এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দু এখনও দল ছাড়েননি! এটাই বাড়তি অক্সিজেন দিচ্ছে ঘাসফুল শিবিরকে? আশা ছাড়ছেন না খোদ মমতা?

শুভেন্দু এখনও দল ছাড়েননি! এটাই বাড়তি অক্সিজেন দিচ্ছে ঘাসফুল শিবিরকে? আশা ছাড়ছেন না খোদ মমতা?


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এমনিতেই দলের সঙ্গে তার দূরত্ব নিয়ে জল্পনা বাড়তে শুরু করেছিল। কিন্তু তার মাঝেই হঠাৎ করে শুক্রবার একের পর এক মন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে। স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের এই শীর্ষ নেতাকে নিয়ে যখন জল্পনা বাড়তে শুরু করে, তখন তার এই মন্ত্রীপদ থেকে ইস্তফা দেওয়ার ঘটনায় তিনি খুব তাড়াতাড়ি দলত্যাগ করবেন বলে দাবি করতে শুরু করেন একাংশ। কিন্তু এখনও পর্যন্ত শুভেন্দু অধিকারী দল ছাড়ার মত কোনো সিদ্ধান্ত নেননি। কি করবেন রাজ্যের পরিবহনমন্ত্রী! তা সকলেরই অজানা।

রাজনৈতিক বিশেষজ্ঞ থেকে শুরু করে পর্যবেক্ষক, সকলেই শুভেন্দু অধিকারীর আচার-আচরণের দিকে তাকিয়ে রয়েছেন। তবে তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারীর মন্ত্রীপদ থেকে ইস্তফা দেওয়ার ঘটনায় তৃনমূল চাপে থাকলেও, কিছুটা হলেও স্বস্তিতে রয়েছে। কেননা দলের এই হেভিওয়েট শীর্ষনেতা এখনও পর্যন্ত দলত্যাগ করার মত ঘোষণা করেননি।

স্বাভাবিক ভাবেই তিনি এখনও পর্যন্ত দলে রয়েছেন। তাই ভেতরে-ভেতরে তৃণমূলের সকলে চাপে থাকলেও, বাইরে তারা “এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের নেতা শুভেন্দু অধিকারী” বলে দাবি করতে শুরু করেছেন। তবে তৃণমূল কংগ্রেসের কাছে এখন একমাত্র স্বস্তির কারণ শুভেন্দু অধিকারী ঘাসফুল শিবিরেই রয়েছেন। কিন্তু তিনি যে ভবিষ্যতে অন্য কোনো শিবিরে পা বাড়াবেন না, সেই ব্যাপারে নিশ্চিত হতে পারছেন না কেউ।

জানা গেছে, এদিন শুভেন্দু অধিকারী তার মন্ত্রীপদ ছেড়ে দেওয়ার পরেই সন্ধ্যায় কালীঘাটের বাড়িতে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। আর সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় যে, শুভেন্দু অধিকারী যে সমস্ত দপ্তর ছেড়ে দিয়েছেন, তা এখন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সামলাবেন।

তবে মন্ত্রী পদ ছেড়ে দেওয়ার পর শুভেন্দু অধিকারী দলত্যাগ করবেন বলে ক্রমশ জল্পনা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু তৃণমূল নেতৃত্ব বলছেন, এখনও পর্যন্ত দলেই রয়েছেন শুভেন্দু অধিকারী। আর এটাই তৃণমূলের কাছে স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিন শুভেন্দু অধিকারীর ইস্তফা পত্র জমা দেওয়ার পর আলোচনার আশা এখনও রয়েছে বলে জানিয়ে দেন তৃণমূল সাংসদ সৌগত রায়। এতদিন সৌগতবাবু দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মত শুভেন্দু অধিকারীর মান ভাঙানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু এদিন শুভেন্দু অধিকারী মন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর আশঙ্কা ক্রমশ ঘনীভূত হতে শুরু করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে শুভেন্দু অধিকারী মন্ত্রীপদ ছাড়লেও, এখনও পর্যন্ত দল ছাড়েননি বলে দাবি করেন তৃণমূল কংগ্রেসের এক শীর্ষ নেতা। এদিন তিনি বলেন, “শুভেন্দু তো এখনও ছাড়েননি। দলের বিধায়ক রয়েছে। ফলে আলোচনার অবকাশ এখনও রয়েছে। এখন তো মুখ্যমন্ত্রীর হাতেই দপ্তরগুলো রয়েছে। শুভেন্দুর সঙ্গে মিটমাট হয়ে গেলে ওকে আবার দপ্তর ফিরিয়ে দেওয়া তো কয়েক মিনিটের ব্যাপার। তাতে কোনো অসুবিধা হবে না।” অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কাছে আশঙ্কার আরেক নাম শুভেন্দু অধিকারী হলেও, তার দল না ছাড়া বড় স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

একদা পরিবর্তনের আঁতুড়ঘর নন্দীগ্রামে আন্দোলন গড়ে তোলার পেছনে এই শুভেন্দু অধিকারীর ভূমিকা অনস্বীকার্য। ফলে সেই তিনি এখন যদি দল ছাড়েন, বিধানসভা নির্বাচনের আগে তাহলে তার পথ অনুসরণ করে তৃণমূলের ব্যাপক ভাঙ্গন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই এই পরিস্থিতিতে এখন তৃনমূর পক্ষ থেকেও আশা করা হচ্ছে যে, শুভেন্দু অধিকারী মন্ত্রী ছাড়লেও দল ছাড়বেন না। কিন্তু কি করেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা, তৃণমূলের পক্ষ থেকে তার মান ভাঙানোর চেষ্টা হলেও বরফ গলে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!