এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > শুভেন্দু গড়ে আক্রান্ত বিজেপি প্রার্থী, হুঁশিয়ারি দিলীপ ঘোষের!

শুভেন্দু গড়ে আক্রান্ত বিজেপি প্রার্থী, হুঁশিয়ারি দিলীপ ঘোষের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দ্বিতীয় দফার ভোটের আগে উত্তেজনা ক্রমশ বাড়তে শুরু করেছে। আজ মঙ্গলবার প্রচারে শেষ দিন। আর তার আগেই আক্রান্ত হলেন তমলুকের বিজেপি প্রার্থী হরেকৃষ্ণ বেরা। যেখানে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। ইতিমধ্যেই তমলুকের এই বিজেপি প্রার্থীকে আহত অবস্থায় ভর্তি করা হয়েছে জেলা হাসপাতালের আইসিইউতে।

প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার রাতে তমলুকের বিজেপি প্রার্থী হরেকৃষ্ণ বেরা থানায় একটি অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন। আর সেই সময় তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় গুরুতর ভাবে আক্রান্ত অবস্থায় সেই বিজেপি প্রার্থীকে ভর্তি করা হয় হাসপাতালে। এদিন সকালে তাকে হাসপাতালে দেখতে আসেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর সেখানেই প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে পথ অবরোধের হুঁশিয়ারি দিতে দেখা যায় তাকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন , প্রথম দফার নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে। কিন্তু দ্বিতীয় দফার নির্বাচনের আগেই উত্তপ্ত হতে শুরু করেছে পরিবেশ। কোথাও শাসক বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আবার কোথাও বা প্রার্থী আক্রান্ত হতে শুরু করেছে। আর এবার বিজেপির প্রার্থী আক্রান্ত হওয়ার জন্য যেভাবে তৃণমূলের দিকে অভিযোগের আঙুল উঠতে শুরু করেছে, তাতে ঘাসফুল শিবির কিছুটা হলেও চাপে পড়ে গিয়েছে।

ইতিমধ্যেই এই ঘটনায় ব্যাপক আন্দোলন তৈরি করার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাই দ্বিতীয় দফার নির্বাচনের আগে তমলুকের পরিবেশ যে এখন যথেষ্ট উত্তপ্ত, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!