এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > শুভেন্দু চলে গেলেও তার অনুগামীরা তৃণমূলে! ভেতরের খবর পাচার করা হচ্ছে, গুঞ্জন চরমে

শুভেন্দু চলে গেলেও তার অনুগামীরা তৃণমূলে! ভেতরের খবর পাচার করা হচ্ছে, গুঞ্জন চরমে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ইতিমধ্যেই অমিত শাহ রাজ্যে এসে হুঁশিয়ারি দিয়ে গিয়েছেন, আগামী 2021 এর বিধানসভা নির্বাচনে বিজেপিকে 200 আসন পার করতে হবে। স্বাভাবিক ভাবেই এরপর থেকেই বিজেপি নেতা কর্মীদের আরও বেশি করে সংগঠনের শ্রীবৃদ্ধি করবার জন্য জোর লাগাতে দেখা গেছে। কিন্তু অমিত শাহ রাজ্যে এসে শুভেন্দু অধিকারীর মত তৃণমূলের শীর্ষ নেতাকে নিজেদের দলে যোগদান করালে কেন এখনও পর্যন্ত যে পরিমাণ নেতাকর্মীরা তৃণমূল কংগ্রেসের থেকে শুভেন্দু অধিকারীর পথ ধরে বিজেপিতে যাবে বলে মনে করা হয়েছিল, তারা অনেকেই তৃণমূল কংগ্রেসে রয়েছেন!

স্বাভাবিকভাবেই আশঙ্কা তৈরি হয়েছে, শুভেন্দু অধিকারীর অনেক ঘনিষ্ঠ নেতারা যারা তার হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন, তারা কেন এখনও তৃণমূল কংগ্রেসে থাকছেন? তাহলে কি দলের প্রতি আনুগত্য প্রমাণের চেষ্টা করছেন তারা! নাকি ভেতরে ভেতরে অন্য কোনো সমীকরণ তৈরি হচ্ছে! একাংশ বলছেন, শুভেন্দু অধিকারীর যারা ঘনিষ্ঠ তাদের এখন ঠিক মত বিশ্বাস করতে পারছেন না তৃণমূলের সঠিক নেতাকর্মীরা।

কেননা অনেক ক্ষেত্রেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূলের পক্ষ থেকে মিটিং মিছিল করা হলেও, সেখানে সেই সমস্ত শুভেন্দুবাবুর ঘনিষ্ঠ নেতাকর্মীদের উপস্থিত হতে দেখা যাচ্ছে না! যার ফলে তৈরি হচ্ছে জল্পনা। তাহলে কি তারা তলায় তলায় বিজেপি বা শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেছেন! সময় মত তারা ঘাসফুল শিবির ছেড়ে গেরুয়া শিবিরে নাম লেখাবেন! এখন তা নিয়ে অনেকের মধ্যেই আশঙ্কার বীজ বপন হতে শুরু করেছে। আর এই আশঙ্কা ক্রমাগত অস্থির করে তুলছে শাসক দলের শীর্ষ নেতৃত্বকে।

প্রসঙ্গত উল্লেখ্য, তৃণমূলে থাকার সময় শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমত বিভিন্ন জেলায় পর্যবেক্ষকের দায়িত্ব সামলেছেন। মুর্শিদাবাদ থেকে শুরু করে মালদা, উত্তর দিনাজপুরের মত কংগ্রেসের শক্ত ঘাঁটি দিয়ে ঘাসফুল ফোটানোর চেষ্টা করেছেন তিনি। এমনকি অনেক ক্ষেত্রেই মিলেছে সাফল্য। শুধু তাই নয়, সেই শুভেন্দু অধিকারীর হাত ধরে কংগ্রেসের অনেক হেভিওয়েট জনপ্রতিনিধি থেকে শুরু করে হেভিওয়েট নেতা ঘাসফুল শিবিরে যোগদান করেছেন। স্বাভাবিক ভাবেই শুভেন্দু অধিকারী বিজেপিতে নাম লেখানোর পর তিনি যে তার হাত ধরে তৃণমূলে যোগদানকারী সেই সমস্ত নেতাদের নিজেদের দিকে টানবেন না, তা মানতে নারাজ কেউই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই এই পরিস্থিতিতে সেই সমস্ত শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ নেতারা কেন এখন পর্যন্ত চুপচাপ রয়েছেন! এখন সেটাই ভাবতে শুরু করেছে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। অনেকে বলছেন, তলায় তলায় খেলতে শুরু করেছেন শুভেন্দু অধিকারী। তাই তিনি সেই সমস্ত নেতাকর্মীদের নিজেদের দিকে টানতে শুরু করবেন। কেননা এখন যদি এই সমস্ত নেতাকর্মীরা বিজেপিতে যোগদান করেন, তাহলে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে পুলিশে হেনস্থা করা হতে পারে। তাই সেই আশঙ্কাকে মাথায় রেখে এখন শুভেন্দু অধিকারীর তৃনমূলে থাকা অনুগামীদের নিয়েই বড় চিন্তায় তৃনমূলীরা বলেই মত বিশ্লেষকদের।

একাংশ বলতে শুরু করেছেন, শুভেন্দু অধিকারী এখন চুপচাপ রয়েছেন বলে ভবিষ্যতেও চুপচাপ থাকবেন না। তিনি তার হাত ধরে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতাকর্মীদের নিয়ে এসেছেন, তাদের সময় মত তিনি আবার বিজেপিতে নিয়ে যাবেন বলে দাবি করা হচ্ছে। আর এখন তিনি চুপচাপ থাকলেও নির্বাচনী আচরণবিধি লাগু হওয়ার সাথে সাথেই কাজ শুভেন্দু অধিকারী সুযোগ করে দেবেন বলে আশঙ্কা করছেন একাংশ।

যদিও বা তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এমনটা আর কিছুই হবে না। তৃণমূল দল চলে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই সকলে থাকবেন। তবে তৃণমূলের একাংশ এই কথা বললেও অপর অংশটি এই বিষয় নিয়ে সবথেকে বেশি চিন্তায় রয়েছেন, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!