শুভেন্দু-গড়ে হঠাৎ করেই তরতাজা CPIM! তৃণমূলের উদাসীনতা না আরও বড় রাজনৈতিক চাল? বাড়ছে জল্পনা কলকাতা মেদিনীপুর রাজ্য July 6, 2020 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –আট থেকে আশি পশ্চিমবাংলার সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাস যদি কেউ ঘেটে দেখেন, তাহলে প্রত্যেকের কাছেই পরিষ্কার হয়ে যাবে, তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছিল বাম বিরোধিতার মধ্যে দিয়ে। এক্ষেত্রে দীর্ঘ 34 বছরের বাম শাসন যখন কার্যত মধ্যগগনে, ঠিক তখন সিঙ্গুর-নন্দীগ্রাম মমতা বন্দ্যোপাধ্যায়কে বাড়তি অক্সিজেন যুগিয়েছিল। নন্দীগ্রামের জমি আন্দোলন এবং সেখানে সিপিএমের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রাম রাজ্যে বামেদের সূর্যাস্ত দেখিয়েছিল। নন্দীগ্রামের এই জমি আন্দোলন থেকেই কার্যত মাথা তুলে দাঁড়াতে শুরু করেন অধিকারী পরিবারের অন্যতম সদস্য শুভেন্দু অধিকারী। বর্তমানে তিনি রাজ্যের গুরুত্বপূর্ণ হেভিওয়েট মন্ত্রী। দক্ষ সংগঠকও বটে। কোনো জায়গায় দল বিপাকে পড়লেই শুভেন্দু অধিকারীকে দূত হিসেবে পাঠিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার উপর দায়িত্ব পড়ে সেই জেলা পুনরুদ্ধারের জন্য। এমনকি অনেক কঠিন পরিস্থিতিতে দলকে সাফল্যের মুখ দেখানোর জন্য শুভেন্দু অধিকারী যে পরিশ্রম করেছেন, তা সত্যিই প্রশংসনীয় হয়েছে দলের অন্দরমহলে। কিন্তু যে শুভেন্দু অধিকারী জল, বায়ুর গন্ধ না জেনে অন্যান্য জেলাতে ঘাসফুল ফোটাতে সিদ্ধহস্ত, এবার তার জেলাতেই যেভাবে সিপিএমের উত্থান ঘটছে, তাতে রীতিমত জল্পনা তৈরি হয়েছে বঙ্গ রাজনীতিতে। নন্দীগ্রামে গন আন্দোলনের পর পূর্ব মেদিনীপুর জেলায় একচ্ছত্র রাজ শুরু করেছে তৃণমূল কংগ্রেস। তাদেরকে সরানোর মতো ক্ষমতা এখন আর কারোর নেই। এদিকে 2011 সালে রাজ্যের ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পর সারা রাজ্যে যতটা পিছিয়ে পড়েছে বামেরা, তার থেকে অনেক বেশি অপ্রাসঙ্গিক হয়ে গেছে তারা পূর্ব মেদিনীপুর জেলায়। একের পর এক পার্টি অফিস বন্ধ হয়ে গেছে তাদের। কর্মী সমর্থক প্রায় নেই বললেই চলে। কিন্তু হঠাৎ করেই এখন সিপিএমের পক্ষ থেকে পুরনো পার্টি অফিস খোলার উদ্যোগ নিতে দেখা গেল। আর তাতেই রাজনৈতিক মহলে নানা গুঞ্জন তৈরি হয়েছে। যেখানে অধিকারী পরিবারের মত সাম্রাজ্য এখনও মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে, যেখানে সারা রাজ্যজুড়ে তৃণমূলের সংগঠনকে দাঁড় করাতে শুভেন্দু অধিকারীর ভূমিকা অনস্বীকার্য, সেখানে তার জেলাতেই সিপিএমের এই উত্থান কেন? কেন নিজের জেলাতে বামেদের উত্থানের পরেও কার্যত নীরবে রয়েছেন শুভেন্দু অধিকারী? অনেকেই এই ব্যাপারে নানা দাবি করতে শুরু করেছেন। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - একাংশের মতে, শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসকে শুধু দিয়ে গিয়েছেন। বিনিময়ে তিনি কিছু পাননি। তাই বর্তমান পরিস্থিতিতে নিজের জেলায় সিপিএমের উত্থান ঘটলেও, সেভাবে বামেদের দমাতে শুভেন্দু অধিকারী কিছু করছেন না। কারণ তিনি দলকে বার্তা দিতে চাইছেন যে, তিনি যদি শক্ত হাতে হাল না ধরেন, তাহলে এখানে সিপিএমের উত্থান ঘটবে। তাই দল যাতে তার দিকে কিছুটা হলেও খেয়াল করে। অন্যদিকে অপর অংশ আবার বলছে, এর পেছনে অন্য রাজনৈতিক সমীকরণ রয়েছে। বর্তমানে বিজেপির উত্থান ব্যাপকভাবে ঘটতে শুরু করেছে গোটা রাজ্যে। পূর্ব মেদিনীপুরেও পদ্মফুল ফোটাতে মরিয়া দিলীপ ঘোষ। তবে আশ্চর্যজনকভাবে গত লোকসভা নির্বাচনে বামেদের ভোট বিজেপির দিকে যাওয়াতেই রাজ্যে 18 টি আসন দখল করেছে ভারতীয় জনতা পার্টি। তাই এই পরিস্থিতিতে বামেরা যদি অপ্রাসঙ্গিক হয়ে যায়, তাহলে বিধানসভা নির্বাচনে বিজেপির ভোট নিজেদের দখলে নিয়ে তৃণমূলকে অস্বস্তিতে ফেলে দেবে। তাই বামেদের ভোট বামেদের দিকেই রাখতে এখন পূর্ব মেদিনীপুরের মত শক্ত ঘাঁটিতে বামেরা রাজনৈতিক ক্রিয়া-কলাপ চালালেও, তাকে বাধা দিতে চাইছেন না শুভেন্দু অধিকারী। অর্থাৎ বিজেপিকে আটকাতেই তার এই কৌশল, তিনি চাইছেন বামেরা কিছুটা ঘুরে দাঁড়াক আর বিজেপির ভোট কাটুক যাঁর ফলে আখেরে লাভ তৃণমূলেরই বলে দাবি করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। কিন্তু দীর্ঘদিন পার্টি অফিস না খোলা, সেভাবে রাজনৈতিক কর্মসূচি না করার পর হঠাৎ করেই তাদের এই পথে নামাকে অন্য ভাবে দেখছে সিপিএমের অনেকে। যদিও বা এই প্রসঙ্গে সিপিএমের পক্ষ থেকে জানানো হয়েছে, মানুষ তৃণমূল এবং বিজেপির প্রতি বিরক্ত হয়ে গিয়েছে। তাই তারা বিকল্প খুঁজছে। তাই মানুষের সঙ্গে একমাত্র বামফ্রন্ট আছে। তবে বামেদের পক্ষ থেকে এই ব্যাপারে যে কথাই বলা হোক না কেন, অধিকারী পরিবারের সবুজসংকেত ছাড়া পূর্ব মেদিনীপুরে যে পাখিও ওড়ে না, তা সকলেই জানেন। ফলে সেখানে সিপিএমের এই অতিমাত্রায় সক্রিয়তা নিঃসন্দেহে গুঞ্জন তৈরি করছে বঙ্গ রাজনীতির অলিন্দে। আপনার মতামত জানান -