এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > শুভেন্দু অনুগামীদের নিয়ে বড় নির্দেশ বিজেপির, বাড়ছে জল্পনা!

শুভেন্দু অনুগামীদের নিয়ে বড় নির্দেশ বিজেপির, বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি মেদিনীপুরে অমিত শাহের সভা থেকে তৃণমূল কংগ্রেস ত্যাগ করে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। আর তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার দিনেই শাসক দলের একাধিক বিধায়ক সহ একজন সাংসদ গেরুয়া শিবিরের নাম লিখিয়েছিলেন। এমনকি রাজ্যের বিভিন্ন জেলা থেকে তৃণমূল কংগ্রেসের অনেক নেতা সেই শুভেন্দু অধিকারীর সাথে মেদিনীপুরের সভা থেকে পদ্ম শিবিরের পতাকার নিজেদের হাতে তুলে নিয়েছিলেন।

তবে শুভেন্দু অধিকারীর সাথে যারা বিজেপিতে যোগ দিয়েছেন, তারা একসময় বিভিন্ন জেলায় তৃণমূলের পক্ষ থেকে বিজেপি নেতাদের আক্রমণ করেছে বলে অভিযোগ রয়েছে। স্বাভাবিকভাবেই এই সমস্ত নেতাদের সঙ্গে বিজেপির নেতারা কিভাবে নিজেদের কাজ চালাবেন, তা নিয়ে ব্যাপক সংশয় তৈরি হয়েছিল গেরুয়া শিবিরের অন্দরমহলে।

এমনকি নতুন যারা দলে যোগ দিচ্ছে, তাদের যদি সঠিকভাবে কাজ করতে দেওয়া না হয়, তাহলে বিজেপিতে পুরনো বনাম নতুনের দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করতে পারে বলেও আশঙ্কা করেছিলেন একাংশ। আর এই পরিস্থিতিতে সকলকে নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন বিজেপির সর্বভারতীয় চাণক্য তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর এবার শুভেন্দু অধিকারীর সাথে বিজেপিতে যোগ দেওয়া তার অনুগামীরা কে, কোথায়, কিভাবে কাজ করবেন, তা ঠিক করতে বৈঠকে বসতে চলেছে রাজ্য বিজেপি।

সূত্রের খবর, সোমবার রাজারহাটের একটি হোটেলে রাজ্য বিজেপির পক্ষ থেকে একটি বৈঠকের আয়োজন করা হয়েছে। যেখানে শুভেন্দু অধিকারীর সঙ্গে দলে আসা একাধিক বিধায়ক এবং সাংসদ কি কি কাজ করবেন, তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা যাচ্ছে। জানা গেছে, বিজেপির যুব মোর্চা, সংখ্যালঘু মোর্চা, তপশিলি মোর্চা এবং মহিলা মোর্চার মত শাখা সংগঠনে শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপিতে যোগ দেওয়া নেতা-নেত্রীদের গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া হতে পারে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার অনেকে বিজেপির জেলা কমিটিতে জায়গা পেতে পারেন। পাশাপাশি এই সমস্ত নেতা, নেত্রীরা যারা নতুন বিজেপিতে যোগ দিয়েছেন, তাদের অনেককে বিজেপির রাজ্য কমিটিতেও গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। এদিন এই প্রসঙ্গে রাজ্য বিজেপির এক নেতা বলেন, “নবাগতদের রাজনৈতিক ওজন এবং জনপ্রিয়তা দেখেই দায়িত্ব ঠিক করা হবে।”

বিশ্লেষকরা বলছেন, বিজেপি এখন কোনোমতেই চাইছে না, দলবদলকারী নেতাদের হতাশ করতে। কেননা সামনে নির্বাচন। তৃণমূলের ঘর ভাঙতে হলে এই সমস্ত নেতাদের ভালো করে কাজে লাগাতে হবে। তাই দলে একদিকে গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ করা এবং অন্যদিকে দলবদলকারী নেতাদের গুরুত্বপূর্ণ জায়গা দিয়ে সকলের মন খুশি রাখতে চাইছে গেরুয়া শিবির।

যার ফলস্বরুপ শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপিতে যোগ দেওয়া বিভিন্ন জেলার তৃণমূল সহ অন্যান্য দলের নেতা-নেত্রীদের গুরুত্বপূর্ণ জায়গা দিতে চাইছে ভারতীয় জনতা পার্টি বলে দাবি একাংশের। স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারীর অনুগামীদের জায়গা দেওয়া নিয়ে এবার বিজেপির পক্ষ থেকে যে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে তার ফল কি হয়, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!