীর পাকস্থলী থেকে কীটনাশক বের করার জন্য ওয়াশ করা হয়। এরপরে তাঁকে আইসিইউতে রাখা হয়েছিল। তবে নার্সিংহোমের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, অসুস্থ ঐ মহিলা রাতে নার্সিংহোমে ঘোরা-ফেরা করছেন। এদিনের ঘটনার কথা জানিয়ে নিখোঁজ পূর্ণিমা দেবীর পরিবারের মানুষজন তমলুক থানায় অভিযোগ দায়ের করেছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!