এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দু-গড়ে বড়সড় কামাল ঘাসফুল শিবিরের! গেরুয়া শিবিরে লাগল বড়সড় ভাঙ্গন

শুভেন্দু-গড়ে বড়সড় কামাল ঘাসফুল শিবিরের! গেরুয়া শিবিরে লাগল বড়সড় ভাঙ্গন


2019 এর লোকসভা নির্বাচনের পর থেকেই দেখা যাচ্ছিল, বিভিন্ন দল থেকে নেতাকর্মীরা বিজেপিতে যোগদান করে চলেছেন। সম্প্রতি 2021 এর বিধানসভা নির্বাচনের লক্ষ্যে সংগঠনকে আরো মজবুত করে তুলতে রাজ্য বিজেপি দলে বেশ কিছু পরিবর্তন হয়। এবং বিজেপির রাজ্য সংগঠনে বেশ কিছু নতুন মুখ দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে আসেন। যেমন সৌমিত্র খাঁ, লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিং প্রমুখরা। এরমধ্যে সৌমিত্র খাঁ বিজেপি যুবদলের সভাপতি নির্বাচিত হয়ে দলে প্রচুর নতুন মুখ নিয়ে আসেন বলে জানা যায়।

তবে ঠিক এই সময় বিজেপিকে দুশ্চিন্তায় ফেলে অন্য একটি খবর উঠে এলো মেদিনীপুরে। শোনা যাচ্ছে, মঙ্গলবার গড়বেতা তিন ব্লকে বিজেপি থেকে বেশ কয়েকজন দলবদল করে তৃণমূলে যোগ দিলেন। জানা যাচ্ছে, মেদিনীপুর ফেডারেশনে হলে এই দলবদল হয়। এবং তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি দলবদলকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন। তৃণমূল সূত্রের খবর, গত কয়েক দিনে শালবনী, খড়গপুর গ্রামীণ, গড়বেতা 1 ও 2, পিংলা, কেশিয়াড়ি সহ অন্যান্য বিভিন্ন ব্লক থেকে বিজেপি কর্মীরা ঘাসফুল শিবিরে যোগ দিচ্ছেন।

অজিত বাবু দাবি করেন, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের সূত্রে অনুপ্রাণিত হয়ে তাঁরা বিজেপি থেকে তৃণমূলে আসছেন। জানা গেছে, এদিন গড়বেতা তিন ব্লকের থেকে প্রায় 30 জন বিজেপি নেতাকর্মীরা ঘাসফুল শিবিরে যোগদান করেছেন। অন্যদিকে এই প্রসঙ্গে বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলার সহ-সভাপতি মদন রুইদাস জানিয়েছেন, বিজেপি থেকে তৃণমূলে যোগদান করার যে খবর বাইরে শোনা যাচ্ছে তা পুরোপুরি ভ্রান্ত। কারণ গড়বেতা তিন ব্লক থেকে বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়ার কোনো খবর এখনো পর্যন্ত জেলার সহ-সভাপতির কাছে এসে পৌঁছায়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদিও তিনি বলেন, যারা বিজেপি দল ছেড়ে গেছেন তারা আগে থেকে তৃণমূলেরই ছিলেন। 2019 এর লোকসভা নির্বাচনের পর তাঁরা বিজেপির ঘরে এসেছিলেন। বিজেপি দলে কোন সুবিধা না পেয়ে তাঁরা আবার তৃণমূলে ফিরে গেলেন। তবে বিশেষজ্ঞদের মতে, রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী গড় বলে পরিচিত মেদিনীপুর জেলা। বরাবরই সেখানে ঘাসফুল শিবিরের আধিক্য। ইদানিং অবশ্য বিজেপি শিবির সেখানে মাথাচাড়া দিয়ে উঠছিল।

তবে যেভাবে আবার বিজেপি থেকে তৃণমূল শিবিরে দল বদল হওয়ার কথা শোনা যাচ্ছে, তাতে কিন্তু আগামী দিনে বিজেপির আকাশে কালো মেঘের ছায়া পড়তে চলেছে বলে মনে করা হচ্ছে। তাই বিজেপি শিবিরের এই মুহূর্তে মেদিনীপুরের সংগঠনকে আরো শক্তিশালী করে তোলা উচিত বলে মত রাজনৈতিক মহলের অনেকেরই। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মত, 2021 এর বিধানসভা নির্বাচনের এরম অনেক ছোট খাটো দলবদল সব দলেই হবে। এটাই খুব স্বাভাবিক। তবে বড় কোনো হেভিওয়েট নেতার দল ছেড়ে যাওয়া দুর্ভাবনার ইঙ্গিত দেবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!