এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দুকে বিপক্ষ শিবিরে রেখেই হিসেব কষা শুরু? ৪ মহারথীকে গুরুদায়িত্ব মমতা- অভিষেকের!

শুভেন্দুকে বিপক্ষ শিবিরে রেখেই হিসেব কষা শুরু? ৪ মহারথীকে গুরুদায়িত্ব মমতা- অভিষেকের!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গোটা রাজ্য জুড়ে শুভেন্দু অধিকারীর যথেষ্ট প্রভাব রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তার জনপ্রিয়তা কার্যত প্রশ্নের অতীত। আর এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীকে নিয়ে যখন জল্পনা তীব্র থেকে তীব্রতর হতে শুরু করেছিল, ঠিক তখনই তার মান ভাঙানোর জন্য তৃণমূলের তরফে উদ্যত হয়েছিলেন সৌগত রায়। কিন্তু তা সত্ত্বেও সমস্যার সমাধান হয়নি। আর সমস্যার সমাধান যে হয়নি, তা কার্যত স্পষ্ট হয়ে গেল শুক্রবার শুভেন্দু অধিকারীর একাধিক মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার ঘটনাতেই।

স্বভাবতই শুক্রবার একের পর এক দায়িত্ব থেকে শুভেন্দু অধিকারী যখন পদত্যাগ করছেন, তারপর থেকেই তার দলত্যাগের জল্পনা আরও বৃদ্ধি পেতে শুরু করে। তবে তৃণমূলের কর্মী সমর্থক থেকে শুরু করে সকলেই দাবি করতে শুরু করেন, দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ কথা। তিনি ময়দানে নামলেই সব খেলা ঘুরে যাবে। অবশেষে ময়দানে নামতে চলেছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুভেন্দু অধিকারী দলের গুরুত্বপূর্ণ নেতা হলেও, এবার বিধানসভা নির্বাচনের আগে সেই শুভেন্দু অধিকারীকে কার্যত বিপক্ষ শিবিরে রেখেই রণকৌশল ঠিক করে দিলেন তৃণমূল নেত্রী। সূত্রের খবর, আগামী 7 ডিসেম্বর থেকে টানা জেলা সফর করার কথা রয়েছে মমতা বন্দোপাধ্যায়ের। যেখানে প্রতিটি জেলায় গিয়ে সংগঠনকে চাঙ্গা করার চেষ্টা করবেন তিনি। তবে বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীকে নিয়ে যখন গুঞ্জন ক্রমশ বাড়ছে, তখন নিজের সেনাপতি বেছে নিলেন তৃনমূল নেত্রী।

সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যায় নিজের বাড়িতে দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে জরুরি বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে আগামী দিনে দল কিভাবে পরিচালনা হবে, তাও ঠিক করে দেন তিনি। জানা গেছে, সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়ের মত দলের প্রবীণ এবং শীর্ষ নেতাদের আরও বেশি করে সংগঠনের কাজে মনোনিবেশ করার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাসকেও বেশ কিছু নির্দেশ দিয়েছেন তিনি। পর্যবেক্ষকদের একাংশ বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় দলের গুরুত্বপূর্ণ নেতাদের নিয়ে এই বৈঠক করে কার্যত বার্তা দিতে চাইলেন যে, শুভেন্দু অধিকারীকে ছাড়াও দল ভালই পরিচালনা হতে পারে। আর তাই নিজের টিম গঠন করে আগামী 7 ডিসেম্বর থেকে তিনি যে ময়দানে নামতে চলেছেন, তা এই বৈঠকের মধ্য দিয়েই পরিষ্কার হয়ে গেল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি একবার ময়দানে নেমে যান, তাহলে শুভেন্দু অধিকারী কোনো ফ্যাক্টর হবে না বলে দাবি করছেন তৃণমূলের অন্তপ্রাণ কর্মী-সমর্থকরা। জানা গেছে, দলে সক্রিয় হবার জন্য শুভেন্দু অধিকারী বেশ কিছু প্রস্তাব রেখেছিলেন। যার মধ্যে অন্যতম, তিনি অতীতে যে সমস্ত জেলার দায়িত্বে ছিলেন, সেই সমস্ত জেলার দায়িত্ব তাকে ফিরিয়ে দিতে হবে। কিন্তু শুভেন্দু অধিকারী মন্ত্রীপদ থেকে ইস্তফা দেওয়ার পর আবার সেই সমস্ত জেলার সংগঠন যাতে আরও বেশি করে সক্রিয় করা যায়, তার জন্য উদ্যত হয়েছে তৃণমূল নেতৃত্ব।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, ইতিমধ্যেই মালদহ জেলার তৃণমূলের কোর কমিটিকে জরুরী ভিত্তিতে কলকাতায় তলব করা হয়েছে। শনিবার নিজের দপ্তরে তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে রাজ্য যুব তৃনমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মূলত এই মালদহ জেলায় ব্যাপক আধিপত্য রয়েছে শুভেন্দু অধিকারীর। একসময় তিনি এই জেলার পর্যবেক্ষক ছিলেন। নিজের হাতে সমস্ত কিছু সাজিয়েছিলেন। স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারীর দলত্যাগের জল্পনা যখন তীব্র থেকে তীব্রতর হয়ে উঠতে শুরু করেছে, তখন মালদহ জেলার পরিস্থিতি বুঝতেই তৃণমূল শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে সেখানকার নেতাদের বৈঠকে ডেকে পাঠান হল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

পাশাপাশি শুভেন্দু অধিকারী যদি দলত্যাগ করেন, তাহলে তিনি যে সমস্ত জেলায় দায়িত্বে ছিলেন, সেই সমস্ত জেলার নেতাকর্মীদের মনোবল ভেঙে যায় এবং তারা যাতে দলত্যাগ করার মতো সিদ্ধান্ত না নেয়, তার জন্য এখন থেকেই ঘর গোছানোর প্রস্তুতি শুরু করে দিল তৃনমূল শীর্ষ নেতৃত্ব বলে দাবি বিশ্লেষকদের। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, শুভেন্দু অধিকারীর অনুপস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় ময়দানে নেমে কতটা ব্যাটিং করতে পারেন, সেদিকেই নজর থাকবে সকলের।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!