এখন পড়ছেন
হোম > রাজ্য > পশ্চিমবঙ্গের মাটিতে বিভাজন চলবে না স্পষ্ট জানালেন শুভেন্দু

পশ্চিমবঙ্গের মাটিতে বিভাজন চলবে না স্পষ্ট জানালেন শুভেন্দু


রবিবার মহিষাদল ব্লক ও নন্দকুমার ব্লকের যৌথ উদ্যোগে মহিষাদলের নামালক্ষ্যা বাজারে ইদ উপলক্ষ্যে মুসলিম সম্প্রদায়ের মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়ার জন্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহণ ও পরিবেশ মন্ত্রী শুভেন্দু অধিকারী, নন্দকুমারের বিধায়ক সুকুমার দে, মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলী দাস, সহ সভাপতি তিলক চক্রবর্তী, নন্দকুমার পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার বেরা সহ অন্যান্যরা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

দুটি ব্লকের প্রায় তিন হাজার মুসলিম সম্প্রদায়ের মানুষের হাতে উৎসবের প্রীতি উপহার স্বরূপ বস্ত্র তুলে দিলেন রাজ্যের মন্ত্রী। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে মন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত সকল সাধারণ মানুষের উদ্দেশ্যে বললেন, “ইদের সময় আপনারা নিশ্চিতভাবে পবিত্র নামাজ নিজের পরিবারের, সমাজের, বাংলার, ভারতবর্ষের ও পৃথিবীর জন্য প্রার্থনা করবেন। আর উপরবালার কাছে আপনারা যখন মোলাজত করবেন সেই সময় প্রার্থনা করবেন মালদহর কালিয়াচকের আফ্রাজুল বা জম্বু কাশ্মীরের কাঠুয়ার আসিফার মত ঘটনা যেন না ঘটে। ” শুধু তাই নয় তৃণমূল কংগ্রেসের শীর্ষ সারির এই নেতা এদিন বললেন, “পশ্চিমবঙ্গ যেখানে রবীন্দ্র নজরুলের মাটি, যেখানে রামকৃষ্ণ, বিবেকানন্দের মত মানুষ জন্মগ্রহন করেছেন আর সেই মাটিকে আমরা কখনই হিন্দু – মুসলমান, শিখ, খ্রিষ্টান, জৈনের বিভাজন করতে দেবনা।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!