এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দু বিধায়ক পদ থেকে ইস্তফাপত্র জমা দিতে না দিতেই সহায়তা কেন্দ্রে উড়ল বিজেপির পতাকা, জল্পনা তুঙ্গে!

শুভেন্দু বিধায়ক পদ থেকে ইস্তফাপত্র জমা দিতে না দিতেই সহায়তা কেন্দ্রে উড়ল বিজেপির পতাকা, জল্পনা তুঙ্গে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –মন্ত্রী পদ ছেড়ে দেওয়ার পর বিধানসভায় গিয়ে বিধায়ক পদ থেকে ইস্তফা পত্র জমা দিয়েছেন তিনি। কিন্তু এখনও পর্যন্ত তিনি তৃণমূল কংগ্রেসেই আছেন। কিছুদিন আগে অফিস বদল করেছেন শুভেন্দু অধিকারী। তবে গতি-প্রকৃতি যেদিকে এগিয়ে যাচ্ছে, তাতে রাজনৈতিক মহলের একাংশের নিশ্চিত, খুব দ্রুত দল পরিবর্তন করতে পারেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা। কিন্তু এখনও পর্যন্ত এই ব্যাপারে মুখ খুলতে দেখা যায়নি তাকে।

তবে শুভেন্দু অধিকারী বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার দিনেই কাঁথি এবং খেজুরিতে তার সহায়তা কেন্দ্রে বিজেপির পতাকা উড়তে দেখা গেল। যার ফলে জল্পনা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। তাহলে কি নিজের সহায়তা কেন্দ্রে বিজেপির পতাকা উড়িয়ে শুভেন্দু অধিকারী নিজের দল তৃণমূল কংগ্রেসকে বার্তা দিতে চাইলেন? এতদিন ধরে যে জল্পনা তৈরি হয়েছিল, সত্যিই কি তাতে সীলমোহর দিয়ে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিতে চলেছেন! নানা মহলে এখন এই প্রশ্ন তীব্র আকার ধারণ করেছে।

জানা যায়, বুধবার কাঁথির রসুলপুর বাজার এবং খেজুরির হেড়িয়ার কাছে শুভেন্দু অধিকারীর সহায়তা কেন্দ্রে বিজেপির পতাকা উড়তে দেখা গেছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় নানা মহলে জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে। একাংশ বলছেন, এটাতেই কার্যত পরিষ্কার হয়ে যাচ্ছে যে, শুভেন্দু অধিকারী ভবিষ্যতে কোন পথ অবলম্বন করতে পারেন। তাহলে কি সত্যি সত্যিই বিজেপিতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী?

এদিন এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ কনিষ্ক পান্ডা বলেন, “শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব ছেড়েছেন। এবার বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন। তিনি যে পদের জন্য মুখিয়ে নেই, তা তার পদক্ষেপ থেকেই স্পষ্ট। শুভেন্দুবাবুর সহায়তা কেন্দ্রে কয়েকজন অতিউৎসাহী অনুগামী বিজেপির পতাকা লাগিয়েছেন। শুভেন্দু অধিকারী বিজেপিতে গেলেও মানুষের সমর্থন তার সঙ্গেই থাকবে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু বিধায়ক দাদার সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছেন। উত্তরবঙ্গের পাহাড়ের প্রথম সারির নেতা দাদার সঙ্গে হাত মেলাতে প্রস্তুত।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ কনিষ্কবাবুর কথাতেও শুভেন্দু অধিকারী রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা স্পষ্ট। বিজেপিতে গেলেও শুভেন্দুবাবুর সমর্থন অটুট থাকবে বলে কনিষ্কবাবু যে বড়সড় ইঙ্গিত দিলেন, তা বলার অপেক্ষা রাখে না।এদিকে শুভেন্দুবাবুর সহায়তা কেন্দ্রে বিজেপির পতাকা ওড়া নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল কংগ্রেস। এদিন এই প্রসঙ্গে কাঁথির যুব তৃণমূল নেতা সুপ্রকাশ গিরি বলেন, “কিছুদিন ধরেই দাদার অনুগামীরা অফিসগুলোতে গেরুয়া রং করা হচ্ছিল। তা দেখেই মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছে, দাদা কোন দিকে যাচ্ছেন। এখন তার ঘোষণার আগেই তার অনুগামীরা পার্টি অফিস গুলোতে বিজেপির পতাকা লাগাচ্ছেন। এর অর্থ কি, সেটা সবাই বুঝতে পারছে।”

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, হয় শুভেন্দু অধিকারী নতুন দল গঠন করবেন, তা না হলে তিনি বিজেপিতে যোগ দেবেন, এই দুয়ের মধ্যে একটা কার্যত নিশ্চিত। কিন্তু কি করবেন তিনি, তা এখনও জল্পনার পর্যায়ে রয়েছে। কেননা বিধায়ক পদে ইস্তফা পত্র জমা দিলেও শুভেন্দু অধিকারী এখনও তৃণমূল কংগ্রেস ছাড়েননি।

স্বাভাবিক ভাবেই তার দলত্যাগ করার আগেই যেভাবে তার সহায়তা কেন্দ্রে বিজেপির পতাকা উড়তে দেখা গেল, তাতে গুঞ্জন ক্রমশ বাড়তে শুরু করেছে। তাহলে কি খুব তাড়াতাড়ি দল থেকেও বেরিয়ে আসতে চলেছেন শুভেন্দু অধিকারী? সহায়তা কেন্দ্র তার অনুগামীরা বিজেপির পতাকা ওড়ানোয় তার পরবর্তী পদক্ষেপ কী গেরুয়া অভিমুখী! এখন তা নিয়েই জল্পনা রাজ্য রাজনীতিতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!